পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*、8 ; R>ーペ、S ; > & 1」 অমলেক জাতিগণের মধ্যে প্রথম ছিল, কিন্তু বিনাশ ইহার শেষ দশা হুইবে । ২১ পরে সে কেনীয়দের প্রতি দৃষ্টি করিল, এবং আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, তোমার নিবাস অতি দৃঢ়, তোমার বাস। শৈলে স্থাপিত । তথাপি কেন ক্ষয় পাইবে, শেষে অণুর তোমাকে বন্দি করিয়া লইয়। যাইবে । ২৩ পরে সে আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, হায়, যখন ঈশ্বর ইহ করেন, তখন কে বাচিবে ? কিন্তু কিৰ্ত্তীমের তাঁর হইতে জাহাজ আসিবে, তাহার অশুরকে দুঃখ দিবে, এবরকে দুঃখ দিবে, কিন্তু তাহারও বিনাশ ঘটিবে। ২৫ পরে বিলিয়ম উঠিয়া স্বস্থানে ফিরিয়া গেল, এবং বালকও আপন পথে চলিয়া গেলেন । ইস্রায়েলীয়দের দেবপূজা ও ব্যভিচার । २ (ं পরে ইস্রায়েল শিটীমে বাস করিল, আর লোকের মেয়াবের কস্তাদের সহিত ব্যভিচার ২ করিতে প্রবৃত্ত হইল। সেই কষ্ঠার তাহাদিগকে আপনাদের দেবপ্রসাদ ভোজনের নিমন্ত্রণ করিল, এবং লোকেরা ভোজন করিয়া তাহীদের দেবগণের কাছে ৩ প্ৰণিপাত করিল। আর ইস্রায়েল বাল্‌ পিয়োর দেবের প্রতি আসক্ত হইতে লাগিল ; অতএব ইস্রায়েলের ৪ বিরুদ্ধে সদাপ্রভুর ক্ৰোধ প্রজ্বলিত হইল। সদাপ্রভু মেশিকে কহিলন, তুমি লোকদের সমস্ত অধ্যক্ষকে সঙ্গে লইয়া সদাপ্রভুর উদ্দেশে স্বর্য্যের সম্মুখে উহাদিগকে টাঙ্গাইয়া দেও : তাহাতে ইস্রায়েল হইতে সদাপ্রভুর ৫ প্রচণ্ড ক্রোধ নিবৃত্ত হইবে । তখন মোশি ইস্রায়েলের বিচারকত্ত্বগণকে কহিলেন, তোমরা প্রত্যেকে বালুপিয়োরের প্রতি আসক্ত আপন তাপন লোকদিগকে বধ কর । ৬ আর দেখ, মোশির ও ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলীর সাক্ষাতে ইস্রায়েল-সন্তানদের মধ্যে এক পুরুষ আপন জ্ঞাতিগণের নিকটে এক মিদিয়নীয় স্ত্রীকে আনিল, তৎকালে লোকের সমাগম তাম্বুর দ্বারে রোদন ৭ করিতেছিল। তাহ দেখিয়া হারেীণ যাজকের পৌত্র ইলিয়াসরের পুত্ৰ পীনহুস মণ্ডলীর মধ্য হইতে উঠিয়৷ ৮ হস্তে বড়শা লইলেন ; আর সেই ইস্রায়েলীয় পুরুষের পশ্চাৎ পশ্চাৎ কুঠরীতে প্রবেশ করিয়া ঐ দুই জনকে, সেই ইস্রায়েলীয় পুরুষকে এবং পেট দিয়া সেই স্ত্রীকে, বিদ্ধ করিলেন ; তাহাতে ইস্রায়েল-সন্তানগণ হইতে ৯ মারী নিবৃত্ত হইল। যাহারা ঐ মারীতে মরিয়াছিল, তাহারী চব্বিশ সহস্ৰ লোক । ১০,১১ পরে সদাপ্রভু মেশিকে কহিলেন, লোকদের মধ্যে আমার পক্ষে অন্তর্জাল প্রকাশ করতে হারোণ বীজকের পৌত্র ইলিয়াসরের পুত্ৰ পীনহস ইস্রায়েল সম্ভানগণ হইতে আমার ক্রোধ নিবৃত্ত করিল ; এই জন্ত २२ 8 গণনা পুস্তক । ><)● আমি অন্তর্জালায় ইস্রায়েল-সন্তানগণকে সংহার করি। ১২ লাম না। অতএব তুমি এই কথা বল, দেখ, তাম ১৩ তাহকে আমার শক্তিকর নিয়ম দিয়াছি; তাহ তাহার পক্ষে ও তাহার ভাবী বংশের পক্ষে চিরস্থায়ী যাজকত্বের নিয়ম হইবে ; কেনন। সে আপন ঈশ্বরর পক্ষে অন্তজ্বালা প্রকাশ করিয়াছে, এবং ইস্রায়েল সস্তানগণের ১৪ নিমিত্তে প্রায়শ্চিত্ত করিয়াছে। ইস্রায়লীয় যে পুরুষ ঐ মিদিয়নীয় স্ত্রীর সহিত হত হইয়াছিল, তাহার নাম সিম্রি, সে সালুর পুত্র ; সে শিমিcয়নীয়দের এক জন ১৫ পিতৃ কুলাধ্যক্ষ ছিল । আর ঐ হত। মিদিয়লীয় স্ত্রীর নাম কস্ট্রী, সে স্বরের কন্যা ; ঐ স্বর মিদিয়নের মধ্যে এক পিতৃকুলস্থ লোকদিগের অধ্যক্ষ ছিল। ১৬,১৭ পরে সদা প্ৰভু মেশিকে কহিলন, তুমি মিদিয়১৮ নীয়দিগকে ক্লেশ দেও ও আঘাত কর । কেননা পিয়োর বিষয়ক ছলে এবং সেই পিয়ের জন্ত মারীর দিবসে হত তাহদের আত্মীয়া কস্বী নাম্নী মিদিয়নীয় অধ্যক্ষের কহ্য বিষয়ক ছলে তাহার তেমদিগকে প্রবঞ্চন করিয়া ক্লেশ দিয়াছে। ইস্রায়েলীয়দের দ্বিতীয় বার গণনা । २७ মারীর পরে সদাপ্রভু মোশিকে ও হারোণের পুত্ৰ ইলিয়াসর যাজককে কহিলেন, তোমরা ইস্রায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলীর মধ্যে আপন আপন পিতৃকুলানুসারে বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লোকদিগকে, ইস্রায়েলের যুদ্ধে গমনযোগ্য সমস্ত লোক৩ কে. গণনা কর । তাহাতে মোশি ও ইলিয়াসর যাজক যিরীহোর নিকটস্থ যদ্দন-সমীপে মোয়াবের তলভূমিতে ৪ তাহাদিগকে কহিলন, বিংশতি বৎসর ও ততাধিক বয়স্ক লোকদিগকে গণনা কর] ; যেমন সদাপ্রভু মোশকে ও মিসর দেশ হইতে নির্গত ইস্রায়েল-সন্তানগণকে আজ্ঞা দিয়াছিলেন । ৫ রূবেণ ইস্রায়েলের প্রথমজাত । রূবেণের সন্তানগণ : হনোক হইতে হনোকায় গোষ্ঠী ; পলু হইতে পলুয়ায় ৬ গোষ্ঠী ; হিষুণ হইতে হিষোণীয় গোষ্ঠী , কস্মি হইতে ৭ কৰ্ম্মীয় গোষ্ঠী। ইহার রূবেণীয় গোষ্ঠী : ইহাদের মধ্যে গণিত লোক তেতাল্লিশ সহস্ৰ সাত শত ত্ৰিশ জন । ৮.৯ আর পল্লুর সন্তান ইলীয়াব । ইলীয়াবের সন্তান নমুয়েল, দাখন ও অবরোম ; কেরহের দল যখন সদাপ্রভুর সহিত বিবাদ করিয়াছিল, তৎকালে তাহার মধ্যে মণ্ডলীর সমাহত লোক যে দাখন ও অবীরাম মোশির ও হারোণের সহিত বিবাদ করিয়াছিল, তাহার এই ১• দুই জন । সেই সময়ে পৃথিবী মুখ খুলিয় তাহাদিগকে ও কোরহকে গ্রাস করিয়াছিল, তাহাতে সেই দল মারা পড়িল, এবং অগ্নি দুই শত পঞ্চাশ জনকে গ্রাস করিল, ১১ আর তাহার নিদশনস্বরূপ হইল। কিন্তু কোরহের সন্তানেরা মরে নাই । আপন আপন গোষ্ঠী অনুসারে শিমিয়ানের সন্তানগণ ; নমুয়েল হইতে নমুয়েলীয় গোষ্ঠী ; যামান হইতে

137