পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N) ෆ දි. কেলন তাহার অন্তঃকরণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু হইতে বিপথগামী হইয়াছিল, যিনি দুই বার তাহাকে ১০ দর্শন দিয়াছিলেন, এবং এই বিষয় তাহাকে আজ্ঞা দিয়াছিলেন, যেন তিনি অন্ত দেবগণের অনুগামী না হন ; কিন্তু সদাপ্রভু যাহ আজ্ঞা দিয়াছিলেন, তাহ। ১১ তিনি পালন করিলেন না। অতএব সদাপ্রভু শলোসনকে কহিলেন, তোমার ত এই ব্যবহার, তুমি আমার নিয়ম ও আমার আদিষ্ট বিধি সকল পালন কর নাই ; এই কারণ আমি অবঃ) তোম৷ হইতে রাজ্য চিরিয়া ১২ লইয়া তোমার দাসকে দিব । তথাপি তোমার পিতা দায়ুদের জন্য তোমার বর্তমান কালে তাহা করিব না, কিন্তু তোমার পুত্রের হস্ত হইতে তাহা চিরিয়া লইব । ১৩ যাহা হউক, সমুদয় রাজ্য চিরিয়া লইব না ; কিন্তু আমার দাস দায়ুদের জন্ত ও আমার মনোনীত যিরশালেমের জন্ত তোমার পুত্রকে এক বংশ দিব । ১৪ পরে সদাপ্রভু শলোমনের এক জন বিপক্ষ উৎপন্ন করিলেন ; তিনি ইদোমায় হদদ ; ইদোমের রাজবংশে ১৫ তাহার জন্ম হয়। দায়ুদ যখন ইদোমে ছিলেন, তার সেনাপতি যোয়াব নিহতদিগকে কবর দিতে উঠিয়া গিয়াছিলেন ও ইদোমের প্রত্যেক পুরুষকে আঘাত ১৬ করিয়াছিলেন ; (কারণ যাবৎ যোয়াব ইদোমের সমস্ত পুরুষকে উচ্ছিন্ন না করিলেন, তাবৎ ছয় মাস পৰ্য্যন্ত তিনি ও সমস্ত ইস্রায়েল ইদোমে ছিলেন :) ১৭ তৎকালে ঐ হদদ ও তাহার সহিত তাহার পিতার দাস কয়েক জন ইদোমীয় পুরুষ মিসরে পলায়ন করিয়াছিলেন ; তখন হদদ ক্ষুদ্র বালক ছিলেন । ১৮ তাহারা মিদিয়ন হইতে উঠিয়া পারণে যান : পরে পারণ হইতে লোক সঙ্গে লইয়া মিসরে গিয়া মিসররাজ ফরেীণের নিকটে উপস্থিত হন ; তিনি তাহাকে এক বাট দেন, এবং তাহার জন্ত খাদ্য দেন ও তাঁহাকে ১৯ ভূমি দান করেন। আর হদদ ফরেণের কাছে অতিশয় অনুগ্রহ পান ; এবং ফরেীণ তাহার সহিত আপন শালীর অর্থাৎ তত্ত্বপনেষ রাণীর ভগিনীর বিবাহ দেন । ২• আর তহ্পনেষের ভগিনী তাহার জন্ত গনুবৎ নামে এক পুত্র প্রসব করেন, এবং তহঁপনেৰ ফরেীপের বাটীতে তাহার স্তন্ত ত্যাগ করান, আর গনুবৎ ফরেী২১ ণের বাটীতে ফরেীণের পুত্রদের মধ্যে ছিল । পরে যখন হদদ মিসরে শুনিলেন যে, দায়ুদ আপন পিতৃলোকদের সহিত নিদ্র গত হইয়াছেন ও যোয়াব সেনাপতি মরিয়াছেন, তখন হদদ ফরেীণকে কহিলেন, ২২ আমাকে বিদায় করুন, আমি স্বদেশে যাই। ফরেীণ তাহাকে কহিলেন, আমার এখানে তোমার কিসের অভাব হইয়াছে যে, দেখ, তুমি স্বদেশে যাইতে চেষ্টা করিতেছ। তিনি কহিলেন, অভাব হয় নাই, তথাপি কোন প্রকারে আমাকে বিদায় করুন । ঈশ্বর শলোমনের তার এক জন বিপক্ষ উৎপন্ন করিলেন : তিনি ইলিয়াদার পুত্র রষেণ ; সেই ব্যক্তি সোবার রাজা হুদদেষর নামক আপন প্রভুর নিকট ২৩ ১ রাজাবলি । 1 مob -- ه دا و دا و ] ২৪ হইতে পলায়ন করিয়াছিলেন। আর যে সময়ে দাযুদ [সোবার ] লোকদিগকে আঘাত করেন, তৎকালে ইনি আপনার নিকটে লোক সংগ্ৰহ করিয়া দলপতি হইয়াছিলেন। পরে তাহার। দন্মেশকে গিয়া সেখানে বাস করিলেন, এবং দম্মুেশকে রাজত্ব করিলেন। ২৫ হদদের কৃত অপকার ছাড়া ইনি শলোমনের সমস্ত জীবনকাল ব্যাপিয়া ইস্রায়েলের বিপক্ষ ছিলেন, এবং ইস্রায়েলকে দ্বেষ করিলেন, আর অরামের উপরে রাজত্ব করিলেন । তার সরেদ নিবাসী ইক্ৰয়িমীয় নবীটের পুত্র যারবিয়াম শলেমনের দাস ছিলেন : তাহার মাতার নাম সরূয়া, তিনি বিধবা ; সে ব্যক্তিও রাজার বিরুদ্ধে ২৭ হস্ত তুলিলেন। রাজার বিরুদ্ধে তাহার হস্ত তুলিবার কারণ এই ; শলোমন মিল্লো গাঁথিতেছিলেন, ও আগন পিতা দায়ুদের নগরের ভগ্নস্থান বদ্ধ করিয়া দিতে২৮ ছিলেন। আর যারবিয়াম লোকটা বলবান বীর ছিলেন ; এবং শলোমন এই যুবা লোকটাক কাৰ্য্যদক্ষ দেখিয়া ২৯ যোষেফ-কুলের সমস্ত ভারের অধ্যক্ষ করেন। তৎকালে যারবিয়াম যিরশালেমের বাহিরে গেলে শীলোনীয় অহিয় ভাববাদী পথে তাহার দেখা পাইলেন : আহিয় নুতন বস্ত্র পরিহিত ছিলেন, এবং মাঠে কেবল ৩০ তাহার। দুই জন ছিলেন। তখন আহিয় আপন গাত্রীয় নুতন বস্ত্রখানি ধরিয়া চিরিয়া বার খণ্ড করিলেন। ৩১ আর তিনি যারবিয়ামকে কহিলেন, দশ খণ্ড তুমি লও, কেননা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি শলেমনের হস্ত হইতে রাজ্য চিরিয়া ৩২ লইব, ও দশ বংশ তোমাকে দিব । ( কিন্তু আমার দাস দায়ুদের জন্ত এবং ইস্রায়েলের সমস্ত বংশের মধ্য হইতে আমার মনোনীত যিরশালেম নগরের জন্ত ৩৩ অবশিষ্ট এক বংশ উহার থাকিবে । ) কারণ তাহার আমাকে ত্যাগ করিয়া সীদোনীয়দের দেবী তাষ্ট্রোরতের, মোয়াবের দেব কমোশের ও অন্মোন-সন্তানদের দেব মিল্কমের কাছে প্ৰণিপাত করিয়াছে ; উহার পিতা দায়ুদের স্থায় তাহারা আমার দৃষ্টিতে যাহা ভাল, তাহ করণার্থে এবং আমার বিধি ও শাসন ৩৪ সকল পালনার্থে আমার পথে চলে নাই । তথাচ আমি উহার হস্ত হইতে সমস্ত রাজ্য লইব না, কিন্তু আমার মনোনীত দাস যে দায়ুদ আমার আজ্ঞা ও বিধি সকল পালন করিত, তাহার জন্য উহাকে যাবজ্জীবন তাধ্যক্ষ৩৫ পদে রাখিব । কিন্তু উহার পুত্রের হস্ত হইতে রাজ্য ৩৬ লইব, এবং তোমাকে দিব, দশ বংশ দিব । আর আমার নাম স্থাপনার্থে আমার মনোনীত যে যিরশালেম নগর, তন্মধ্যে আমার সম্মুখে যেন আমার দাস দায়ুদের প্রদীপ নিত্য থাকে, এই নিমিত্তে উহার ৩৭ পুত্রকে এক বংশ দিব। আর আমি তোমাকে গ্রহণ করিব, তাহাতে তুমি আপন প্রাণের সমস্ত বাসনামুসারে রাজত্ব করিবে, ইস্রায়েলের উপরে রাজী হইবে । ৩৮ আর যদি তুমি আমার দাস দ্বায়ুদের স্তায় আমার ミや 302