পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S S) ৫৬ উৎপন্ন ক্ষত। কিন্তু যদি যাজক দেখে, আর দেখ, ধৌত করিবার পরে যাজকের দৃষ্টি ত যদি সেই কলঙ্ক মলিন হয়, তবে সে ঐ বস্ত্র হইতে কিম্বা চৰ্ম্ম হইতে কিম্বা তান৷ ৫৭ বা পড়িয়ান হষ্টতে তাহ ছিড়িয়া ফেলিবে । তথাপি যদি সেই বস্ত্রে কিম্বা তানাতে বা পড়িয়ানেতে কিম্বা চৰ্ম্মনিৰ্ম্মিত কোন দ্রব্যে তাহ পুনরায় দৃষ্ট হয়, তব তাহা ব্যাপক কুণ্ঠ ; যাহাতে সেই কলঙ্ক থাকে, তাহ ৫৮ তুমি অগ্নিতে পোড়াইয়া দিবে। আর যে বস্তু কিম্বা বস্ত্রের তান বা পড়িয়ান কিম্বী চৰ্ম্মের যে কোন দ্রব্য ধৌত করিবে, তাহ হইতে যদি সেই কলঙ্ক দূর হয়, তবে দ্বিতীয় বার তাহ ধৌত করিবে , তাহাতে তাহ। ৫৯ শুচি হইবে । লোমের কিম্বা মসীনাকৃত বস্ত্রের কিম্ব। তানার বা পড়িয়ানের কিম্বা চৰ্ম্মনিৰ্ম্মিত কোন পাত্রের শৌচাশৌচ কথন বিষয়ে কুম্ভ জন্য কলঙ্কের এই ব্যবস্থা । S8 আর সদ্যপ্ৰভু মেশিকে কহিলেন, কুণ্ঠরোগীর শুচি হুইবার দিবসে তাহার পক্ষে এই ব্যবস্থা ৩ হইবে ; সে যাজকের নিকট আনীত হইবে । যাজক শিবিরের বাহিরে গিয়া দেখিবে ; আর দেখ, যদি ৪ কুষ্ঠীর কুণ্ঠরোগের ঘায়ের উপশম হইয়া থাকে, তবে যাজক সেই শোধ্যমান ব্যক্তির নিমিত্তে দুইটী জীবৎ শুচি পক্ষী, এরস কান্ত, লোহিতবর্ণ লোম ও এসোব, ৫ এই সকল লইতে আজ্ঞা করিবে । আর যাজক মটীয় পাত্রে স্রোতোজলেরক্ট উপরে একটী পক্ষী হনন ৬ করিতে আজ্ঞা করিব। পরে সে ঐ জীবিত পক্ষী, এরস কাঠ, লোহিতবর্ণ লোম ও এসোব লইয়া ঐ স্রোতোজলেরক্ট উপরে হত পক্ষীর রক্তে জীবিত পক্ষীর ৭ সহিত সে সকল ডুবাইবে, এবং কুষ্ঠ হইতে শোধ্যমান ব্যক্তির উপরে সাত বার ছিটাইয়া তাহাকে শুচি বলিবে, এবং ঐ জীবিত পক্ষীকে মাঠের দিক ছাড়িয়৷ ৮ দিবে। তখন সেই শোধ্যমান ব্যক্তি আপন বস্ত ধে'ত করিয়া ও সমস্ত কেশ মুণ্ডন করিয়া জলে স্নান করিবে: তাহাতে সে শুচি হইবে । তৎপরে সে শিবিরে প্রবেশ করিত পারিবে, কিন্তু সাত দিন আপন তাম্বর বাহির ৯ থাকিবে। পরে সপ্তম দিনে সে আপন মস্তকের কেশ, দাড়ি, ক্র ও সকঙ্গের লোম মুণ্ডন করিবে, এবং আপন বস্ত্র ধৌত করিয়া আপনি জলে স্নান করিয়া শুচি ১০ হইবে। পরে অষ্টম দিনে সে নির্দোষ দুইটী মেষশাবক, একবর্ষীয় নির্দোষ একটা মেধবৎসা ও ভক্ষ্যনৈবেদ্যের জন্য তৈলমিশ্রিত [ এক ঐফ স্বজির দশ ১১ অংশের তিন অংশ ও এক লোগ তৈল লইবে । পরে শুচিকারী যাজক ঐ শোধ্যমান লোকটাক এবং ঐ সকল বস্তু লইয়া সমাগম-তাম্বর দ্বারসমীপে সদাপ্রভুর ১২ সম্মুখে স্থাপন করবে। পরে ষাজক একটা মেষশাবক লইয়া দোষার্থক বলিরাপে উৎসর্গ করিবে, এবং তাহা ও সেই এক লোগ তৈল দোলনীয় নৈবেদ্যরূপে সদা

  • (ইত্ৰ) জীবিত জলের ।

লেবীয় পুস্তক । [ ১৩ ; ৫৬ – ১ ৪ ; ২৯ { ১৩ প্রভুর সম্মুখে দোলাইবে । যে স্থানে পাপার্থক বলি ও হোমবলি হনন করা যায়, সেই পবিত্র স্থানে ঐ মেষশাবকটীক হনন করিবে, কেননা দোষাথক বলি পাপাথক বলির স্যায় যাজকের অংশ ; তাহ অতি ১৪ পবিত্র। পরে যাজক ঐ দোষার্থক বলির কিঞ্চিৎ রক্ত লইয়া ঐ শোধ্যমান ব্যক্তির দক্ষিণ কর্ণের প্রান্তে, দক্ষিণ ১৫ হস্তের অঙ্গুষ্ঠে ও দক্ষিণ পাদের অঙ্গুম্ভে দিবে। আর যাজক সেই এক লোগ তৈলের কিয়দংশ লইয়া আপ১৬ নার বাম হস্তের তালুতে ঢালিবে। পরে যাজক সেই বাম হস্তস্থিত তৈলে আপন দক্ষিণ হস্তাঙ্গুলি ডুবাইয়৷ তাঙ্গুলি দ্বারা সেই তৈল হইতে কিঞ্চিৎ কিঞ্চিৎ সাত ১৭ বার সদাপ্রভুর সম্মুখে ছিটাইয়া দিবে। আর আপন হস্তস্থিত অবশিষ্ট তৈলের কিয়দংশ লইয়া যাজক শোধ্যমান ব্যক্তির দক্ষিণ কর্ণের প্রান্তে, দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠে ও দক্ষিণ পাদের অঙ্গুষ্ঠে ঐ দোযার্থক বলির ১৮ রক্তের উপরে দিবে। পরে যাজক আপন হস্তস্থিত অবশিষ্ট তৈল লইয়। ঐ শোধ্যমান ব্যক্তির মস্তকে দিবে, এবং যাজক সদাপ্রভুর সম্মুথে তাহার নিমিত্তে প্রায়১৯ শ্চিত্ত করবে। আর যাজক পাপাথক বলিদান করিবে, এবং সেই শোধামান ব্যক্তির অশেী চর জন্ত প্রায়শ্চিত্ত ২০ করিবে, তৎপরে হোমবলি হনন করবে। আর যাজক হেমবলি ও ভক্ষ্য-নৈবেদ্য বেদিতে উৎসর্গ করবে, এবং যাজক তাহার জন্ত প্রায়শ্চিত্ত করিবে ; তাহাতে সে শুচি হইবে । আর সে ব্যক্তি যদি দরিদ্র হয়, এত আনিতে তাহার সঙ্গতি না থাকে, তবে সে আপনার জন্য প্রায়শ্চিত্ত করণার্থে দোলনীয় দোষার্থক বলির নিমিত্তে একটা মেষ বৎস, ও ভক্ষ্য নৈবেদা, তৈলমিশ্রিত [ এক ঐফ ] স্থজির দশ অংশের এক অংশ ও এক লোগ তৈল : ২২ এবং আপন সঙ্গতি অনুসারে দুই টী ঘুঘু কিম্ব দুইটী কপোতশাবক আনিব ; তাহার একটা পাপাথক বলি, ২৩ অগুটী হোমবলি হইবে । পরে অষ্টম দিনে সে আপনার শে চাথে সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুর সম্মুখে ২৪ যাজকের কাছে তাহাদিগকে আনিবে । পরে যাজক দোষথিক বলির মেষশাবক ও উক্ত এক লেগ তৈল লইয়। সদাপ্রভুর সম্মুখে দোলনীয় নৈবেদ্যাথে তাহা ২৫ দোলাইবে। পরে সে দোষাথক বলির মেষশাবক হনন করিবে, এবং যাজক দোষথিক বলির কিঞ্চিৎ রক্ত লইয়া শোধ্যমান ব্যক্তির দক্ষিণ কর্ণের প্রান্তে ও তাহার দক্ষিণ হস্তর অঙ্গুষ্ঠে ও দক্ষিণ পাদের অঙ্গুষ্ঠে দিবে। ২৬ পরে যাজক সেই তৈল হইতে কিঞ্চিৎ লইয়া আপন ২৭ বাম হস্তের তালুতে ঢালিবে । আর যাজক দক্ষিণ হস্তের অঙ্গুলি দিয়া বাম হস্তস্থিত তৈল হইতে কিঞ্চিৎ কিঞ্চিৎ সাত বার সদাপ্রভূর সম্মুখ ছিটাইয়া দিবে। ২৮ আর যাজক আপন হস্তস্থিত তৈল হইতে কিঞ্চিৎ লইয়া শোধামান ব্যক্তির দক্ষিণ কর্ণের ও স্তে, দক্ষিণ হস্তের অঙ্গু ও দক্ষিণ পাদের অঙ্গুষ্ঠে দোষখক বলির ২৯ রক্তের স্থানের উপরে দিবে। আর যাজক শোধ্যমান

  • >

96