বিচারকর্তৃগণের বিবরণ। যিহদা প্রভৃতি গোষ্ঠীর বিযয় । Ş যিহেীশুয়ের মৃত্যুর পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর কাছে এই কথা জিজ্ঞাসা করিল, কননীয়দের বিরুদ্ধে, তাহদের সহিত যুদ্ধ করণার্থে, ২ প্রথমে আমাদের কে যাইবে ? সদাপ্রভু কহিলেন, যিহদা যাইবে ; দেখ, আমি তাহার হস্তে দেশ সমর্পণ ৩ করিয়াছি। পরে যিহদা আপন ভ্রাত শিমিয়োনকে কহিল, তুমি আমার অংশে আমার সহিত আইস, আমরা কনানীয়দের সহিত যুদ্ধ করি ; পরে আমিও তোমার অংশে তোমার সহিত যাইব । তাঁহাতে শিমি৪ য়োন তাহার সঙ্গে গেল। যিহদ। যাত্র। করিল, আর সদাপ্রভু তাহীদের হস্তে কনানীয় ও পরিষীয়দিগকে সমর্পণ করিলেন ; আর তাহার বেষকে তাহদের দশ ৫ সহস্ৰ লোককে বধ করিল। তাহার বেষকে আদোনীবেষককে পাইয় তাহার সহিত যুদ্ধ করিল, এবং ৬ কনানীয় ও পরিষীয়দিগকে আঘাত করিল। তখন অদোনী-বেষক পলায়ন করিলেন ; আর তাহার। তাহার পশ্চাৎ পশ্চাৎ দৌড়িয়া গিয় তাহাকে ধরিল, ৭ এবং তাহার হস্তপদের বৃদ্ধাঙ্গুলি ছেদন করল। তখন অদোনী-বেষক কহিলেন, যাহাঁদের হস্তপদের বৃদ্ধাঙ্গুলি ছিন্ন করা হইয়াছিল, এমন সত্তর জন রীজ আমার মেজের নীচে খাদ্য কুড়াইতেন ; আমি যেমন কৰ্ম্ম করিয়াছি, ঈশ্বর আমাকে তদনুরূপ প্রতিফল দিয়াছেন। পরে লোকের তাহীকে যিরশালেমে আনিলে তিনি ৮ সেই স্থানে মরিলেন। আর যিহদা সন্তানগণ বিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধ করিয়া তাহ হস্তগত করিল ও খড়গধীরে আঘাত করিল, এবং আগুন দিয়া নগর পোড়াইয়। দিল । ৯ পরে যিহদা সন্তানগণ পর্বতময় দেশ, দক্ষিণ দেশ ও নিম্নভূমিনিবাসী কনানীয়দের সহিত যুদ্ধ করিতে ১০ নামিয় গেল। আর যিহদ হিত্ৰোণ-বাসী কনানীয়দের বিরুদ্ধে যাত্র করিয়৷ শেশয়, অহীমান ও তন্ত্ৰময়কে আঘাত করিল ; পূৰ্ব্বে ঐ হিত্ৰোণের নাম কিরিয়ৎ-অর্ব ১১ ছিল। তথা হইতে সে দবীর-নিবাসীদের বিরুদ্ধে যাত্র করিল ; পূৰ্ব্বে দবীরের নাম কিরিয়ৎ-সেফর ছিল। ১২ আর কলেব বলিলেন, যে কেহ কিরিয়ৎসেফরকে আঘাত করিয়া হস্তগত করিবে, তাহার সহিত আমি ১৩ আপন কণ্ঠা অকৃষর বিবাহ দিব। আর কালেবের কনিষ্ঠ ভ্রাত কনসের পুত্র তাৎনীয়েল তাহ হস্তগত করিলে তিনি তাহার সহিত আপন কন্য। অক্ষার ১৪ বিবাহ দিলেন। আর ঐ কন্ত আসিয় তাহার পিতার কাছে একখানি ক্ষেত্র চাহিতে স্বামীকে প্রবৃত্তি দিল ; এবং সে আপন গর্দভ হইতে নামিল ; কালেব তাহাকে ১৫ কহিলেন, তুমি কি চাও? সে তাহাকে বলিল, আপনি আমাকে এক উপহার দিউন ; দক্ষিণাঞ্চলস্থ ভূমি আমাকে দিয়াছেন, জলের উনুইগুলিও আমাকে দিউন। তাঁহাতে কালেব তাহাকে উচ্চতর উনুইগুলি ও নিম্নতর উলুইগুলি দিলেন । পরে মোশির সম্বন্ধী কেনীয়ের সন্তানগণ যিহদার সন্তানগণের সহিত খর্জরপুর হইতে অরীদের দক্ষিণদিক্স্থিত যিহুদী প্রান্তরে উঠিয় গেল ; তাহারা গিয়া লোক১৭ দের মধ্যে বসতি করিল। আর যিহদ আপন ভ্রাত শিমিয়োনের সহিত গমন করিল এবং তাহারা সফাৎবাসী কনানীয়দিগকে আঘাত করিয়া ঐ নগর নিঃশেষে বিনষ্ট করিল। আর সেই নগরের নাম হর্ম। [বিনষ্ট ] ১৮ হুইল । তার যিহুদা ঘসা ও তাহার অঞ্চল, অস্কিলোন ও তাহার অঞ্চল, এবং ইক্রোণ ও তাঁহার অঞ্চল হস্ত১৯ গত করিল। সদাপ্রভু যিহুদার সহবৰ্ত্তী ছিলেন, সে পৰ্ব্বতময় দেশের নিবাসীদিগকে অধিকারচু্যত করিল : কারণ সে তলভূমিনিবাসীদিগকে অধিকারচু্যত করিতে পারিল না, কেননা তাহদের লৌহরথ ছিল । ২০ অীর মোশি যেমন বলিয়াছিলেন, তদনুসারে তাহার কলেবকে হিত্ৰোণ দিল, এবং তিনি তথা হইতে অনকের তিন পুত্রকে অধিকারচু্যত করিলেন। ২১ পরস্তু বিস্তামীন-সন্তানগণ যিরশালেম-নিবাসী বিবৃষীয়দিগকে অধিকারচু্যত করিল না ; যিবৃষীয়ের অদ্যাপি যিরশালেমে বিদ্যমীন-সন্তানদের সহিত বাস করিতেছে । আর যেযেফের কুলও বৈথেলের বিরুদ্ধে যাত্র করিল ; এবং সদাপ্রভু তাহদের সহবত্তী ছিলেন। ২৩ তখন যোষেফের কুল বৈথেল নিরীক্ষণ করিতে লোক প্রেরণ করিল। পূৰ্ব্বে ঐ নগরের নাম লুস ছিল । ২৪ আর সেই প্রহরীর ঐ নগর হইতে এক জনকে বাহিরে আসিতে দেখিয় তাহকে কহিল, বিনয় করি, নগরপ্রবেশের পথ আমাদিগকে দেখাইয় দেও ; দিলে ২৫ তামরা তোমার প্রতি দয়া করিব । তাহীতে সে তাহtদিগকে নগর-প্রবেশের পথ দেখাইয়৷ দিল, তার 3 ○ ২২ 205
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২১৫
অবয়ব