বিষয়বস্তুতে চলুন

পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছোটো পাখীদের ইহারা ভয়ানক শত্রু। তাই এই সব পাখী। মাঠ চিলদের ভয়ানক ভয় করিয়া চলে। মনে কর, একদল ভুরুই বা শালিক ক্ষেতে বসিয়া এক মনে জোয়ার খাইতেছে। এমন সময় যদি একটি মাঠ-চিল দূরে দেখা যায়, তাহা হইলে পাখীর দলে হট্টগােল ৰাধিয়া যায়, সকলেই ক্ষেতের গাছের ভিতরে লুকাইয় পড়ে ; ঐ ডাকাত পাখী চলিয়ানা গেলে তাহারা আর বাহিরে আসে না। শিকারীদের হাতে বন্দুক দেখিলে কাক ও অন্য পাখীরা ভয় পায়। কিন্তু মাঠচিলের শিকারীদের ভয় করে না। অনেক সময়ে ইহার শিকারীদের কাছে কাছে উড়িয়া বেড়ায় এবং বন্দুকের গুলিতে ঘুঘু বা অন্য পাখী মারা পড়িলে, তাহা ছো। মারিয়া লইয়া পালাইয়া 제 | g বাংলার পাখী। ని •