やお >レー" ; >8 ] নগর ও তথাকার সমস্ত বস্তু সদাপ্রভুর উদ্দেশে বর্জিত হুইবে ; কেবল রাহুব বেষ্ঠা ও তাহার সহিত যাহরা গৃহে আছে, সমস্ত লোক বাচিবে, কেনন। সে তামা১৮ দের প্রেরিত দূতগণকে লুকাইয়া রাখিয়ছিল। আর তোমরা সেই বজ্জিত দ্রব্য হইতে আপনাদিগকে সাবধানে রক্ষা করিও, নতুবা বজ্জিত করিবার পর বজ্জিত দ্রব্যের কিছু লইলে তোমরা ইস্রায়েলের শিবির বজ্জিত ১৯ করিয়া ব্যাকুল করিবে । কিন্তু সমুদয় রৌপ্য ও স্বর্ণ এবং পিত্তলর ও লৌহের সমস্ত পাত্ৰ সদাপ্রভুর উদেশে পবিত্র ; সে সকল সদাপ্রভুর ভাণ্ডারে যাইবে । পরে লোকের সিংহনাদ করিল ; ও যোজকেরা ] তুরী বাজাইল ; আর লোকের তুরীধ্বনি শুনিয়া অতি উচ্চৈঃস্ব-র সিংহনাদ করিয়া উঠিল, তাহাতে প্রাচীর স্বস্থানে পড়িয়া গেল; পরে লোকেরা প্রত্যেক জন সন্মুখ২১ পথে নগরে উঠিয়া গিয়া নগর হস্তগত করিল। তার তাহারা খড়গধারে নগরের স্ত্রী পুরুষ আবাল বৃদ্ধ এবং গে, মেষ ও গর্দভ সকলই নিঃশেষে বিনষ্ট করিল। ২২ কিন্তু যে দুই ব্যক্তি দেশ নিরীক্ষণ করিয়াছিল, যিহোশূয় তাহাদিগকে বলিলেন, তোমরা সেই বেষ্ঠার গৃহে গমন কর, এবং তাহার কাছে যে দিব্য করিয়াছ, তদনুসারে সেই স্ত্রীলোককে ও তাহার সমস্ত লোককে ২৩ বাহির করিয়া আন । তাহতে সেই দুই যুব চর প্রেবেশ করিয়া রাহবকে এবং তাহার পিতামাতা ও ভ্রাতৃগণ ও তাহার সমস্ত লোককে বাহির করিয়া আনিল , তাহার সমস্ত গোষ্ঠীকেও বাহির করিয়৷ অনিল ; তাহারা ইস্রায়েলের শিবিরের বাহিরে তাহা২৪ দিগকে রাখিল । আর লোকের নগর ও তথাকার সমস্ত বস্তু আগুনে পোড়াইয়া দিল, কেবল রৌপ্য ও স্বর্ণ, এবং পিত্তলের ও লৌহের পাত্র সকল সদাপ্রভুর ২৫ গৃহের ভাণ্ডারে রাখিল। কিন্তু যিহেশুয় রাহুব বেষ্ঠাকে, তাহার পিতৃকুলকে ও তাহার স্বজন সকলকে জীবিত রাখিলেন ; সে অদ্যাপি ইস্রায়েলের মধ্যে বসতি করিতেছে ; কারণ যিরীহে। নিরীক্ষণ করিবার জন্ত যিহেtশুয়র প্রেরিত দুই দুতকে সে লুকাইয়ী রাখিয়ছিল । ২৬ সেই সময় যিহোশূয় শপথ করিয়া লোকদিগকে কহিলেন, যে কেহ উঠয়। এই যিরীহে। নগর পত্তন করিবে, সে সদাপ্রভুর সাক্ষাতে শাপগ্ৰস্ত হউক ; নগরের ভিত্তিমূল স্থাপনের দণ্ডরূপে সে তাপন জ্যেষ্ঠ পুত্ৰকে, ও নগর দ্বার সকল স্থাপনের দণ্ডরূপে তাপন কনিষ্ঠ ২৭ পুত্র-ক দিবে। এইরূপে সদাপ্রভু যিহেশুয়র সহবৰ্ত্তা ছিলেন, আর তাহার যশ সমুদয় দেশে ব্যাপল । આ જ অtখনের লোভ ও তাহার দণ্ড । o কিন্তু ইস্রায়েল-সন্তানগণ বর্জিত বস্তু সম্বন্ধে সত্যলঙ্ঘন করল ; ফলতঃ যিহদাবংশীয় সেরহের সন্তান সদর সন্তান কৰ্ম্মির পুত্র আখন বজ্জিত বস্তুর কিছু হরণ করল ; তlহাতে হস্রায়েল-সন্তানদের প্রতি সদাপ্রভুর ক্ৰোধ প্ৰজ্বলিত হইল । যিহোশূয়ের পুস্তক। ○ レ〜? ২ - আর যিহেশুয় যিৱীহে হইতে বৈথেলের পূর্বদিক্ স্থিত বৈৎ আবানর পাশ্বস্থ তায়ে লোক প্রেরণ করলেন, তাহাদিগকে কহিলেন, তোমরা উঠয়। গিয়া দেশ নিরীক্ষণ কর । তাহাতে তাহার। গিয়া অয় নিরীক্ষণ করল। ও পরে তাহার। যিহেশুয়র নিকটে ফিরিয়া আদয়। কহিল, সে স্থানে সকল লোক না গেলেও হয়, দুই কিম্বা তিন সহস্ৰ লোক উঠিয়া গিয়া অয় পরাজয় করুক ; সে স্থানে সকল লোক কষ্ট না করিলেও হয়, ৪ কেননা তথাকার লোক অল্প । অতএব লোকদের মধ্য হইতে অনুমান তিন সহস্ৰ জন সে স্থানে যাত্র করিল, কিন্তু তাহার অয়ের লোকদের সন্মুখ হইতে পলায়ন ৫ করিল। আর অয়ের লোকের তাহদের মধ্যে প্রায় ছত্রিশ জনকে আঘাত করিল ; নগর-দ্বার হইতে শবরাম পৰ্য্যন্ত তাহাদিগকে তাড়ন করিয়া অবরোহণের পথে আঘাত করিল, তাহীতে লোকদের হৃদয় গলিয়া গিয়া জলের দ্যায় হইল । ও তখন যিহেশূয় ও ইস্রায়েলের প্রাচীনবর্গ তাপন আপন বস্ত্র চিরিয়৷ সদাপ্রভুর সিন্দুকের সম্মুখে অধোমুখ হইয়া সন্ধ্য পর্য্যন্ত ভূমিতে পড়িয়া থাকিলেন, ৭ এবং আপন আপন মস্তকে ধূল ছড়াইলেন। আর যিহেীশূর কহিলেন, হায় হয়, হে প্ৰভু সদাপ্রভু, বিনাশীর্থে ইমারীয়দের হস্তে আমাদিগকে সমপণ করিবার জন্ত তুমি কেন এই লোকদিগকে যদিন পার করিয়া আনিলে ? হায় হয়, আমরা কেন সন্তুষ্ট হইয়া যদ্দনের ৮ ওপারে থাকি নাই । হে প্রভু, ইস্রায়েল আপন শক্রগণের সম্মুখে হটিয়া গেলে পর আমি কি বলিব ? ৯ কনানীয়ের এবং দেশনিবাসী সমস্ত লোক এই কথ} শুনিবে, আর আমাদিগকে বেষ্টন করিয়া পৃথিবী হইতে আমাদের নাম উচ্ছেদ করিবে, তাহ হইলে তুমি আপন মহানামের নিমিত্তে কি করিবে ? ১• তখন সদাপ্রভু যিহেশুয়কে কহিলেন, তুমি উঠ,কেন ১১ তুমি অধোমুখ হইয় পড়িয়া আছ ? ইম্রায়েল পাপ করিয়াছে, এমন কি, তাহার। আমার অজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করিয়াছে ; এমন কি, তাহার। সেই বজ্জিত দ্রব্যের কিছু লইয়াছে ; আবার চুরি করিয়াছে, আবার প্রতারণ। করিয়াছে, আবার আপনাদের সামগ্রীর মধ্যে ১২ তাই রাখিয়ছে । এই জন্য ইস্রায়েল-সন্তানগণ আপন শক্রগণের সম্মুখ দাড়াইতে পারে না, শক্রগণের সম্মুখ হইতে হটিয়া যায়, কেনন। তাহার বজ্জিত হইয়াছে : তোমাদের মধ্য হইতে সেই বজ্জত বস্ত উৎপাটন নী ১৩ করিলে আমি আর তোমাদের সঙ্গে থাকিব না। উঠ, লোকদিগকে পবিত্র কর, বল, তোমরা কল্যের জন্ত পবিত্র হও, কেননা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, হে হস্রায়েল, তোমার মধ্যে বজ্জিত বস্তু আছে , আপনাদের মধ্য হইতে সেই বজ্জত বস্তু দূর না করিলে তুমি আপন শক্রদের সম্মুখে দাড়াইতে ১৪ পরিবে না । অতএব ও তঃকালে আপন আপন বংশানুসারে তোমরা নিকটে আনীত হইবে ; তাহাতে 187
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৯৭
অবয়ব