পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* o ; 8 – S > ; So I } ৪ লইয়া পৰ্ব্বতে উঠিলাম। আর সদাপ্রভু সমাজের দিবসে পৰ্ব্বতে অগ্নির মধ্য হইতে যে দশ আজ্ঞ তোমাদিগকে বলিয়াছিলেন, তাহ প্রথম লিগনানুসারে ঐ দুইথান ও প্রস্তর-ফলকে লিখিয়া আমাকে দিলেন । পরে তামি মুখ ফিরাইয় পৰ্ব্বত হইতে নামিয়া আমার প্রতি সদা প্রভুর দত্ত আজ্ঞানুসারে সেই দুই প্রস্তর ফলক আমার নিৰ্ম্মিত সেই সিন্দুকে রাখিলাম, তদবধি তাহ সেই স্থানে রহিয়াছে। ও (ইস্রায়েল-সন্তানগণ বেরোৎ-বেনেয়াকন হইতে মোষেরোতে যাত্রা করিলে হারোণ সে স্থানে মরিলেন, এবং সেই স্থানে তাহার কবর হইল ; এবং তাহার পুত্ৰ ৭ ইলিয়াসর তাহার পরিবর্তে যাজক হইলেন। সে স্থান হইতে তাহারা গুধগোদায় যাত্রা করিল, এবং গুধগোদ হইতে যট্‌বাথায় প্রস্থান করিল ; এই স্থান ৮ জলস্রোতের দেশ। সেই সময়ে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহন করিতে, সদাপ্রভুর পরিচর্য্য করিবার জন্ত তাহার সাক্ষাতে দাড়াইতে এবং তাহার নামে আশীবাদ করিতে সদা প্ৰভু লেবির বংশকে পৃথক্ করিলেন, ৯ অদ্যপি সেইরূপ চলিয়া আসিতেছে । এই জন্ত আপন ভ্রাতৃগণের মধ্যে লেবীয়দের কোন অংশ কিম্ব৷ অধিকার হয় নাই ; তোমার ঈশ্বর সদাপ্রভু তাহাদিগকে যাহা বলিয়াছেন, তদনুসারে সদাপ্রভুই তাহদের অধিকার । ) তার তামি প্রথম বারের ছায় চল্লিশ দিবারাত্র পৰ্ব্বতে থাকিলাম ; এবং সেই বারেও সদাপ্রভু আমার নি-বদন শুনিলেন ; সদাপ্রভু তোমাকে বিনষ্ট করিতে ১১ চাহিলেন না। পরে সদাপ্রভু আমাকে কহিলেন, উঠ, তুমি যাত্রার নিমিত্তে লোকদের অগ্রগামী হও, আমি তাহাদিগকে যে দেশ দিতে তাহীদের পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছি, তাহার। সেই দেশে প্রবেশ করিয়া তাহ অধিকার করুক । আজ্ঞাবহ হইবার উপদেশ । এখন হে ইস্রায়ল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন ? কেবল এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় কর, তাহার সকল পথে চল ও তাহাকে প্রেম কর, এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা কর, ১৩ অদ্য আমি তোমার মঙ্গলার্থে সদাপ্রভুর যে যে আজ্ঞ ও বিধি তোমাকে দিতেছি, সেই সকল যেন পালন ১৪ কর। দেখ, স্বৰ্গ ও স্বর্গের স্বর্গ এবং পৃথিবী ও তন্মধ্যস্থ ১৫ যাবতীয় বস্তু তোমার ঈশ্বর সদাপ্রভুর । কেবল তোমার পিতৃপুরুষদিগকে প্রেম করতে সদাপ্রভুর সন্তোষ ছিল, আর তিনি তাহদের পরে তাহাদের বংশকে অথাৎ আদ্যকার মত সৰ্ব্বজাতির মধ্যে তোমাদিগকে ১৬ মনোনীত করিলেন। তাতএব তোমরা আপন তাপন হৃদয়র ত্বগগ্র ছেদন কর, এবং আর শক্তগ্রীব হইও না। ১৭ কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বরগণের ঈশ্বর ও 3 а ○ミ দ্বিতীয় বিবরণ । > さ> প্রভুদের প্রভু, তিনিই মহান, বীৰ্য্যবান ও ভয়ঙ্কর ঈশ্বর ; তিনি কাহারও মুখাপেক্ষ করেন না, ও উৎ১৮ কোচ গ্রহণ করেন না। তিনি পিতৃহীনের ও বিধবার বিচার নিম্পন্ন করেন, এবং বিদেশীকে প্রেম করিয়া ১৯ অন্ন বস্ত্র দেন । অতএব তোমরা বিদেশীকে প্রেম করিও, কেননা মিসর দেশে তোমরাও বিদেশী ছিলে । ২• তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিবে, তাহারই সেবা কারবে, তাহাতেই আসক্ত থাকিবে, ও তাহারই ২১ নামে দিব্য করবে। তিনি তোমার প্রশংসা-ভূমি, তিনি তোমার ঈশ্বর : তুমি স্বচক্ষে যাহা যাহা দেখিয়াছ, সেই মহৎ ও ভয়ঙ্কর কৰ্ম্ম সকল তিনিই তোমার ২২ জন্ত করিয়াছেন। তোমার পিতৃপুরুষের কেবল সত্তর প্রাণী মিসরে নমিয়া গিয়াছিল, কিন্তু এখন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আকাশের তারার মত বহুসংখ্যক করিয়াছেন । SS _: তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে, এবং তাহার রক্ষণীয়, তাহার বিধি, তাহার শাসন ও তাহার আজ্ঞা সকল নিত্য নিত্য পালন ২ করিবে। আর অদ্য জ্ঞাত হও, যেহেতুক তোমাদের বালকগণকে বলিতেছি না ; তাহার তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কৃত শাস্তি জানে নাই ও দেখে নাই ; তাহার মহত্ত্ব, তাহার বলবান হস্ত ও বিস্তারিত বাহু, ৩ এবং তাহার চিহ্ন সকল ও মিসরের মধ্যে মিসর-রাজ ফরেীণের প্রতি ও তাহার সমস্ত দেশের প্রতি তিনি ৪ যাহা যাহা করিলেন, তাহার সেই সকল কাব্য ; এবং মিশ্ৰীয় সৈন্তের, অশ্বের ও রথের প্রতি তিনি যাহা করিলেন, তাহার। যখন তোমাদের পশ্চাৎ ধাবিত হইল, তিনি যেরূপে স্তফসাগরের জল তাহদের উপরে বহাইলেন, এবং সদাপ্রভু তাহাদিগকে বিনষ্ট করিলেন, ৫ অদ্য তাহারা নাই ; এবং এ স্থানে তোমাদের আগমন পৰ্য্যন্ত তোমাদের প্রতি তিনি প্রান্তরে যাহ। যাহা করি৬ য়াছেন ; আর তিনি রূবেণের পুত্র ইলীয়াবের সন্তান দাখন ও অীরামের প্রতি যাহা যাহা করিয়াছেন, ফলতঃ পৃথিবী যেরূপে আপন মুখ বিস্তার করিয়া সমস্ত ইস্রায়েলের মধ্যে তাহাদিগকে, তাহদের পরিজনগণকে, তাহদের তাম্বু ও তাহদের অধিকৃত সমস্ত সম্পত্তি গ্রাস করিল, এ সকল তাহার দেখে নাই ; ৭ কিন্তু সদাপ্রভুর কুত সমস্ত মহৎ কৰ্ম্ম তোমরা স্বচক্ষে ৮ দেখিয়াছ । অতএব অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি, সেই সমস্ত আজ্ঞ পালন করিও, যেন তোমরা বলবান হও, এবং যে দেশ অধিকার করিবার জন্ত পার হইয়। যাইতেছ, সেই দেশে প্রবেশ ৯ করিয়া তাই তাধিকার কর ; আর যেন সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদিগক ও উহাদের বংশকে যে দেশ দিতে দিব্য করিয়াছিলেন, সেই দুগ্ধমধুপ্রবাহী দেশে ১০ তোমাদের দীর্ঘকাল অবস্থিতি হয়। কারণ তোমরা যে মিসর দেশ হইতে বাহির হইয়া আসিয়াছ, সেই দেশে তুমি বীজ বুনিয়া শাকের উদ্যানের স্থায় পদ দ্বারা জল 159