میان (ده বল, সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েলের মধ্যে কি ঈশ্বর নাই যে, তুমি ইক্রোণের দেবতা বালু-সবুবের কাছে জিজ্ঞাসা করিতে লোক পাঠাইতেছ ? অতএব তুমি যে খাটে উঠিয়া শুইয়াছ, তাহা হইতে আর ৭ নামিবে না, মরিবেই মরিবে । রাজা তাহাদিগকে জিজ্ঞাসিলেন, তোমাদের সহিত সাক্ষাৎ করিতে আসিয়া যে ব্যক্তি এই সকল কথা কহিল, সে কি প্রকার ৮ লোক ? তাহার। উত্তর করিল, তিনি লোমশ পুরুষ, এবং তাহার কটিদেশে চৰ্ম্মপটুক বদ্ধ। রাজা কহিলেন, সে তিশবায় এলিয়। ১ পরে রাজ। পঞ্চাশ জন সেনার সহিত এক জন পঞ্চাশৎপতিকে তাহার কাছে পাঠাইয়া দিলেন ; তখন সে তাহার কাছে উঠিয়৷ গেল ; আর, দেখ, এলিয় পৰ্ব্বতের শৃঙ্গে বসিয়াছিলেন। সে তাহাকে কহিল, হে ঈশ্বরের লোক, রাজা বলিয়াছেন, তুমি নামিয় ১০ আইস । এলিয় সেই পঞ্চাশৎপতিকে উত্তর করিলেন, যদি আমি ঈশ্বরের লোক হই, তবে আকাশ হইতে অগ্নি নামিয়। তোমাকে ও তোমার পঞ্চাশ জন লোককে গ্রাস করুক। তখন আকাশ হইতে অগ্নি নামিয়া তাহাকে ও তাহার পঞ্চাশ জন লোককে গ্রাস করিল। ১১ পরে রাজা পুনকবার পঞ্চাশ জন লোকের সহিত আর এক জন পঞ্চাশৎপতিকে তাহার কাছে পাঠাইলেন । সে গিয়া কহিল, হে ঈশ্বরের লোক, রাজা এই কথা ১২ বলিয়াছেন, শীঘ্ৰ নামিয়া আইস । এলিয় উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, যদি আমি ঈশ্বরের লোক হই, তবে আকাশ হইতে অগ্নি নামিয়া তোমাকে ও তোমার পঞ্চাশ জন লোককে গ্রাস করুক। তখন আকাশ হইতে ঈশ্বরের অগ্নি নামিয় তাহাকে ও তাহার পঞ্চাশ ১৩ জন লোককে গ্রাস করিল। পরে রাজা তৃতীয় বার পঞ্চাশ জন লোকের সহিত এক জন পঞ্চাশৎপতিকে পাঠাইলেন। তাহাতে সেই তৃতীয় পঞ্চাশৎপতি উঠিয়৷ গেল, এবং উপস্থিত হইয়া এলিয়ের সম্মুখে হাটু পাতিয়৷ বিনয়পূর্বক কহিল, হে ঈশ্বরের লোক, আমি বিনয় করি, আমার প্রাণ এবং আপনকার এই পঞ্চাশ জন ১৪ দাসের প্রাণ আপনকার দৃষ্টিতে বহুমূল্য হউক। দেখুন, আকাশ হইতে অগ্নি নামিয়৷ পূৰ্ব্বাগত দুই সেনাপতিকে ও তাহীদের পঞ্চাশ পঞ্চাশ জনকে গ্রাস করিয়াছে ; কিন্তু এখন আমার প্রাণ আপনকার দৃষ্টিতে ১৫ বহুমূল্য হউক। তখন সদাপ্রভুর দূত এলিয়কে কহিলেন, ইহার সহিত নামিয় যাও, ইহাকে ভয় করিও না । পরে এলিয় উঠিয় তাহার সহিত রাজার নিকটে ১৬ নামিয়া গেলেন । আর তিনি তাহাকে কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি ইক্রোণের দেবতা বালুসবুবের কাছে জিজ্ঞাসা করিতে দূতগণকে পাঠাইয়াছিলে ; ইহার কারণ কি এই যে, ইস্রায়েলের মধ্যে এমন ঈশ্বর নাই, যাহার বাক্য জিজ্ঞাসা করা যাইতে পারে? অতএব তুমি যে খাটে উঠিয়া শুইয়াছ, তাহ ১৭ হইতে আর নামিবে না, মরিবেই মরিবে। আর এলিয় ২ রাজাবলি । [ ১ ; ৭ – ২ ; ১১। দ্বারা কথিত সদাপ্রভুর বাক্যানুসারে তিনি মরিলেন : এবং তাহার পুত্র না থাকাতে যিহোরাম তাহার পদে, যিহুদী-রাজ যিহেশাফটের পুত্ৰ যিহোরামের দ্বিতীয় ১৮ বৎসরে, রাজা হইলেন। অহসিয়ের কৃত অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই ? २ পরে যখন সদাপ্রভু এলিয়কে ঘূর্ণবায়ুতে স্বর্গে তুলিয়া লইতে উদ্যত হইলেন, তখন এলিয় ও ২ ইলশায় গিলগল হইতে বাত্রা করিলেন। আর এলিয় ইলশায়কে কহিলেন, বিনয় করি, তুমি এই স্থানে থাক, কেননা সদাপ্রভু আমাকে বৈথেল পৰ্য্যন্ত পাঠাইলেন। ইলশায় কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, এবং আপনার জীবৎ প্রাণের দিব্য, আমি আপনাকে ছাড়িব না। পরে তাহারা বৈথেলে নামিয়া গেলেন । ৩ তখন বৈথেলের শিষ্য ভাববাদিগণ বাহিরে ইলীশায়ের কাছে আসিয় তাহাকে কহিল, আদ্য সদাপ্রভু আপনার শীর্ষ হইতে আপনার প্রভুকে লইবেন, ইহা কি আপনি জানেন ? তিনি কহিলেন, ই, আমি তাহ ৪ জানি ; তোমরা নীরব হও । পরে এলিয় তাহাকে কহিলেন, হে ইলশায়, বিনয় করি, তুমি এই স্থানে থাক ; কেননা সদাপ্রভু আমাকে যির হোতে পাঠাইলেন। তিনি কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, এবং আপনার জীবৎ প্রাণের দিব্য, আমি আপনাকে ছাড়িব ৫ না। পরে তাহারা যিরীহোতে আসিলেন। তখন ষিরীহোর শিষ্য ভাববাদিগণ ইলীশায়ের নিকটে আসিয়া কহিল, আদ্য সদাপ্রভু আপনার শীর্ষ হইতে আপনার প্রভুকে লইবেন, ইহা কি আপনি জানেন ? তিনি উত্তর করিলেন, ই, আমি তাহা জানি ; তোমরা নীরব ৬ হও । পরে এলিয় তাহাকে কহিলেন, বিনয় করি, তুমি এই স্থানে থাক, কেননা সদাপ্রভু আমাকে যদিনে পাঠাইলেন। তিনি কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিবা, এবং আপনার জীবৎ প্রাণের দিব্য, আমি আপনাকে ৭ ছাড়িব না। পরে তাহারা দুই জন চলিলেন। তখন শিষ্য ভাববাদিগণের মধ্যে পঞ্চাশ জন লোক গিয়া তাহাদের সম্মুখে দূরে দাড়াইল, আর যদিনের ধারে ঐ ৮ দুই জন দাড়াইলেন। পরে এলিয় আপন শাল ধরিয়া গুটাইয়া লইয়া জলে আঘাত করিলেন, তাহাতে জল এদিকে ওদিকে বিভক্ত হইল, এবং তাহারা দুই জন ৯ শুষ্ক ভূমি দিয়া পার হইলেন। পার হইলে পর এলিয় ইলীশায়কে কহিলেন, তোমার নিমিত্তে আমি কি করিব ? তাহা তোমার নিকট হইতে আমার নীত হইবার পূৰ্ব্বে যাদ্ধ কর। ইলশায় কহিলেন, বিনয় করি, আপনার আত্মার দুই অংশ আমাতে বৰ্ত্তক । ১• তিনি কহিলেন, কঠিন বর যাদ্ধা করিলে ; যদি তোমার নিকট হইতে নীত হইবার সময়ে আমাকে দেখিতে পাও, তবে তোমার প্রতি তাহ বৰ্ত্তিবে ; কিন্তু না দেখিলে বৰ্ত্তিবে নী ১১ পরে এইরূপ ঘটিল ; তাহার। যাইতে যাইতে কথা 318
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩২৮
অবয়ব