←ᏇᏇ & তদনুসারে আমার আজ্ঞা ও বিধি সকল পালন ১৪ কর । কিন্তু তাহার কথা শুনিল না, তাহদের যে পিতৃপুরুষেরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করিত না, তাহদের গ্রীবার স্থায় আপন আপন গ্রীব ১৫ শক্ত করিত। আর তাহার বিধি সকল ও তাহদের পিতৃপুরুষদের সহিত কৃত তাহার নিয়ম, ও তাহাদের কাছে প্রদত্ত তাহার সাক্ষ্য সকল অগ্রাহ করিয়াছিল : আর অসার বস্তুর অনুগামী হইয় আপনারাও অসার হইয়াছিল ; এবং সদাপ্রভু যাহাদের মত কৰ্ম্ম করিতে নিযেধ করয়াছিলেন, সেই চতুৰ্দ্দিকৃস্থ জাতিগণের ১৬ অনুগামী হইয়াছিল। তাহারা তাপন ঈশ্বর সদাপ্রভুর সমস্ত অজ্ঞ। ত্যাগ করিয়া আপনাদের জন্ত ছাচে ঢাল প্রতিম, দুই গোবৎস, নিৰ্ম্মাণ করিয়াছিল, আশের মূৰ্ত্তিও নিৰ্ম্মাণ করিয়াছিল, এবং আকাশের সমস্ত বাহিনীর কাছে প্ৰণিপাত ও বাল দেবের সেবা ১৭ করিত। আর তাহার। আপন আপন পুত্র কন্যাদিগকে অগ্নির মধ্য দিয়া গমন করাইত, এবং মন্ত্র ও মায়াক্রিয়ার ব্যবহার করিত, আর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই করিবার জন্য আপনাদিগকে বিক্রয় ১৮ করিয়াছিল, এইরূপে তাহাকে অসন্তুষ্ট করিল। এই জষ্ঠ সদাপ্রভু ইস্রায়েলের উপরে অতিশয় ক্রুদ্ধ হইয়। তাহাদিগকে আপনার দৃষ্টিগোচর হইতে দূর করলেন ; কেবল যিহুদী বংশ ব্যতীত আর কেহ অবশিষ্ট থাকিল ১৯ না। আর যিহদাও আপন ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞ। পালন না করিয়া ইস্রায়েলের আদিষ্ট বিধি অনুসারে ২• চলিতে লাগিল। তাই সদাপ্রভু ইস্রায়েলের সমস্ত বংশকে অগ্রহ করিয়া দুঃখ দিলেন, এবং তাহাদিগকে লুটকারীদের হস্তে সমর্পণ করিলেন, শেষে একেবারে আপনার দৃষ্টিগোচর হইতে দূরে ফেলিয়া দিলেন। ২১ কেনন। তিনি দায়ুদের কুল হইতে ইস্রায়েলকে চিরিয়া লইলে পর তাহারা নবাটের পুত্র যারবিয়ামকে রাজা করিয়াছিল ; আর যারবিয়াম সদাপ্রভুর অনুগমন হইতে ইস্রায়েলকে পরায়ুথ করিয়া তাহাদিগকে মহা২২ পাপ করাইয়াছিলেন। যারবিয়াম যে সকল পাপ করিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণ তাহার সেই সমস্ত ২৩ পাপপথে চলিত, সে সকল হইতে ফিরিল না। শেষে সদাপ্রভু আপনার সমুদয় দাস ভাববাদিগণের দ্বারা যেরূপ বলিয়াছিলেন, তদনুসারে ইস্রায়েলকে আপনার দৃষ্টিগোচর হইতে দূর করিলেন। তার ইস্রায়েল আপন দেশ হইতে অশূরে নীত হইল ; অদ্যপি তাহারা সেই স্থানে আছে । পরে তাশূরের রাজা বাবিল, কুখ, অবব, হমাৎ ও সফর্বfয়ম হইতে লোক অনাইয়া ইস্রায়েল সন্তানগণের পরিবর্তে তাহাদিগকে শমরিয়ার নগরসমূহে বসাইয়। দিলেন ; তাহাতে তাহার শমরিয়া অধিকার করিয়া ২৫ তথাকার নগরসমূহে বসতি করিল। সেখানে তাহাদের বাসের আরম্ভ কালে তাহার। সদাপ্রভুকে ভয় কল্পিত না, এই জন্ত সদাপ্রভু তাহদের মধ্যে সিংহ 求8 ২ রাজাবলি । [ ১ ৭ ; ১৪ – ৩৭ { পাঠাইলেন, এবং সিংহের কাহাকে কাহাকে বধ ২৬ করিল। অতএব লোকেরা অশূরের রাজাকে কহিল, আপনি যে জাতিদিগকে নি পাসন করিয়া শমরিয়ার সকল নগরে বসাইয়া দিয়াছেন, তাহার এদেশীয় ঈশ্বরের বিধান জানে না ; এই জন্য তিনি তাহদের মধ্যে সিংহ পাঠাইয়াছেন, এবং দেখুন, সিংহের তাহদিগকে মারিয়া ফেলিতেছে, কেনন। তাহার এদেশীয় ২৭ ঈশ্বরের বিধান জানে না। পরে অশূর রাজ এই আজ্ঞা করলেন, তোমরা তথা হইতে যে যাজকদিগকে আনিয়ছি, তাহদের এক জনকে সেই দেশে লইয়া যাও ; তাহারা সেখানে গিয়া বাস করুক, এবং সে লোকদিগকে সেই দেশীয় ঈশ্বরের বিধান শিক্ষা দিউক । ২৮ পরে তাহার শমরিয়া হইতে যে যাজকদিগকে লইয়৷ গিয়াছিল, তাহদের এক জন আসিয়া বৈথেলে বাস করিল, এবং কিরূপে সদাও ভুকে ভয় করিতে হয়, ২৯ তাহা লোকদিগকে শিখাইতে লাগিল। তথাপি তাহাদের প্রত্যেক জাতি আপন আপন দেবতা নিৰ্ম্মাণ করিল, এবং শমরায়ের উচ্চস্থলীর যে সকল গৃহ নিৰ্ম্মাণ করিয়াছিল, তন্মধ্যে এক এক জাতি আপন আপন নিবাস-নগরে আপন আপন দেবতাকে স্থাপন ৩• করিল। এইরূপে বাবিলের লোকের সুক্কোৎ-বনে।ৎ নিৰ্ম্মাণ করিল, ও কুথের লোকের নের্গল নিৰ্ম্মাণ করিল, এবং হমাতের লোকেরা আশীমা নিৰ্ম্মাণ করিল, ৩১ আর অববীয়ের নিভস ও তৰ্ত্তক নিৰ্ম্মাণ করিল, ও সফরায়ের সফর্বায়মের দেবতা অদ্রম্মেলক ও অনম্মেলকের উদেশে আপন আপন সন্তানগণকে আগুনে ৩২ পোড়াইত । তাহার। সদাপ্রভুকে ভয় করিত, আবার আপনাদের জন্য আপনাদের মধ্য হইতে উচ্চস্থলী সকলের যাজক দিগকে নিযুক্ত করিত ; তাহারাই তাহাদের জন্ত উচ্চস্থলীর গৃহে বলিদান করিত। ৩৩ তাহার। সদাপ্রভুকেও ভয় করিত, এবং যে সকল জাতি হইতে আনীত হইয়াছিল, তাহদের বিধান অনুসারে আপন আপন দেবতারও সেবা করিত। ৩৪ তাহার অদ্য পর্যন্ত পুৰ্ব্বকার বিধান অনুসারে কৰ্ম্ম করিতেছে ; তাহারা না সদাপ্রভুকে ভয় করে, না নিজ নিজ বিধি ও শাসন অনুসারে আচরণ করে, অথবা সদাপ্রভু যাহার নাম ইস্রায়েল রাখিয়ছিলেন, সেই যাকোবের সন্তানগণকে দত্ত তাহার ব্যবস্থা ও ৩৫ অজ্ঞানুসারেও চলে না। বাস্তবিক সদাপ্রভু তাহাদের সহিত নিয়ম করিয়৷ এই অজ্ঞা দিয়াছিলেন, তোমরা তাদ্য দেবগণকে ভয় করিবে না, তাহদের কাছে প্ৰণিপাত করিবে না, তাহদের সেবা করিবে ৩৬ না, বা তাহীদের উদেশে বলিদান করবে না ; কিন্তু যিনি মহাপরাক্রম ও বিস্তারিত বাহু দ্বারা মিসর দেশ হইতে তোমাদিগকে উঠাইয়া আনিয়াছেন, তোমরা সেই সদাপ্রভুকেই ভয় করবে, তাহারই কাছে প্রণিপাত করবে, ও তাহারই উদ্দেশে বলিদান করিবে ; ৩৭ আর তিনি তোমাদের জন্য যে সকল বিধি ও শাসন 336
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৪৬
অবয়ব