পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১০৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१ ० ; ०७– १ ४ ; २१ 1] প্রকাশিত বাক্য । আছে ; পরে “ক একখান পুস্তক খোলা গেল”, এবং আর একখানি পুস্তক, অর্থাৎ জীবন-পুস্তক খোলা গেল, रै 8 व्9 তোমাকে সেই কন্থাকে, মেষশাবকের ভার্য্যাকে ১• দেখাই। পরে “তিনি আত্মাতে আমাকে এক উচ্চ এবং মৃতের পুস্তকসমূহে লিখিত প্রমাণে “ আপন মহাপবর্বতে লইয়া গিয়া” পবিত্র নগরী যিরশালেমকে BB BBB BBBBBS BBBB BBBS BB BBBS BBBBBS B BB BBBS BBBBB BBB BBBS আপনার মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং ১১ নামিয়া আসিতেছিল, সে ঈশ্বরের প্রতাপবিশিষ্ট ; মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবৰ্ত্তা মৃতগণকে সমর্পণ করিল, এবং তাহার প্রত্যেকে আপন আপন ক্রিয়ানু১৪ সারে বিচারিত হইল। পরে মৃত্যু ও পাতাল অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল ; তাহাই, অর্থাৎ সেই অগ্নিহ্রদ, দ্বিতীয় ১৫ মৃত্যু। আর জীবন-পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল । নূতন আকাশ ও নূতন পৃথিবীর বর্ণন । २ ऽ পৃথিবী ” দেখিলাম ; কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে ; এবং সমুদ্র আর নাই। ২ আর আমি দেখিলাম, "পবিত্র নগরী, নূতন যিরশালেম” স্বৰ্গ হইতে, ঈশ্বরের নিকট হইতে, নামিয়া আসিতেছে ; সে আপন বরের নিমিত্ত বিভূষিত কস্তার ও হ্যায় প্রস্তুত হইয়াছিল। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম, দেখ, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস , তিনি তাহাদের সহিত বাস করিবেন, এবং তাহার। তাহার প্রজ হইবে এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন, ও তাহদের ঈশ্বর হইবেন। ৪ আর তিনি তাহীদের সমস্ত নেত্রজল মুছইয়া দিবেন ; এবং মৃত্যু আর হইবে না ; শোক বা আৰ্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না ; কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। " ৫ আর যিনি সিংহাসনে বসিয়া আছেন, তিনি কহিলেন, দেখ, আমি সকলই নুতন করিতেছি। পরে পরে আমি “এক নূতন আকাশ ও এক নূতন’ তাহার জ্যোতিঃ বহুমূল্য মণির, স্ফটিকবৎ নিৰ্ম্মল ১২ স্বৰ্য্যকান্তমণির, তুল্য । তাহার বৃহৎ ও উচ্চ প্রাচীর আছে, দ্বাদশ পুরদ্বার আছে ; সেই সকল দ্বারে দ্বাদশ দূত থাকেন, এবং “ক একটা নাম সেগুলির উপরে লিখিত আছে, সে সকল হস্রায়েল-সন্তানদের দ্বাদশ ১৩ বংশের নাম ; পূর্বদিকে তিন দ্বার, উত্তরদিকে তিন দ্বার, দক্ষিণদিকে তিন দ্বার ও পশ্চিমদিকে তিন দ্বার * । * ১৪ আর নগরের প্রাচীরের দ্বাদশ ভিত্তিমূল, সেগুলির উপরে ১৫ মেষশাবকের দ্বাদশ প্রেরিতের দ্বাদশ নাম আছে । আর যিনি আমার সঙ্গে আলাপ করিতেছিলেন, তাহার হস্তে ঐ নগর ও তাহার দ্বার সকল ও তাহার প্রাচীর ১৬ “মাপিবার জন্ত একটা সুবর্ণ নল ” ছিল । ঐ নগর চতুষ্কোণ, তাহার দৈঘ্য ও বিস্তার সমান। আর তিনি সেই নল দ্বারা নগর মাপিলে দ্বাদশ সহস্র তীর পরিমাণ হইল, তাহার দৈঘ্য, বিস্তার ও উচ্চতা এক ১৭ সমান। পরে তাহার প্রাচীর মাপিলে, মনুষ্যের অর্থাৎ দূতের পরিমাণ অনুসারে এক শত চোয়াল্লিশ হস্ত ১৮ হইল। প্রাচীরের গাথনি সুর্য্যকান্তমণির, এবং নগর ১৯ নিৰ্ম্মল কাচের সদৃশ পরিষ্কৃত হুবর্ণময়। নগরের প্রাচীরের ভিত্তিমূল সকল সর্বববিধ মূল্যবান মণিতে ভূষিত প্রথম ভিত্তিমূল স্বৰ্য্যকান্তের, দ্বিতীয় নীল২ • কান্তের, তৃতীয় তাম্রমণির, চতুর্থ মরকতের, পঞ্চম বৈদুৰ্য্যের, ষষ্ঠ সাদীয় মণির, সপ্তম স্বর্ণমণির, অষ্টম গোমেদকের, নবম পদ্মরাগের, দশম লণ্ডনীয়ের, একাদশ ২১ পেরোজের, দ্বাদশ কটাহেলার। আর দ্বাদশ দ্বার দ্বাদশটা মুক্ত, এক এক দ্বার এক এক মুক্তায় নিৰ্ম্মিত ; BB BBBBBS BBS BBB B BBB BB BBBBBBS BB BBBB BB BB BBBBB BBB BBBBB BB ৬ ও সত্য। পরে তিনি আমাকে কহিলেন, হইয়াছে ; | আমি আলফা এবং ওমিগ, আদি এবং অন্ত ; যে । পিপাসিত, আমি তাহাকে জীবন-জলের উলুই হইতে ৭ বিনামূল্যে জল দিব। যে জয় করে, সে এই সকলের অধিকারী হইবে ; এবং আমি তাহার ঈশ্বর হইব, ও ৮ সে আমার পুত্ৰ হইবে । কিন্তু যাহারা ভীরু, বা অবিশ্বাসী, বা ঘৃণাই, বা নরঘাতক, বা বেষ্ঠাগামী, বা মায়াবী বা প্রতিমাপূজক, তাহদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে: ইহাই দ্বিতীয় মৃত্যু । ন আর যে সপ্ত দূতের কাছে সপ্ত শেষ আঘাতে পরিপূর্ণ সপ্ত বাটি ছিল, তাহদের মধ্যে এক দূত আসিয়৷ আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন, আইস, আমি আমি নগরের মধ্যে কোন মন্দির দেখিলাম না ; কারণ সৰ্ব্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষশাবক স্বয়ং তাহার ২৩ মন্দিরস্বরূপ । “আর সেই নগরে দীপ্তিদানার্থে হুর্য্যের ব। চন্দ্রের কিছু প্রয়োজন নাই ; কারণ ঈশ্বরের প্রতাপ তাহ। আলোকময় করে, এবং মেষশাবক তাহার ২৪ প্রদীপস্বরূপ । আর জাতিগণ তাহার দীপ্তিতে গমনাগমন করিবে ; এবং পৃথিবীর রাজার তাহার মধ্যে ২৫ আপন আপন প্রতাপ আনেন। ঐ নগরের দ্বার সকল দিবাতে কখনও বদ্ধ হইবে না, বাস্তবিক সেখানে ২৬ রাত্রি হইবে না। আর জাতিগণের প্রতাপ ও ঐশ্বৰ্য্য ২৭ তাহার মধ্যে আলীত হইবে।” # আর অপবিত্র কিছু অথবা ঘৃণ্যকারী ও মিথ্যাকারী কেহ কদাচ তাহাতে প্রবেশ করিতে পাইবে না ; কেবল মেষশাবকের

  • দানিয়েল ২ : ৩৫ ৭ ; ৯, ১০ । গাত ৬২ , ১২ ৷ + যিশ ৬৫ ; ১৭, ১৯ । ৫২ : ১। ২৫ , ৮ । লেীয়

RS ; » » » » R |

  • যিহি স্কেল ৪০ - ১-৩ ৷ ৪৮ : ৩১-৩৪ ৷ + যিশাইয় ৫৪ ; ১১, ১২ ৷ # বিশাইয় ৬০ - ১, ৩, ৫, ১০, ১১, ১৯ ।

249