পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. می(81 ہ* উত্তর করিল, উহাকে যে বধ করিবে, সে অমুক পুরস্কার পাইবে । সেই লোকদের সহিত র্তাহার কথোপকথন কালে তাহার জ্যেষ্ঠ ভ্রাতা হলীয়াব সকলই শুনিলেন , তাই ইলীয়াব দায়ুদের উপরে ক্রোধে প্রজ্বলিত হইয়া কহিলেন, তুই কেন নামিয়া আসিল ? প্রান্তরের মধ্যে সেই মেষ কয়ট কার কাছে রাখিয়া আসিলি ? তোর অহঙ্কার ও তোর মনের দুষ্টতা আমি জানি ; তুই যুদ্ধ ২৯ দেখতে আসিয়াছিস । দায়ুদ কহিলেন, আমি কি ৩০ করিলাম ? এ কি বাক্যমাত্র নহে? পরে তিনি তাহার নিকট হইতে আর এক জনের দিকে ফিরিয়া সইরূপ কথা কহিলেন : তাহাতে লোকের তাহাকে পূৰ্ব্বমত ৩১ উত্তর দিল। তখন দায়ুদ যাহা যাহা বলিয়াছিলেন, তাহ। রাষ্ট্র হইয়া পড়িল, ও শৌলের কাছে তাহার সংবাদ উপস্থিত হইল : তাহাতে তিনি আপনার নিকটে ৩২ তাহাকে ডাকিয়া আনাইলেন। তখন দায়ুদ শেলকে কহিলেন, উহার জন্ত কাহারও অন্তঃকরণ হতাশ না হউক , আপনকার এই দাস গিয়া এই পলেষ্টয়ের ৩৩ সহিত যুদ্ধ করবে। তখন শোল দায়ুদকে কহিলেন, তুমি ঐ পলেষ্টয়ের বিরুদ্ধে গিয়া তাহার সহিত যুদ্ধ করতে পরিবে না, কেননা তুমি বালক, এবং সে বাল্য৩৪ কাল অবধি যোদ্ধা । দায়ুদ শালকে ক হলেন, আপনকর এই দাস পিতার মেষ রক্ষা করিতেছিল, ইতিমধ্যে এক সিংহ ও এক ভলুক আসিয়া পালের মধ্য হইতে মেষ ধরয়া লইল ; আমি তাহার পশ্চাৎ পশ্চাৎ গিয়া তাহকে প্রহার করিয়া তাহার মুখ হইতে তাহ উদ্ধার করিলাম : পরে সে আমার বিরুদ্ধে উঠয় দাড়াইলে আমি তাহার দাড়ি ধরিয়া প্রহার ৩৬ করিয় তাহাকে বধ করিলাম। আপনকার দাস সেই সিংহ ও সেই ভলুক উভয়কেই বধ করিয়াছে ; আর এই আচ্ছন্ন ত্বক পলেষ্টীয় সেই দুইয়ের মধ্যে একের মত হইবে, কারণ এ জীবন্ত ঈশ্বরের সৈন্তগণকে টিটকরি দিয়াছে। দায়ুদ আরও কহিলন, যে সদাপ্রভু সিংহের খাব ও ভল্লুকের খাবা হইতে আমাকে উদ্ধর করিয়াছন তিনি এই পলেঠায়ের হস্ত হইতে আমcক উদ্ধার করবেন। তখন শোল দাখুদcক কহিলেন, যাও, সদা ভু তোমার সহবত্তী হইবেন । পরে শে ল আপনার সজ্জায় দায়ুদকে সাজাইয়। তlহর মস্ত .ক পিত্ত লর শিরস্ত্র ও গাত্রে বন্ম দিলেন । ৩৯ তপন দায়ুদ সজ্জার উপরে তাহার খড়গ বাধয়। চলিতে চষ্টা করিলেন ; কেননা পুবে তই। অভ্যাস করেন নাই। তখন দায়ুদ শেলকে কহিলেন, এই বেশে আমি যাহতে পারিব না, কেনন। ইহা অভ্যাস করি নাই। পরে দায়ুদ তাহা খুলিয়া রাখলেন । আর তিনি আপন যষ্টি হস্তে লইলেন, এবং স্রোতোমার্গ হইতে পাচখানি চিকণ পাথর বাছিয়া লহয়, আপনার যে মেষপালকের পাত্র অথাৎ বুলি ছিল, তাহাতে রাখিলেন, এবং নিজের ফিঙ্গাটা হস্তে করিয়া ミげ ○○ ○? 8 а ১ শমুয়েল । [ : ૧ ; રત્ર – 2.8 । ৪১ ঐ পলেষ্টীয়ের নিকটে গমন করিলেন। আর সেই পলেষ্টয় আসিতে লাগিল, এবং দায়ুদের নিকটবৰ্ত্তী হইল, আর সেই ঢালবাহী লোকটী তাহার অগ্ৰে অগ্ৰে ৪২ চলিল। পরে পলেষ্টীয় চারদিকে চাহিয়া দেখিল, আর দায়ুদকে দেখিতে পাইয়া তুচ্ছজন করিল ; কেনন। তিনি বালক, ঈষৎ রক্তবর্ণ ও দেখিতে সুন্দর ৪৩ ছিলেন। পরে ঐ পলেষ্টয় দায়ুদকে কহিল, আমি কি কুকুর যে, তুই দণ্ড লইয়া আমার কাছে আসিতেছিস্ ? আর সহ পলেষ্টয় আপন দেবগণের নাম লইয়া ৪৪ দাযুদকে শাপ দিল। পলেষ্টয় দায়ুদকে আরও কহিল, তুই আমার কাছে আয়, আমি তোর মাস আকাশের ৪৫ পক্ষিগণকে ও মাঠের পশুদিগকে দিই। তখন দারুদ ঐ পলেষ্টয়কে কহিলন, তুমি খড়গ, বড়শা ও শল্য লইয়া আমার কাছে আসতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভুর, ইস্রায়েলের সৈন্তগণের ঈশ্বরের নামে, তুমি যাহাকে টিটুকরি দিয়াছ তাহারই নামে, তোমার ৪৬ নিকটে আসিতেছি । অদ্য সদাপ্রভু তোমাকে আমার হস্তে সমর্পণ করিবেন ; আর আমি তোমাকে আঘাত করিব, তোমার দেহ হইতে মুণ্ড তুলিয়া লইব, এবং পলেষ্টয়দের সৈন্তর শব অদ্য শূন্তর পক্ষিগণকে ও ভূমির পশুদিগকে দিব ; তাহতে হস্রায়েলে এক ঈশ্বর ৪৭ আছেন, ইহা সমস্ত পৃথিবী জানিতে পারবে । আর সদাপ্রভু খড়গ ও বড়শা দ্বার নিস্তার করেন না, ইহাও এই সমস্ত সমাজ জ।নবে ; কেনন। এই যুদ্ধ সদাপ্রভুর তার তিনি তোমাদিগকে আমাদের হস্তে সমর্পণ করিবেন। পরে ঐ পলেষ্টীয় উঠিয়া দায়ুদের সন্মুখীন হইবার জন্ত আসিয়া নিকটবত্ত হইলে দায়ুদ সত্বর ঐ পলেষ্টয়ের সম্মুখীন হইবার জন্ত সৈন্ত-শ্রণীর দিকে দোড়িলেন। পরে দায়ুদ আপন ঝুলিতে হস্ত দিয়া একখান পাথর বাহির করিলেন, এবং ফিঙ্গাতে পাক দিয়া ঐ পলেষ্টcয়র কপালে আঘাত করলেন ; সেই পাথরগনি তাহার কপালে বসিয়া গেল ; তাহতে সে ভু মতে অধোমুখ হুইয়। পড়িল । এই প্রকারে দায়ুদ ফিঙ্গ ও পাথর দিয়া ঐ পলেষ্টয়কে পরাজয় করলেন, এবং তাহাকে আঘাত করিয়া বধ করিলেন ; কিন্তু দায়ুদের হস্ত খড়গ ছিল না। তাই দায়ুদ দেড়িয়া ঐ পলেষ্টয়ের পাশ্বে দাড়াচয় তাহারই খড়গ লহয়। খাপ খুলিয়। তাহাকে বধ করলেন, এবং তদ্বার তাহার মাখ। কাটিয়া ফেলিলেন । পলেষ্টয়ের যখন দেখতে পাইল, তাহদের বীর মরিয়া গিয়াছে, তখন ৫২ তাহার। পলায়ন করল । আর ইস্রায়েলের ও যিহদার লোকের উঠিয় জয়ধ্বনি করিল, এবং গয় পৰ্য্যন্ত ও ইক্রোণের দ্বার পয্যন্ত পলেষ্টীয়দের পশ্চাৎ পশ্চাৎ তাড়া ক রয় গেল ; তাহতে পলেষ্টীয়দের আহতগণ ৫৩ শরীয়cমর পথে গৎ ও ইক্রোণ পৰ্য্যন্ত পড়িল । পরে ইস্রায়েল-সন্তানগণ পলেষ্টয়দের পশ্চাৎ ধাবন হইতে ৫৪ ফিরিয়া আসয় তাহদের শিবির লুট করল । পরে 8 グ 3 * & Y 248