পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१ ; २१ - न्s ; ७ । ] মহিমান্বিত হউক ; লোকে বলুক, বাহিনীগণের সদাপ্রভুই ইস্রায়েলের উপরে ঈশ্বর ; আর তোমার দাস ২৭ দায়ুদের কুল তোমার সাক্ষাতে স্বস্থির হইবে। হে বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তুমিই আপন দাসের কাছে প্রকাশ করিয়াছ, বলিয়াছ, “ আমি তোমার জন্ত এক কুলক্ষ নিৰ্ম্মাণ করিব,” এই কারণ তোমার কাছে এই প্রার্থনা করিতে তোমার দাসের ২৮ মনে সাহস জন্মিল। আর এখন, হে প্ৰভু সদাপ্রভু, তুমিই ঈশ্বর, তোমারই বাক্য সত্য, আর তুমি আপন ২৯ দাসের কাছে এই মঙ্গল প্রতিজ্ঞা করিয়াছ । অতএব অনুগ্রহ করিয়া আপন দাসের কুলকে আশীৰ্ব্বাদ কর ; তাহা যেন তোমার সম্মুখে চিরকাল থাকে ; কেননা হে প্ৰভু সদাপ্রভু, তুমি আপনি ইহা বলিয়াছ ; আর তোমার আশীৰ্ব্বাদে তোমার এই দাসের কুল চিরকাল আশীঃপ্রাপ্ত থাকুক। দায়ুদের দিগ্‌বিজয় । P তৎপরে দায়ুদ পলেষ্টয়দিগকে আঘাত করিয়া নত করিলেন, আর দায়ুদ পলেষ্টয়দের হস্ত হইতে ২ প্রধান নগরর কর্তৃত্ব হরণ করলেন । আর তিনি মোয়ারীরদিগকে আঘাত করিয়। রজ্জত মাপিলেন, ভূমিতে শয়ন করাইয়। বধ করণাথে দুই রজ্জ এবং জীবিত রাখিবর জন্ত সম্পূর্ণ এক রজ্জ দিয়া মপিলেন ; তাহাতে মোয়াবীয়ের দায়ুদের দাস হইয়া উপচেকন আনিল । আর যে সময়ে সোবার রাজা রহেবের পুত্র হদদেষর ফরৎ নদীর নিকটে আপন কর্তৃত্ব পুনরায় স্থাপন 3 করতে যান, তৎকালে দায়ুদ তাহাক আঘাত করেন। ৪ দীদ তাহার নিকট হইতে সতের শত অশ্বারোহী ও বিশ সহস্র পদাতিক সৈন্ত হস্তগত করিলেন, আর দার্বুদ্ধ তাহার রথের অস্বগণের পাদশিরা ছেদন করি লেন, কিন্তু তাহার মধ্যে এক শত রথের অশ্ব রাখি৫ লেন । পরে দুয়েশকের অরম য়ের সেবার হদদেষর রাজার সাহায্য করতে আসিলে দায়ুদ সেই আরামীয় দের মধ্যে বাইশ সহস্ৰ জনকে তঘাত করিলেন । ও আর দায়ুদ দম্মেশকের তারাম দেশে সৈন্যদল স্থাপন করিলেন, তাহতে আরাময়ের দায়ুদের দাস হইয়৷ উপচকন আনিল । এই প্রকারে দায়ুদ যে কোন স্থানে যাইতন, সেই স্থানে সদাপ্রভু তাইকে বিজয়ী করিতেন। আর দায়ুদ হদদেবরের দাসদের স্বর্ণঢাল ৮ সকল খুলিয়া যিরশালেম আনিলেন। আর দার্বুদ রাজ হদদেষরের বেটহ ও বেরোথ নগর হইতে অতি বিস্তর পিত্তল আনিলেন । ৯ আর দখুদ হদদেষরের সমস্ত সৈন্যদলকে আঘাত করি ১০ য়াছেন শুনয়। ইমাহের রাজ। তায় দায়ুদ রাজার কুশল জিজ্ঞল। করিবার জষ্ঠ, এবং তিনি ইপদেষরের সহিত ২ শমূয়েল ।

  • や>

যুদ্ধ করিয়া তাহীকে আঘাত করিয়াছেন বলিয়া তাহার ধন্যবাদ করবার জদ্য আপন পুত্র যৌরামকে তাহার কাছে প্রেরণ করিলেন ; কেনন। হুদদেষরের সহিত তfয়রও যুদ্ধ হইয়াছিল । ঘোরাম রৌপ্যের পাত্র, স্বর্ণের পাত্র ও পিত্তলের পাত্র সঙ্গে লইয়। আমি১১ লেন । তাছাতে দায়ুদ রাজা সে সমস্তও সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করিলেন ; ফলতঃ তারাম, মোয়াব, অন্মোন-সন্তানগণ এবং পলেষ্টীয় ও তামালেক প্রভূতি যে সমস্ত জাতিকে তিনি বশীভুত করিয়াছিলেন, ১২ তাহদের হইতে লব্ধ দ্রব্যের মধ্যে রৌপ্য ও স্বর্ণ, এবং সোবার রাজা রহোবের পুত্ৰ হদদেষর হইতে নীত লুট১৩ দ্রব্য সকল তিনি পবিত্র করিয়াছিলেন । আর দায়ুদ অরমিকেঞ্চ আঘাত করিয়া ফিরিয়৷ তালিবার সময় লবণ-তলভূমিতে অষ্টাদশ সহস্ৰ জনকে বধ করিয়া ১৪ অতিশয় নামলব্ধ হইলেন। পরে দায়ুদ ইদোম সৈন্তদল স্থাপন করিলেন, সমস্ত ইদোমে সৈদ্যদল রাখিলেন, এবং ইদোমায় সকল লোক দায়ুদের দাস হইল । আর দায়ু যে কোন স্থানে যাইতেন, সেই স্থানে সদপ্রভু উহাকে বিজয়ী করিতেন। দায়ুদ সমস্ত ইত্ৰায়েলের উপরে রাজত্ব করিলেন ; দারুদ আপন সমস্ত প্রজ। লোকের পক্ষে বিচার ও স্থায় ১৬ সাধন করিতেন । আর সরয়ার পুত্ৰ যোয়াব প্রধান সেনাপতি ছিলেন ; এবং অহালুদের পুত্র বিহেশাফট ১৭ ইতিহাসকৰ্ত্ত ছিলেন ; আর অহীটবের পুত্র সাদেক ও অলিয়াথরের পুত্র অহীমেলক যাজক ছিলেন ; এবং ১৮ সরায় লেখক ছিলেন ; আর যিহোয়দার পুত্র বলার করেথীয় ও পলেখীয়দের উপরে নিযুক্ত ছিলেন ] , এবং দায়ুদের পুত্ৰগণ যাজক ছিলেন। মফীবোশতের প্রতি দায়ুদের দয়া । ಏ । কহিলেন, আমি যোনাথনের নিমিত্তে ঘাঁহার প্রতি দয়া করিতে পারি, এমন কেহ কি ২ শৌলের কুলে অবশিষ্ট আছে ? সঁীবঃ নামে শৌলের কুলের এক দাস ছিল, তাহাক দায়ুদের নিকটে ডাক হইলে রাজা তাহাকে কহিলেন, তুমি কি সবঃ ? সে ৩ কহিল, আপনকার দাস সেই বটে । রাজ কহিলেন, আমি যাহার প্রতি ঈশ্বরের দয়া প্রদর্শন করতে পারি, শেলের কুলে এমন কেহই কি অবশিষ্ট নাই ? সবঃ রাজাকে কহিল, যোনাথনের এক পুত্ৰ এখনও অবশিষ্ট ৪ আছেন, তিন চরণে খঞ্জ। রাজা কছিলেন, সে কোথায় ? সবঃ রাজাকে কহিল, দেখন, তিনি লে-দবারে অল্পী৫ য়েলর পুত্র মার্থীরের বাট-ত আছেন। পরে দারুদ রাজা লো-দবারে লোক প্রেরণ করির অন্মীয়েলের পুত্র মার্থীরের বাটা হইতে তাহাকে আনাইলেন । ৬ তখন শেলের পৌত্র যোনাথনের পুত্ৰ মফীবেশত দায়ুদের নিকট আসিয়া উবুড় হইয় পড়িয়৷ প্ৰণিপাত s &

  • (ইব্র ) গৃহ ।

|

  • (বা) ইদোমকে । + (ৰ) রাজমন্ত্রী।

259