3. У о বিপরীত আচরণ করিয়াছি, আর তাহাদিগকে শত্রুদেশে আনিয়াছি । তখন যদি তাহাদের অচিছন্নত্বক হৃদয় নম্র হয়, ও তাহারা আপন আপন অপরাধের ৪২ দণ্ড গ্রাহ করে, তবে আমি যাকেীবের সহিত কৃত আমার নিয়ম স্মরণ করিব, এবং ইস্হাকের সহিত কৃত আমার নিয়ম ও অব্রাহামের সহিত কৃত আমার নিয়মও স্মরণ করিব, আর দেশকেও স্মরণ করিব । ৪৩ দেশও তাহদের কর্তৃক পরিত্যক্ত থাকিবে, ও তাহাদের অবৰ্ত্তমানে ধ্বংসস্থান হইয় আপন বিশ্রাম ভোগ করিবে, এবং তাহারা আপনাদের অপরাধের দণ্ড গ্রাহ করিবে ; কারণ এই যে, তাহারা আমার শাসন অগ্রাহ করিত ও তাহদের প্রাণ তামার বিধি ঘৃণ৷ ৪৪ করিত। তথাপি যখন তাহারা শত্রুদের দেশে থাকিবে, তখন আমি নিঃশেষে বিনাশ জন্ত কিম্ব তাহদের সহিত আমার নিয়ম ভঙ্গ করণার্থে তাহাদিগকে অগ্রাহ করিব না, এবং ঘূণাও করিব না ; কেনন। আমি সদাপ্রভু তাহদের ঈশ্বর। আর আমি তাহীদের ঈশ্বর হইবার জন্ত যাহাদিগকে জাতিগণের সাক্ষাতে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছি, তাহাদের সেই পিতৃপুরুষদের সহিত কৃত আমার নিয়ম তাহাদের জন্য স্মরণ করিব ; আমি সদাপ্রভু । সানয় পৰ্ব্বতে সদাপ্রভু মোশির হস্ত দ্বারা আপনার ও ইস্রায়েল-সন্তানগণের মধ্যে এই সকল বিধি, শাসন ও ব্যবস্থা স্থির করিলেন। 3Q 39 মানত বিষয়ক ব্যবস্থা । བརྗེ། ཧྥི་ আর সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি ইস্রাN য়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, যদি কেহ বিশেষ মনত করে, তবে তোমার নিরূপণীয় ৩ মূল্যানুসারে প্রাণী সকল সদাপ্রভুর হইবে । তোমার নিরূপণীয় মূল্য এই ; বিংশতি বৎসর বয়স অবধি ষষ্টি বৎসর বয়স পৰ্য্যন্ত পুরুষ হইলে তোমার নিরূপণীয় মূল্য পবিত্র স্থানের শেকল অনুসারে পঞ্চাশ শেকল ৪ রৌপ্য । কিন্তু যদি স্ত্রীলোক হয়, তবে তোমার নিরূও পণীয় মূল্য ত্রিশ শেকল হইবে। যদি পাচ বৎসর বয়স অবধি বিংশতি বৎসর বয়স পর্য্যন্ত হয়, তবে তোমার নিরূপণীয় মূল্য পুরুষের পক্ষে বিংশতি শেকল ৬ ও স্ত্রীর পক্ষে দশ শেকল হইবে। যদি এক মাস বয়স অবধি পাচ বৎসর বয়স পর্য্যন্ত হয়, তবে তোমার নিরূপণীয় মূল্য পুরুষের পক্ষে পাঁচ শেকল রৌপ্য, ও তোমার নিরূপণীয় মূল্য স্ত্রীর পক্ষে তিন শেকল রৌপ্য ৭ হইবে। যদি ষষ্টি বৎসর কিম্বা তাহার অধিক বয়স হয়, তবে তোমার নিরূপণীয় মূল্য পুরুষের পক্ষে পনের ৮ শেকল ও স্ত্রীর পক্ষে দশ শেকল হইবে। কিন্তু যদি দরিদ্রত। প্রযুক্ত তোমার নিরূপণীয় মূল্য দিতে সে অক্ষম হয়, তবে যাজকের নিকটে আনীত হইবে, এবং যাজক তাহীর মূল্য নিরূপণ করিবে ; মানতকারী ব্যক্তির সংস্থান অনুসারে যাজক তাহার মূল্য নিরূপণ করিবে । লেবীয় পুস্তক । [ २ ७ ; 8२ – ९ १ ; २७ ॥ ৯ আর যদি কেহ সদাপ্রভুর কাছে উৎসর্গের জন্য পশু দান করে, তবে সদাপ্রভুর উদ্দেশে দত্ত তাদৃশ সমস্ত ১• পশু পবিত্র বস্তু হইবে । সে তাহার অন্তথা কি পরিবর্তন করিবে না, মন্দের পরিবর্তে ভাল, কিম্বা ভালর পরিবর্তে মন্দ দিবে না ; যদি সে কোন প্রকারে পশুর সহিত পশুর পরিবর্ত করে, তবে তাহ এবং ১১ তাহার বিনিময় উভয়ই পবিত্র হইবে। আর যাহা সদাপ্রভুর উদ্দেশে উপহাররূপে উৎসর্গ করা যায় না, এমন কোন অশুচি পশু যদি কেহ দান করে, তবে সে ঐ পশুকে যাজকের সম্মুখে উপস্থিত করিবে । ১২ ঐ পশু ভাল কিম্বা মন্দ হউক, যাজক তাহার মূল্য নিরূপণ করিবে; তোমার অর্থাৎ যাজকের নিরূপণালু১৩ সারেই মূল্য হইবে । কিন্তু যদি সে কোন প্রকারে তাহা মুক্ত করিতে চাহে, তবে সে তোমার নিরূপিত মূল্যের পঞ্চমাংশ অধিক দিবে। আর যদি কোন ব্যক্তি সদাপ্রভুর উদ্দেশে আপন গৃহ পবিত্র করে, তবে তাহ ভাল কিম্বা মন্দ হউক, যাজক তাহার মূল্য নিরূপণ করিবে ; যাজক তাহার যে মূল্য নিরূপণ করিবে, তাহাই স্থির হইবে। আর যে তাহ পবিত্র করিয়াছে, সে যদি আপন গৃহ মুক্ত করিতে চাহে, তবে সে তোমার নিরূপিত মূল্যের পঞ্চমাংশ অধিক দিবে ; তাহা করিলে গৃহ তাহার হইবে। ১৬ আর যদি কেহ আপনার অধিকৃত ক্ষেত্রের কোন অংশ সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করে, তবে তাহার বপনীয় বীজানুসারে তাহার মূল্য তোমার নিরূপণীয় হইবে ; এক এক হেমের পরিমিত যবের বীজের প্রতি পঞ্চাশ পঞ্চাশ শেকল করিয়া রৌপ্য । যদি সে যোবেল বৎসরাবধি আপন ক্ষেত্র পবিত্র করে, তবে তোমার নিরূপণীয় ৮ সেই মূলানুসারে তাহ স্থির হইবে। কিন্তু যদি দে যোবেলের পরে আপন ক্ষেত্র পবিত্র করে, তবে যাজক আগামী যোবেল পর্যন্ত অবশিষ্ট বৎসরের সংখ্যানুসারে তাহার দেয় রৌপ্য গণনা করিবে, এবং তদনুসারে তোমার নিরূপণীয় মূল্য নুন করা যাইবে । আর যে তাহ পবিত্র করিয়াছে, সে যদি কোন প্রকারে আপন ক্ষেত্র মুক্ত করিতে চাহে, তবে সে তোমার নিরূপণীয় রৌপ্যের পঞ্চমাংশ অধিক দিলে তাহ। তাহারই হইবে । কিন্তু যদি সে সেই ক্ষেত্র মুক্ত নী করে, কিম্ব যদি অন্ত কাহারও কাছে সেই ক্ষেত্র বিক্রয় করে, তবে তাহ আর কখনও মুক্ত হইবে না : সেই ক্ষেত্র যোবেল বৎসরে ক্রেতার হস্ত হইতে গিয়৷ বজিত ভূমির স্থায় সদাপ্রভুর উদেশে পবিত্র হইবে, ২২ তাহাতে যাজকেরই অধিকার হইবে । আর যদি কেহ আপন পৈতৃক ক্ষেত্র ব্যতিরেকে আপনার ক্রীত ক্ষেত্র ২৩ সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করে, তবে যাজক তোমার নিরূপণীয় মূল্যানুসারে যোবেল বৎসর পর্য্যন্ত তাহার দেয় রৌপ্য গণনা করিবে, আর সেই দিনে সে তোমার নিরূপিত মূল্য দিবে; তাহ সদাপ্রভুর উদেশে পবিত্র। ২৪ যোবেল বৎসরে সেই ক্ষেত্র বিক্রেতার হস্তে, অর্থাৎ > 8 > Gł > * > * 110
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১২০
অবয়ব