পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& У о জাশের সমুদ্রের পোতাশ্রয়ে বসিয়া থাকিল, নিজ খালের ধারে বাস করিল। ১৮ সবুলুন-প্ৰজাগণ প্রাণ তুচ্ছ করিল মৃত্যু পৰ্য্যন্ত, লপ্তালিও করিল ক্ষেত্রের উচ্চ উচ্চ স্থানে । ১৯ রাজগণ আসিয়া যুদ্ধ করিলেন, তখন কনানের রাজগণ যুদ্ধ করিলেন, স্গিদোর জলতীরস্থ তানকে যুদ্ধ করিলেন : তাহার এক খণ্ড রৌপ্যও লইলেন না । ২• আকাশমণ্ডল হইতে যুদ্ধ হইল, স্ব স্ব অয়নে তারাগণ সৗধরার বিরুদ্ধে যুদ্ধ করিল। ২১ কৗশোন নদী তাহাদিগকে ভাসাইয়া লইয়। গেল : সেই প্রাচীন নদী, কৗশোন নদী। হে আমার প্রাণ, সবলে অগ্রসর হও । ২২ তখন অস্বদের খুর ভুমি পেষণ করিল ধাবন হেতু, তাহাদের পরাক্রমীদের ধাবন হেতু । ২৩ সদাপ্রভুর দূত বলেন, মেরোসকে শাপ দেও, তথাকার নিবাসীদিগকে দারুণ শাপ দেও : কেননা তাহারা আসিল না সদাপ্রভুর সাহায্যের জন্ত, সদাপ্রভুর সাহায্যের জন্ত, বিক্রমীদের বিরুদ্ধে । ২৪ মহিলাদের মধ্যে বায়েল ধন্ত, কেনীয় হেবরের পত্নী ধন্ত, তাম্বুবাসিনী স্ত্রীলোকদের মধ্যে তিনি ধন্ত। ২৫ সে জল চাহিল, তিনি তাহাকে দুগ্ধ দিলেন। রাজোপযোগী পাত্রে ক্ষীর অনিয়া দিলেন। ২৬ তিনি গোজে হন্ত দিলেন, কৰ্ম্মকারের মুদ্রগরে দক্ষিণ হস্ত দিলেন; তিনি সীষরাকে মুদ্রগর মারিলেন, তাহার মস্তক বিদ্ধ করিলেন, , তাহার কাণপাটি ভাঙ্গিলেন, বিদ্ধ করিলেন । ২৭ সে তাহার চরণে হেট হইয়া পড়িল, লম্বমান হইল : তাহার চরণে হেঁট হইয়া পড়িল : যেখানে হেঁট হইল, তথায় মরিয়া পড়িল। ১৮ সীষরার মাতা গবাক্ষ দিয়া চাহিল, সে বাতায়ন হইতে ডাকিয়া কহিল, তাহার রথ আসিতে কেন বিলম্ব করে ? তাহার রথচক্র কেন মন্দ মন্দ চলে ? ২৯ তাহার জ্ঞানবতী সহচরীগণ উত্তর করিল, সে আপনিও আপনার কথার উত্তর দিল, ৩• তাহারা কি পায় নাই । লুট অংশ করিয়া লয় নাই ? প্রত্যেক পুরুষ একটা কামিনী, দুইটী কামিনী, আর সীষরা চিত্রিত বস্ত্র পাইয়াছে, চিত্রিত সূচিকাৰ্য্যের বস্ত্র পাইয়াছে, চিত্রিত দুই ধারি বাধা বস্তু লুটকারীর কণ্ঠে । ৩১ হে সদাপ্রভু, তোমার সর্বব শক্র এইরূপে বিনষ্ট হউক, কিন্তু তোমার প্রেমকারিগণ সপ্রতাপে গমনকারী হুর্য্যের সদৃশ হউক । পরে চল্লিশ বৎসর দেশ নিষ্কণ্টকে থাকিল। বিচারকর্তৃগণের বিবরণ। וסיל ; לא - ל 3 ; G ] মিদিয়নীয়দের দৌরাত্ম্য। গিদিয়োনের বিবরণ । ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর সাক্ষাতে ".م. وا যাহা মন্দ, তাহাই করিল, আর সদাপ্রভু তাহাদিগকে সাত বৎসর পর্য্যন্ত মিদিয়নের হস্তে সমপর্ণ ২ করিলেন । আর ইস্রায়েলের উপরে মিদিয়নের হস্ত প্রবল হইল, তাই ইস্রায়েল-সন্তানগণ মিদিয়নের ভয়ে পৰ্ব্বতে গহ্বর, এবং গুহা ও দুর্গম স্থান প্রস্তুত করিল। ৩ আর এইরূপ হইত, ইস্রায়েল বীজ বপন করিলে পর মিদিয়নীয় ও অমালেকীয়ের এবং পূর্ববদেশের লোকেরা ৪ আসিত, তাহাদের বিরুদ্ধে আসিত, এবং তাঁহাদের বিরুদ্ধে শিবির স্থাপন করিয়া ঘসার নিকট পর্য্যন্ত ভূমির ফসল বিনষ্ট করিত, আর ইস্রায়েলের জন্ত খাদ্য দ্রব্য, কিম্বা মেষ, গোরু বা গর্দভ কিছুই রাথিত না । ৫ কারণ তাহারা আপনাদের পশুপাল ও তাজু সঙ্গে করিয়া আসিত, বাহুল্যপ্রযুক্ত পঙ্গপালের স্তায় আসিত; তাহারা ও তাহীদের উষ্ট্র অগণ্য ছিল ; আর তাহার ৬ দেশ উচ্ছিন্ন করিবার জন্তই তথায় আসিত। তাহাতে ইস্রায়েল মিদিয়নের সম্মুখে আতিশয় ক্ষীণ হইল, আর ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর কাছে ক্ৰন্দন করিল। ৭ যখন ইস্রায়েল-সন্তানগণ মিদিয়নের ভয়ে সদাপ্রভুর ৮ কাছে ক্ৰন্দন করিল, তখন সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের কাছে এক জন ভাববাদীকে প্রেরণ করিলেন । তিনি তাহাদিগকে কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমাদিগকে মিসর হইতে উঠাইয়া আনিয়াছি, দাস-গৃহ হইতে বাহির ৯ করিয়া আনিয়াছি, এবং মিশ্রীয়দের হস্ত হইতে ও যাহার তোমাদের উপরে উপদ্রব করিত, তাহীদের সকলের হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিয়াছি, আর তোমাদের সম্মুখ হইতে তাহাদিগকে তাড়াইয়া ১• দিয়া তাহদের দেশ তোমাদিগকে দিয়াছি । আর আমি তোমাদিগকে বলিয়াছি, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর ; তোমরা যে ইমোরীয়দের দেশে বাস করিতেছ, তাহীদের দেবগণকে ভয় করিও না । কিন্তু তোমরা আমার রবে কর্ণপাত কর নাই । ১১ পরে সদাপ্রভুর দূত আসিয়া অবীয়েৰীয় যোয়াশের অধিকারভুক্ত আক্রাতে স্থিত এল গাছের তলে বসিলেন ; আর তাহার পুত্র গিদিয়োন দ্রাক্ষা মাড়িবার কুণ্ডে গোম মাড়িতেছিলেন, যেন মিদিয়নীয়দের ১২ হইতে তাহ লুকাইতে পারেন। তখন সদাপ্রভুর দূত তাহাকে দর্শন দিয়া কহিলেন, হে বলবান বীর, সদা১৩ প্ৰভু তোমার সহবত্তী। গিদিয়োন তাহাকে বলিলেন, নিবেদন করি, হে আমার প্রভু, যদি সদাপ্রভু আমাদের সহবত্তী হন, তবে আমাদের প্রতি এ সমস্ত কেন ঘটিল ? এবং আমাদের পিতৃপুরুষেরা তাহার যে সমস্ত আশ্চৰ্য্য ক্রিয়ার বৃত্তান্ত আমাদিগকে বলিয়াছিলেন, সে সমস্ত কোথায় ? তাহারা কহিতেন, সদাপ্রভু কি 210