পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ৬ ; ১২ – ১৭ ; ৪ । ] পরে হারোণ আপনার পাপার্থক বলির গোবৎস আনিয়া নিজের ও নিজ কুলের নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে, ফলতঃ সে আপনার পাপাথক বলি সেই গো১২ বৎসকে হনন করিবে ; আর সদাপ্রভুর সন্মুখ হইতে, বেদির উপর হইতে, প্রজ্বলিত অঙ্গারে পূর্ণ অঙ্গারধানী ও এক মুষ্টি চুর্ণীকৃত হুগন্ধি ধূপ লইয়। তিরস্করিণীর ১৩ ভিতরে যাইবে । আর ঐ ধূপ সদাপ্রভুর সম্মুখে আয়ত দিবে ; তাহাতে সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ পাপাবরণ ১৪ ধুপের ধুম-মঘে আচ্ছন্ন হইলে সে মরিবে না। পরে সে ঐ গোবৎসর কিঞ্চিৎ রক্ত লইয়া পাপাবরণের পুৰ্ব্বপার্থে অঙ্গুলি দ্বারা ছিটাইয়া দিবে, এবং অঙ্গুলি দ্বারা পাপাবরণের সম্মুখ ঐ রক্ত সাত বার ছিটাইয়া দিবে। পরে সে লোকদের পাপার্থক বলির ছাগটী হনন করিয়া তাহার রক্ত তিরস্করিণীর ভিতরে আনিয়া যেমন গোবৎসের রক্ত ছিটাইয়া দিয়াছিল, সেইরূপ তাহারও রক্ত লইয়া করিব, পাপাবরণের উপরে ও পাপাবর-ণর ১৬ সন্মুখ তাহ ছিটাইয়া দিবে। আর ইস্রায়েল-সন্তানগণর নানাবিধ অশুচিতা ও অধৰ্ম্ম, অৰ্থাৎ সর্বববিধ পাপপ্রযুক্ত সে পবিত্র স্থানের জন্ত প্রায়শ্চিত্ত করিবে, এবং যে সমাগম-তাম্বু তাহদের সহিত, তাহদের নানাবিধ অশেীচের মধ্যে বসতি করে, তাহার নিমিত্তে সে তদ্রুপ ১৭ করিবে। আর প্রায়শ্চিত্ত করি বার জন্ত পবিত্র স্থানে প্রবেশ করা অবধি যে পৰ্য্যন্ত সে বাহির না হয়, এবং আপনার ও নিজ কুলের এবং সমস্ত ইস্রায়েল-সমাজের নিমিত্ত প্রায়শ্চিত্ত সমাপ্ত না করে, সেই পৰ্য্যন্ত সমাগম১৮ তাম্বুতে কোন মনুষ্য থাকিবে না। সে নির্গত হইয়। সদাপ্রভুর সম্মুখবত্তী বেদির নিকটে গিয়া তাহার জন্ত প্রায়শ্চিত্ত করিবে, এবং সেই গোবৎসের কিঞ্চিৎ রক্ত ও ছাগের কিঞ্চিৎ রক্ত লইয়া বেদির চারিদিকে শুঙ্গের 3 3 > & অঙ্গুলি দ্বারা তাহার উপরে সাত বার ছিটাইয়া দিয়া তাহ শুচি করিবে, ও ইস্রায়েল-সন্তানগণের অশৌচ হইতে তাহা পবিত্র করবে। এইরূপে সে পবিত্র স্থানের, সমাগম তাম্বুর ও বেদির জন্য প্রায়শ্চিত্তকায্য সমাপ্ত করিলে পর সেই জীবিত ২১ ছাগটা আনিবে ; পরে হারাণ সেই জীবিত ছাগের মস্তকে আপনার দুই হস্ত অৰ্পণ করিবে, এবং ইস্রায়েলসন্তানগণর সমস্ত অপরাধ ও তাহাuদর সমস্ত অধৰ্ম্ম অর্থাৎ তাহীদের সকববিধ পাপ তাহার উপরে স্বীকার করিয়া সে সমস্ত ঐ ছাগের মস্তকে অর্পণ করিব : পরে যে প্রস্তুত হইয়াছে, এমন লোকের হস্ত দ্বারা ২২ তাহীকে প্রান্তরে পঠ৷হয় দিবে। আর ঐ ছাগ নিজের উপরে তাহদের সমস্ত অপরাধ বিচ্ছিন্ন ভূমিত বহিয়৷ লইয়া যাইবে ; আর সেই ব্যক্তি ছাগটাকে প্রান্তরে ২৩ ছাড়িয়া দিবে। আর হীরাণ সমাগম তন্তু ত প্রবেশ করিবে, এবং পবিত্র স্থানে প্রবেশ করিবার সময়ে যে সকল মসীন-বস্ত্র পরিধান করিয়াছিল, তাহ ত্যাগ 출e লেবীয় পুস্তক । ২৯ উপরে দিবে। আর সে রক্তের কিয়দংশ লইয়া আপন । పె ఎ ২৪ করিয়া সেই স্থানে রাখিবে। পরে সে কোন পবিত্র স্থানে আপন শরীর জল ধৌত করিয়া নিজ বস্ত্র পরিধান করতঃ বাহিরে আসিবে, এবং আপনার হোমবলি ও লোকদের হোমবলি উৎসর্গ করিয়া আপনার নিমিত্তে ২৫ ও লোকদের নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে । আর সে ২৬ পাপার্থক বলির মেদ বেদিতে দগ্ধ কfরবে। আর যে ব্যক্তি ত্যাগের ছাগটী ছাড়িয়া দিয়াছিল, সে আপন বস্ত্র ধৌত করিবে, ও আপন গাত্র জলে ধৌত করিবে. ২৭ তৎপরে শিবিরে আসিবে । আর পাপার্থক বলির গোবৎস ও পাপার্থক বলির ছাগ, যাহাঁদের রক্ত প্রায়শ্চিত্ত করণার্থ পবিত্র স্থানে আনীত হইয়াছিল, লোকেরা তাহাদিগকে শিবিরের বাহিরে লইয়া গিয়া তাহাদের ২৮ চৰ্ম্ম, মাংস ও মল অগ্নিতে পোড়াইয়া দিবে। আর যে জন তাহ পোড়াইয়া দিবে, সে আপন বস্ত্র ধৌত করিব, ও আপন গাত্র জলে ধৌত করিবে, তৎপরে শিবিরে অসিবে । তোমাদের নিমিত্তে ইহা চিরস্থায়ী বিধি হইবে : সপ্তম মাসের দশম দিনে স্বদেশী কিম্বা তোমাদের মধ্য প্রবাসকারী বিদেশী, তোমরা আপন আপন প্রণকে ৩• দুঃখ দিবে ও কোন ব্যবসায় কৰ্ম্ম করিবে না। কেনন। সেই দিন তোমাদিগকে শুচি করণার্থে তোমাদের জন্ত প্রায়শ্চিত্ত করা যাইবে ; তোমরা সদাপ্রভুর সম্মুখে ৩১ আপনাদের সকল পাপ হইতে শুচি হুইবে । তাহ। তোমাদের বিশ্রামার্থক বিশ্রামদিন ; এবং তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে ; ইহা চিরস্থায়ী ৩২ বিধি । পিতার স্থানে যাজন কৰ্ম্ম করিতে যাহাক অভিষেক ও হস্তপূরণ দ্বারা নিযুক্ত করা যাইবে, সেই যাজক প্রায়শ্চিত্ত করবে, এবং মসীনা বস্ত্র অর্থাৎ পবিত্র ৩৩ বস্ত্র সকল পরিধান করিবে । আর সে পবিত্র ধৰ্ম্মধামের জন্ত প্রায়শ্চিত্ত করবে, এবং সমাগম-তাম্বুর ও বেদির জন্ত প্রায়শ্চিত্ত করিবে, এবং যাজকগণের ও সমাজের ৩৪ সমস্ত লোকের জন্ত প্রায়শ্চিত্ত করিবে । ইস্রায়েল-সন্তান গণের জন্ত তাহীদের সমস্ত পাপপ্রযুক্ত বৎসরের মধ্যে এক বার প্রায়শ্চিত্ত করা তোমাদের পক্ষে চিরস্থায়ী বিধি হইবে । তখন [হারোণ ] মোশির প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে কৰ্ম্ম করিলেন । বলিদান ও রক্ত বিষয়ক বিধি । Sግ আর সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি হারো ও তাহার পুত্রগণকে এবং সমস্ত ইস্রায়েল-সন্তানকে কহ, তাহাদিগকে এই কথা বল, সদাপ্রভু এই আজ্ঞা ৩ করেন ; ইস্রায়েল-কুলজাত যে কেহ শিবিরের মধ্যে কিম্বা শিবিরের বাহিরে গোরু কিম্ব মেষ কিম্বা ছাগ ৪ হনন করে, কিন্তু সদাপ্রভুর আবাসের সম্মুখ সদাপ্রভুর উদ্দেশে উপহার উৎসর্গ করিতে সমাগম-তান্ধুর দ্বারসমীপে তাহ না আনে, তাহার উপর রক্তপাতের পাপ গণিত হইবে ; সে রক্তপাত করিয়াছে, সে ব্যক্তি আপন ース。 99