পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

`్ళ 9 3 ১২ করিবেন। যথাকলে তোমার ভূমির জন্ত বৃষ্টি দিতে ও তোমার হস্তের সমস্ত কৰ্ম্মে আশীৰ্ব্ববাদ করিতে সদাপ্রভু আপনার আকাশরুপ মঙ্গল-ভণ্ডার খুলিয়া দিবেন ; এবং তুমি অনেক জাতিকে ঋণ দিবে, কিন্তু ১৩ আপনি ঋণ লইবে না। আর সদাপ্রভু তোমাকে মস্তকস্বরূপ করিবেন, পুচ্ছস্বরূপ করিবেন না ; তুমি অবনত না হইয়া কেবল উন্নত হইবে ; কেবলমাত্র তোমার ঈশ্বর সদাপ্রভুর এই যে সকল আজ্ঞ যত্নপূৰ্ব্বক পালন করিতে আমি তোমাকে অদ্য আদেশ করিতেছি, এই সকলেতে কর্ণপাত করিতে হুইবে , ২৪ আর অদ্য আমি তোমাদিগকে যে সকল কথা অজ্ঞ। করিতেছি, অন্ত দেবগণের সেবা করণার্থে তাহীদের অনুগামী হইবার জন্ত তোমাকে সেই সকল কথার দক্ষিণে কি বামে ফিরিতে হইবে না। কিন্তু যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত না কর, আমি অদ্য তোমাকে তাহার যে সমস্ত আজ্ঞ ও বিধি আদেশ করিতেছি, যত্বপূর্বক সেই সকল পালন না কর, তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি বৰ্ত্তিবে ও তোমাকে আশ্রয় করিবে । ১৬ তুমি নগরে শাপগ্ৰস্ত হইবে ও ক্ষেত্রে শাপগ্ৰস্ত হইবে। ১৭ তোমার চুপড়ি ও তোমার ময়দার কাঠুয়া শাপগ্ৰস্ত ১৮ হইবে। তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল এবং তোমার গোরুর বৎস ও তোমার মেষদের শাবক ১৯ শাপগ্ৰস্ত হইবে । ভিতরে আসিবার সময়ে তুমি শাপগ্রস্ত হইবে, ও বাহিরে বাইবার সময়ে তুমি শাপগ্ৰস্ত ২০ হইবে । যে পৰ্য্যন্ত তোমার সংহার ও হঠাৎ বিনাশ না হয়, তাবৎ যে কোন কধ্যে তুমি হস্তক্ষেপ কর, সেই কাধ্যে সদাপ্ৰভু তোমার উপরে অভিশাপ, উদ্বেগ ও ভর্ৎসন প্রেরণ করবেন ; ইহার কারণ তোমার দুষ্ট কাৰ্য্য সকল, যদ্বায় তুমি আমাকে পরিত্যাগ করি২১ মাছ। তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশ হইতে যাবৎ উচ্ছিন্ন না হও, তাবৎ সদাপ্ৰভু ২২ তোমাকে মহামারীর আশ্রয় করিবেন । সদাপ্রভু ক্ষয়রোগ, জ্বর, জ্বালা, প্রচণ্ড উত্তাপ ও খড়গ এবং শস্তের শোষ ও স্লানি দ্বারা তোমাকে আঘাত করিবেন ; তোমার বিনাশ না হওয়৷ পয্যন্ত সে সকল তোমার ২৩ অনুধাবন করবে। আর তোমার মস্তকের উপরিস্থিত আকাশ পিত্তল, ও নিম্নস্থিত ভূমি লৌহস্বরূপ ২৪ হইবে। সদাপ্রভু তোমার দেশে জলের পরিবর্তে ধূলি ও বালি বর্ষণ করিবেন : যে পৰ্যন্ত তোমার বিনাশ না হয়, তাবৎ তাহ আকাশ হইতে নামিয়া তোমার ২৫ উপরে পড়িবে। সদাপ্রভু তোমার শক্ৰদের সম্মুখে তোমাকে আঘাত করাইবেন ; তুমি এক পথ দিয়৷ তাহাদের বিরুদ্ধে যাইবে, কিন্তু সাত পথ দিয়া তাহাদের সন্মুখ হইতে পলায়ন করিবে ; এবং পৃথিবীর ২৬ সমস্ত রাজ্যের মধ্যে ভাসিয়া বেড়াইবে । আর তোমার শব থেচর পক্ষিসমূহের ও ভূচর পশুগণের ভক্ষ্য ২৭ হইবে ; কেহ তাহাদিগকে খেদাইয়া দিবে না। সদt 1) & 174: দ্বিতীয় বিবরণ। | Rゲ; S3 – 88 প্রভু তোমাকে মিশ্রীয় স্ফোটক, এবং মহামারীর স্ফোটক, পাম ও খুজলি, এই সকল রোগ দ্বারা এমন আঘাত করিবেন যে, তুমি আরোগ্য পাইতে পরিবে ২৮ না। সদাপ্রভু উন্মাদ, অন্ধত ও চিত্তের স্তব্ধতা দ্বার। ২৯ তোমাকে আঘাত করিবেন । অন্ধ যেমন অন্ধকারে ইতিড়িয়া বেড়ায়, তদ্রুপ তুমি মধ্যাহ্নকালে হাতড়িয় বেড়াইবে, ও আপন পথে কৃতকাৰ্য্য হইবে না, এবং সববদ কেবল উপদ্রুত ও লুষ্ঠিত হইবে, কেহ ৩০ তোমাকে নিস্তার করিবে না । তোমার প্রতি কস্তার বাগ্‌দান হইবে, কিন্তু অন্ত পুরুষ তাঁহাতে উপগত হইবে ; তুমি গৃহ নিৰ্ম্মাণ করিবে, কিন্তু তাহতে বাস করিতে পাইবে না; দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করবে, ৩১ কিন্তু তাহার ফল ভোগ করবে না। তোমার গোরু তোমার সম্মুখে হত হইবে, আর তুমি তাহার মাংস ভোজন করিতে পাইবে না ; তোমার গর্দভ তোমার সাক্ষাতে সবলে অপহৃত হইবে, তাহ তোমাকে ফিরাইয়া দেওয়া যাইবে না ; তোমার মেষপাল তোমার শক্রগণকে দত্ত হইবে, তোমার পক্ষে নিস্তারকর্তী কেহ ৩২ থাকিবে না । তোমার পুত্ৰকস্তাগণ অন্ত এক জাতিকে দত্ত হইবে, ও সমস্ত দিন তাহদের অপেক্ষায় চাহিতে চাহিতে তোমার চক্ষু ক্ষীণ হইবে, এবং তোমার হস্তের ৩৩ কোন শক্তি থাকিবে না। তোমার অজ্ঞাত এক জাতি তোমার ভূমির ফল ও তোমার শ্রমের সমস্ত ফল ভোগ করিবে ; এবং তুমি সৰ্ব্বদা কেবল উপদ্রুত ও চূর্ণ ৩৪ হইবে ; আর তোমার চক্ষু বাহা দেখিবে, তৎপ্রযুক্ত ৩৫ তুমি উন্মত্ত হইবে। সদাপ্ৰভু তোমার জানু, জংঘা ও পায়ের তলা হইতে মাথার তালু পৰ্যন্ত অপ্রতীকাৰ্য্য ৩৬ দুষ্ট স্ফোটক দ্বারা আঘাত করবেন। সদাপ্রভু তোমাকে এবং যে রাজাকে তুমি আপনার উপরে নিযুক্ত করবে, তাহাকে তোমার অজ্ঞাত এবং তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত এক জাতির কাছে লইয়া যাইবেন ; সেই স্থানে তুমি অন্ত দেবগণের, কাঠ ও প্রস্তরের, দেবী ৩৭ করিবে । আর সদাপ্রভু তোমাকে যে সকল জাতির মধ্যে লইয়। যাইবেন, তাহদের কাছে তুমি বিস্মরের, ৩৮ প্রবাদের ও উপহাসের আস্পদ হইবে । তুমি বহু বীজ বহিয়া ক্ষেত্রে লইয়। যাইবে, কিন্তু অল্প সংগ্ৰহ ৩৯ করিবে ; কেননা পঙ্গপাল তাই বিনষ্ট করবে। তুমি দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার পাইট করবে, কিন্তু দ্রীক্ষারস পান করিতে কি দ্রাক্ষফল চয়ন করিতে পাইবে না ; কেনন কীটে তাহ খাইয়। ফেলিবে । ৪০ তোমার সকল অঞ্চলে জিতবৃক্ষ হইবে, কিন্তু তুমি তৈল মর্দন করিতে পাইবে না ; কেননা তোমার ৪১ জিতবৃক্ষের ফল ঝরিয়া পড়িবে। তুমি পুত্রকন্তাগণের জন্ম দিবে, কিন্তু তাহারা তোমার হইবে না : ৪২ কেননা তাহারা বন্দি হহয়! যাইবে । পঙ্গপাল তোমার ৪৩ সমস্ত বৃক্ষ ও ভূমির ফল অধিকার করবে। তোমার মধ্যবত্তী বিদেশী তোম৷ হইতে উত্তর উত্তর উন্নত ৪৪ হইবে, ও তুমি উত্তর উত্তর অবনত হুইবে । সে