পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ > & ২৭ যোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে যিহদ বংশের গণিত লোক চোয়ত্তর সহস্র ছয় শত । ইষাখর-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমন২৯ যোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে ইষাথর বংশের গণিত লোক চোয়ান্ন সহস্ৰ চারি শত । লুন-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমন৩১ যোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে সবুলুন বংশের গণিত লোক সাতান্ন সহস্ৰ চারি শত । ৩২ যোষেফ-সন্তানগণের মধ্যে ইক্রয়িম-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয় । বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম৩৩ সংখ্যানুসারে ইস্ক্রয়িম বংশের গণিত লোক চল্লিশ সহস্ৰ পাঁচ শত । মনঃশি-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয় । বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমন৩৫ যোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে মনঃশি বংশের গণিত লোক বত্রিশ সহস্র দুই শত । বিন্যামীন-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে ংখ্যানির্ণয় । বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে ৩৭ গমনযোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে বিস্তামীন ংশের গণিত লোক পয়ত্রিশ সহস্ৰ চারি শত । দান-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমন৩৯ যোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে দান বংশের গণিত লোক বাষটি সহস্ৰ সাত শত । আশের-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমন৪১ যোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে আশের বংশের গণিত লোক একচল্লিশ সহস্ৰ পাচ শত । নপ্তালি-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমন৪৩ যোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে নস্তালি বংশের গণিত লোক তিপপান্ন সহস্ৰ চারি শত । এই সকল লোক মোশি ও হারোণ কর্তৃক, এবং ইস্রায়েলের বার জন অধ্যক্ষ অর্থাৎ আপন আপন পিতৃকুলের এক এক জন অধ্যক্ষ কর্তৃক গণিত হইল। ৪৫ স্ব স্ব পিতৃকুলানুসারে ইস্রায়েল-সন্তানগণ, অর্থাৎ বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক ইস্রায়েলের মধ্যে ৪৬ যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষ গণিত হইলে গণিত লোকদের সংখ্যা ছয় লক্ষ তিন সহস্ৰ পাচ শত পঞ্চাশ হইল । ৪৭ আর লেবীয়েরা আপন পিতৃবংশানুসারে তাহাদিগের ৪৮ মধ্যে গণিত হইল না। কেননা সদাপ্ৰভু মোশিকে ৪৯ বলিয়াছিলেন, তুমি কেবল লেবি বংশের গণনা করিও না, এবং ইস্রায়েল-সন্তানগণের মধ্যে তাহদের সংখ্যা ৫ • গ্রহণ করিও না । কিন্তু সাক্ষ্যের আবাস ও তাহার ২৮ 9 . vరి 3 Sు \ジリア 8 o' 8之 38 গণনাপুম্ভক । [ > ; २१ - ९ ; »8 । সকল দ্রব্য ও তৎসংক্রান্ত সমস্ত বিষয়ের তত্ত্বাবধান জন্তু লেবায়দিগকে নিযুক্ত করিও ; তাহার। আবাস ও তাহার সমস্ত দ্রব্য বহিবে, এবং তাহার। তৎসংক্রান্তু পরিচর্য্যা করিবে, ও আবাসের চারিদিকে সন্নিবেশিত ৪১ হইবে। আর আবাস তুলিবার সময়ে লেবায়ের তাহ। ভাঙ্গিবে ; এবং আবাস স্থাপনের সময়ে লেবীয়েরা তাহা স্থাপন করিবে ; অন্য গোষ্ঠীর লোক তাহার ৫২ নিকটে গেলে তাহার প্রাণদণ্ড হইবে । আর ইস্রায়েলসন্তানগণ আপন আপন সৈন্ত অনুসারে আপন আপন শিবিরে তাপন আপন পতাকার সমীপে সন্নিবেশিত ৫৩ হইবে । কিন্তু ইস্রায়েল-সন্তানগণের মণ্ডলীর প্রতি যেন ক্ৰোধ না বর্তে, এই নিমিত্ত সাক্ষ্যের আবাসের চতুর্দিকে লেবীয়ের সন্নিবেশিত হইবে, এবং লেবীয়ের সাক্ষ্যের আবাসের রক্ষণীয় রক্ষা করিবে । ইস্রায়েল-সন্তানগণ সেইরূপ করিল ; সদাপ্রভু মোশিকে যাহা যাহ আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে তাহার। সকলই করিল। শিবিরে থাকিবার ও যাত্রা করিবার নিয়ম। & আর সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, ইস্রায়েল-সন্তানগণ প্রত্যেকে স্ব স্ব পিতৃকুলের চিহ্নের সহিত পতাকার নিকটে সন্নিবেশিত হইবে তাহার। সমাগম-তাম্বুর অভিমুখে চতুর্দিকে সন্নিবেশিত হইবে । ৩ পূৰ্ব্ব পার্শ্বে স্থৰ্য্যোদয়ের দিকে আপন সৈন্ত অনুসারে যিহদার শিবিরের পতাকা সম্বন্ধীয় লোকের সন্নিবেশিত হইবে ; এবং অন্মীনাদবের পুত্ৰ নহশোন যিহুদী৪ সন্তানগণের অধ্যক্ষ হইবে । তাহার সৈন্ত, তাহীদের ও গণিত লোক চোয়াত্তর সহস্র ছয় শত জন । তাহার পার্শ্বে ইষাৰ্থর বংশ সন্নিবেশিত হইবে, এবং হুয়ারের পুত্ৰ নথনেল ইষাখর-সন্তানগণের অধ্যক্ষ হইবে । ৬ তাহার সৈন্ত, তাহার গণিত লোক চোয়ান্ন সহস্ৰ চারি ৭ শত জন। আর সবুলুন বংশ তথায় থাকিবে ; হেলোনের পুত্র ইলীয়াব সবুলুন-সন্তানগণের অধ্যক্ষ হইবে। ৮ তাহার সৈন্য, তাহার গণিত লোক সাতান্ন সহস্ৰ চারি ৯ শত জন । যিহদার শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্ত অনুসারে সর্বশুদ্ধ এক লক্ষ ছেয়াশী সহস্ৰ চারি শত জন । তাহারা প্রথমতঃ অগ্রসর হইবে । ১• দক্ষিণ পাশ্বে আপন সৈন্ত অনুসারে রূবেণের শিবিরের পতাকা থাকিবে, এবং শদেয়ূরের পুত্র ইলীনূর ১১ রূবেণ-সন্তানগণের অধ্যক্ষ হইবে । তাহার সৈন্ত, তাহার গণিত লোক ছেচল্লিশ সহস্ৰ পাচ শত জন । ১২ তাহার পার্শ্বে শিমিয়োন বংশ সন্নিবেশিত হইবে, এবং হুরশিদয়ের পুত্ৰ শলুমীয়েল শিমিয়োনের সন্তান১৩ গণের অধ্যক্ষ হইবে । তাহার সৈন্ত, তাহীদের গণিত ১৪ লোক উনষষ্টি সহস্র তিন শত জন। গাদ বংশও তথায় থাকিবে, এবং দুয়েলের পুত্র ইলীয়াসফ গাদ-সন্তান 112