* ९ আমরা স্পষ্টই দেখিলাম, সদাপ্রভু আপনার সহবৰ্ত্ত, এই জষ্ঠ্য বলিলাম, আমাদের মধ্যে, অর্থাৎ আমাদের ও আপনার মধ্যে এক শপথ হউক, আর আমরা এক ২৯ নিয়ম স্থির করি। আমরা যেমন আপনাকে স্পর্শ করি নাই, ও আপনার মঙ্গল ব্যতিরেকে আর কিছুই করি নাই, বরং আপনাকে শান্তিতে বিদায় করিয়াছি, তদ্রুপ আপনিও আমাদের উপর হিংসা করিবেন না ; ৩• আপনিই এখন সদাপ্রভুর আশীৰ্ব্বাদের পাত্র। তখন ইস্হাক তাহদের নিমিত্তে ভোজ প্রস্তুত করিলে ৩১ তাহার ভোজন পান করিলেন। পরে তাহার প্রত্যুষে উঠিয়া পরস্পর দিব্য করিলেন ; তখন ইস্হাক তাহাদিগকে বিদায় করিলে তাহার। শান্তিতে র্তাহার নিকট হইতে প্রস্থান করিলেন। সেই দিন ইস্হাকের দাসগণ আসিয়া আপনাদের খনিত কুপের বিষয়ে সংবাদ দিয়া তাহাকে কহিল, জল ৩৩ পাইয়াছি। আর তিনি তাহার নাম শিবিয়া [ দিব্য ] রাখিলেন, এই জন্য অদ্য পৰ্য্যন্ত সেই নগরের নাম বেরু-শেবা রহিয়াছে। আর এষে চল্লিশ বৎসর বয়সে হিৰ্ত্তীয় বেরির বিহুদীৎ নাম্নী কন্যাকে এবং হিৰ্ত্তীয় এলোনের বাসমত ৩৫ নাম্নী কস্তাকে বিবাহ করিলেন । ইহার ইস্হাকের ও রিবিকণর মনের দুঃখদায়িকা হইল । যাকোব ছলপূৰ্ব্বক পিতার আশীৰ্ব্বাদ লন। ՀԳ পরে ইসহাক বৃদ্ধ হইলে চক্ষু নিস্তেজ হওয়ায় আর দেখিতে পাইতেন না ; তখন তিনি আপনার জ্যেষ্ঠ পুত্ৰ এষোঁকে ডাকিয়া কহিলেন, বৎস। ২ তিনি উত্তর করিলেন, দেখুন, এই আমি। তখন ইস্হাক কহিলেন, দেখ, আমি বৃদ্ধ হইয়াছি ; কোন দিন ৩ আমার মৃত্যু হয়, জানি না। এখন বিনয় করি, তোমার শস্ত্র, তোমার তুণ ও ধনুক লইয়া প্রান্তরে যাও, আমার ৪ জন্ত মৃগ শিকার করিয়া আন । আর আমি যেরূপ ভাল বাসি, তদ্রুপ স্বস্বাদু খাদ্য প্রস্তুত করিয়া আমার নিকটে আন, আমি ভোজন করিব ; যেন মৃত্যুর পুৰ্ব্বে আমার প্রাণ তোমাকে আশীৰ্ব্বাদ করে। ও যখন ইস্হাক আপন পুত্ৰ এষেকে এই কথা বলেন, তখন রিবিক তাহ শুনিয়াছিলেন। অতএব এষে মৃগ শিকার করিয়া আনিবার জন্ত প্রান্তরে গমন করিলে ৬ পর রিবিক। আপন পুত্র যাকোবকে কহিলেন, দেখ, তোমার ভ্রাতা এধেীকে তোমার পিতা যাহা বলিয়াছেন, ৭ আমি শুনিয়াছি ; তিনি বলিয়াছেন, তুমি আমার জন্ত মৃগ শিকার করিয়া আনিয়া স্বস্বাদু খাদ্য প্রস্তুত কর, তাহাতে আমি ভোজন করিয়৷ মৃত্যুর পূর্বে সদা৮ প্রভুর সাক্ষাতে তোমাকে আশীব্বাদ করিব। হে আমার পুত্র, এখন আমি তোমাকে যাহ আজ্ঞা করি, ৯ আমার সেই কথা শুন । তুমি পালে গিয়া তথা হইতে উত্তম দুইটী ছাগ-বৎস আন, তোমার পিতা যেরূপ ভাল বাসেন, তদ্রুপ স্বস্বাদু খাদ্য আমি প্রস্তুত ఇవి: “రి 3 আদিপুস্তক। [ ২ ৩ ; ২৯ – ২৭ ; ২৭ f ১• করিয়া দিই ; পরে তুমি আপন পিতার নিকটে তাহ লইয়া যাও, তিনি তাহ ভোজন করুন ; যেন তিনি ১১ মৃত্যুর পূৰ্ব্বে তোমাকে আশীৰ্ব্বাদ করেন। তখন যাকোব আপন মাতা রিবিকাকে কহিলেন, দেখ, আমার ভ্রাত এীে লোমশ, কিন্তু আমি নির্লোম । ১২ কি জানি, পিতা আমাকে স্পর্শ করিবেন, আর আমি তাহার দৃষ্টিতে প্রবঞ্চক বলিয়া গণ্য হইব ; তাহা হইলে আমি আমার প্রতি আশীৰ্ব্বাদ না বৰ্ত্তাইয়। ১৩ অভিশাপ বৰ্ত্তাইব । কিন্তু তাহার মাত কহিলেন, বৎস, সেই অভিশাপ আমাতেই বর্ভূক, কেবল আমার কথা শুন, ছাগ-বৎস লইয়। আইস । পরে যাকোব গিয়া তাহ লইয়৷ মাতার নিকটে আনিলেন, আর তাহার পিতা যেরূপ ভাল বাসিতেন, ১৫ মাত সেইরূপ স্বস্বাদু খাদ্য প্রস্তুত করিলেন। আর ঘরে আপনার কাছে জ্যেষ্ঠ পুত্ৰ এষোঁর যে যে মনোহর বস্ত্র ছিল, রিবিক তাহ লইয়৷ কনিষ্ঠ পুত্র যাকোবকে ১৬ পরাইয়া দিলেন। আর ঐ দুই ছাগ-বৎসের চৰ্ম্ম লইয়। তাহার হস্তে ও গলদেশের নির্লোম স্থানে জড়াইয়। ১৭ দিলেন। আর তিনি যে সুস্বাদু খাদ্য ও রুটী পাক করিয়াছিলেন, তাহ তাহার পুত্র যাকোবের হস্তে দিলেন । পরে তিনি আপন পিতার নিকট গিয়া কহিলেন, পিতঃ । তিনি উত্তর করিলেন, দেখ, এই আমি ; বৎস, ১৯ তুমি কে ? যাকোব আপন পিতাকে কহিলেন, আমি আপনার জ্যেষ্ঠ পুত্র এীে : আপনি আমাকে যাহা আজ্ঞা করিয়াছিলেন, তাহা করিয়াছি। বিনয় করি, আপনি উঠিয়া বসিয়া আমার আনীত মৃগমাংস ভোজন করুন, ২০ যেন আপনার প্রাণ আমাকে আশীৰ্ব্ববাদ করে । তখন ইসহাক আপন পুত্রকে কহিলেন, বৎস, কেমন করিয়৷ এত শীঘ্ৰ উহ পাইলে ? তিনি কহিলেন, আপনার ঈশ্বর সদাপ্রভু আমার সম্মুখে শুভফল উপস্থিত করিলেন। ২১ ইসহাক যাকোবকে কহিলেন, বৎস, নিকটে আইস ; আমি তোমাকে স্পশ করিয়া বুঝি, তুমি নিশ্চয় আমার ২২ পুত্ৰ এষে কি না। তখন যাকোব আপন পিত ইস্হাকের নিকটে গেলে তিনি তাহাকে স্পর্শ করিয়া কহিলেন, স্বর ত যাকোবের স্বর, কিন্তু হস্ত এষেীর ২৩ হস্ত। বাস্তবিক তিনি তাহকে চিনিতে পারিলেন না, কারণ ভ্রাতা এধেীর হস্তের স্থায় তাহার হস্ত লোমযুক্ত ছিল ; অতএব তিনি তাহাকে আশীৰ্ব্বাদ করিলেন। ২৪ তিনি কহিলেন, তুমি কি নিশ্চয়ই আমার পুত্ৰ এষে ? ২৫ তিনি কহিলেন, ই। তখন ইস্হাক কহিলেন, আমার কাছে আন ; আমি পুত্রের আনীত মৃগমাংস ভোজন করি, যেন আমার প্রাণ তোমাকে আশীৰ্ব্বাদ করে। তখন তিনি মাংস আনিলে ইসৃহাক ভোজন করিলেন, এবং দ্রাক্ষারস আনিয়া দিলে তাহ পান ২৬ করিলেন। পরে তাহার পিতা ইসহাক কহিলেন, বৎস, বিনয় করি, নিকটে আসিয়া আমাকে চুম্বন কর। ২৭ তখন তিনি নিকটে গিয়া চুম্বন করিলেন, আর ইসহাক S 8 Sly 22
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩২
অবয়ব