পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* G o জন্ত পলেষ্টীয়দের এক শত লিঙ্গাগ্ৰত্বক চাহেন। শৌল মনে করিলেন, পলেষ্টীয়দের হস্ত দ্বারা দায়ুদকে নিপাত ২৬ করা যাইবে । পরে তাহার দাসগণ দায়ুদকে সেই কথা জানাইলে দায়ুদ রাজ-জামাত হইতে তুষ্ট হইলেন। ২৭ তখন কাল সম্পূর্ণ হয় নাই ; দায়ুদ আপন লোকদের সহিত উঠিয়া গিয়৷ পলেষ্টীয়দের দুই শত জনকে বধ করিলেন, এবং রাজার জামাত হইবার জন্য দায়ুদ পূর্ণ সংখ্যানুসারে তাহদের লিঙ্গাগ্রত্বক আনিয়া রাজাকে দিলেন ; পরে শোল তাহার সহিত আপন কন্ত মাখলের বিবাহ দিলেন । আর শৌল দেখিয় জানিতে পারিলেন যে, সদাপ্রভু দায়ুদের সহবৰ্ত্তা, এবং শৌলের কন্য। মাখল ২৯ তাহাকে প্রেম করেন। তাহাতে শোল দায়ুদের বিষয়ে আরও ভীত হইলেন, আর শোল সৰ্ব্বদাই দায়ুদের শক্ৰ ৩• থাকিলেন । পরে পলেষ্টীয়দের অধ্যক্ষগণ বাহির হইতে লাগিলেন ; কিন্তু যত বার বাহির হইলেন, তত বার শেলের দাসগণের মধ্যে সর্বাপেক্ষ দায়ুদ অধিক বুদ্ধিপূর্বক চলিলেন, তাহাতে তাহার নাম অতিশয় সম্মলিত হইল । Sఏ পরে শোল আপন পুত্ৰ যোনাথনকে ও আপনীর সমস্ত দাসকে বলিয়া দিলেন, যেন তাহার ২ দায়ুদকে বধ করে। কিন্তু শৌলের পুত্ৰ যোনখন ミb/ দায়ুদের প্রতি অতিশয় অনুরক্ত ছিলেন । যোনাথন । দাযুদকে কহিলেন, আমার পিতা শৌল তোমাকে বধ করিতে চেষ্টা করিতেছেন ; অতএব বিনয় করি, তুমি প্রাতঃকালে সাবধান হইবে, একটী গুপ্ত স্থান ৩ আশ্রয় করিয়া লুকাইয়া থাকিও । তুমি যে ক্ষেত্রে থাকিবে, সেই স্থানে আমি গিয়া আপন পিতার পার্শ্বে দাড়াইব, ও তোমার বিষয়ে পিতার সহিত কথোপকথন করিব, আর যদি তেমন কিছু বুঝিতে পারি, তোমাকে বলিয়া দিব । ৪ পরে যোনাথন আপন পিতা শৌলের কাছে দায়ুদের পক্ষে ভাল কথা কহিলেন, তিনি বলিলেন, রাজা আপন দাস দায়ুদের বিষয়ে পাপ না করুন, কেননা সে আপনকার বিরুদ্ধে পাপ করে নাই, বরং তাহার ৫ কৰ্ম্ম সকল আপনকার পক্ষে অতি মঙ্গলজনক । সে ত প্রাণ হাতে করিয়৷ সেই পলেষ্টয়কে আঘাত করিল, আর সদাপ্রভু সমস্ত ইস্রায়েলের পক্ষে মহানিস্তার সাধন করিলেন ; আপনি তাহ দেখিয় আনন্দ করিয়াছিলেন ; অতএব এখন অকারণে দায়ুদকে বধ করিয়া ৬ কেন নির্দোষের রক্তপাতরূপ পাপ করিবেন ? তখন শেল যেনাথনের রবে কর্ণপাত করিলেন, এবং শৌল দিব্য করিয়া কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, সে ৭ হত হইবে না। পরে যোনখন দায়ুদকে ডাকিলেন, এবং যোনখন ঐ সমস্ত কথা তাহীকে জ্ঞাত করিলেন। আর যোনাথন দাযুদকে শৌলের কাছে আনিলেন, তাহাতে তিনি পুবের মত তাহার কাছে থাকিলেন । ১ শমুয়েল। [ * P~ : २७ - > > ; २> ॥ শৌলের নিকট হইতে দায়ুদের পলায়ন । ৮ পরে পুনৰ্ব্বার যুদ্ধ উপস্থিত হইলে দায়ুদ বাহির হইয়৷ পলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিলেন, তিনি মহাসংহারে তাহাদিগকে সংহার করিলেন, এবং তাহার ৯ তাহার সম্মুখ হইতে পলায়ন করিল। আর সদাপ্রভু হইতে এক দুষ্ট আত্মা সবলে শৌলের উপরে আসিল ; তখন শৌল আপন গৃহে বসিয়াছিলেন, তাহার হস্তে তাহার বড়শ ছিল ; আর দায়ুদ হস্ত দ্বারা বাদ্য ১° করিতেছিলেন। এমন সময়ে শেল বড়শা দিয়া দায়ুদকে ভিত্তির সঙ্গে গাথিতে চেষ্টা করিলেন ; কিন্তু তিনি শৌলের সম্মুখ হইতে সরিয়া যাওয়াতে তাহার বড়শী ভিত্তিতে ঢুকিয় গেল, এবং দারুদ সে রাত্রিতে ১১ পলাইয়। রক্ষা পাইলেন। পরে শোল দীঘুদের গৃহের নিকটে দূতগণকে পাঠাইলেন, যেন তাহার। তাহার উপরে চক্ষু রাগে, আর প্রাতঃকালে তাহাকে বধ করে। কিন্তু দায়ুদের স্ত্রী মাখল তাহাকে সংবাদ দিয়৷ কহিলেন, তুমি যদি এই রাত্রিতে আপন প্রাণ রক্ষা নী ১২ কর, তবে কাল মারা পড়িবে। আর মাখল বাতায়ন দিয়া দায়ুদকে নামাইয়া দিলেন ; তাহাতে তিনি গিয়া ১৩ পলায়ন করিয়া রক্ষা পাইলেন । আর মাখল ঠাকুরপ্রতিম লইয়া শয্যাতে শয়ন করাইলেন, এবং ছাগলোমের একটা লেপ তাহার মস্তকে দিয়া বস্ত্র দ্বার। ১৪ তাহ ঢাকিয়া রাখলেন। পরে শোল দায়ুদকে ধরিতে দূতগণকে পাঠাইলে মাখল কহিলেন, তিনি পীড়িত ১৫ আছেন। তাঁহাতে শোল দারুদকে দেখিবার জন্য সেই দূতগণকে পঠাইয়া দিলেন, কহিলেন, তাহাকে খট্টাতে করিয়৷ আমার কাছে আন, আমি তাহাকে ১৬ বধ করিব। পরে দূতগণ যখন ভিতরে গেল, দেখ, খট্টাতে সেই ঠাকুর-প্রতিমা ও তাহার মস্তকে ছাগ১৭ লোমের লেপ রহিয়াছে । তখন শোল মীথলকে কহিলেন, তুমি আমাকে কেন এইরূপে প্রবঞ্চনা করিলে ? তুমি আমার শক্রকে ছাড়িয়া দেওয়াতে সে পলায়ন করিয়াছে। তাহাতে মাখল শৌলকে উত্তর করিলেন, তিনি বলিয়াছিলেন, আমাকে যাইতে দেও, আমি তোমাকে কেন বধ করিব ? ইতিমধ্যে দায়ুদ পলায়ন করিয়া রক্ষা পাইলেন, এবং রামাতে শমূয়েলের কাছে গিয়া আপনার প্রতি শৌলের কৃত সমস্ত ব্যবহারের কথা জানাইলেন : পরে তিনি ও শমূয়েল গিয়া নায়োতে বাস করিলেন । ১৯ পরে কেহ শেলকে কহিল, দেখুন, দায়ুদ রামান্থ ২ নায়োতে আছেন। তখন শেল দায়ুদকে ধারবার জন্ত দূতগণকে পাঠাইলেন ; তাহাতে যখন দূতগণ ভাবোক্তি প্রচারকারী ভাববাদীর দলকে ও তাহদের অধ্যক্ষ 〉b" রূপে দণ্ডায়মান শমূয়েলকে দেখিল, তখন ঈশ্বরের আত্মা শৌলের দূতগণের উপরে আসিলেন, তাহতে ২১ তাহারাও ভাবোক্তি প্রচার করিতে লাগিল। এই 250