বিষয়বস্তুতে চলুন

পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S) 8 o ভাল, তাহাই করিয়াছি। আর হিন্ধিয় অতিশয় রোদন ৪ করতে লাগিলেন । যিশায়াহ বাহির হইয়া নগরের মধ্য স্থান পৰ্য্যন্ত যান নাই, এমন সময়ে তাহার নিকটে ও সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি ফিরিয়া গিয়া আমার প্রজাদের অধ্যক্ষ হিন্ধিয়কে বল, তোমার পিতৃপুরুষ দায়ুদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্রজল দেখিলাম ; দেখ, আমি তোমাকে সুস্থ করিব ; ৬ তৃতীয় দিবসে তুমি সদাপ্রভুর গৃহে উঠিবে। আর আমি তোমার আয়ু পনের বৎসর বুদ্ধি করিব ; এবং অশূরের রাজার হস্ত হইতে তোমাকে ও এই নগরকে উদ্ধার করিব ; আর আমি আপনার নিমিত্ত ও আপন দাস দাযুদের নিমিত্তে এই নগরের ঢালস্বরূপ গু হইব। পরে যিশায়াহ কহলেন, ডুমুরফলের একটা চাপ আন ; আর লোকেরা তাহ লইয়। স্ফোটকের উপরে দিলে তিনি বাচিলেন । ৮ আর হিন্ধিয় যিশয়াহকে কহিলেন, সদাপ্রভু যে আমাকে সুস্থ করবেন, এবং আমি যে তৃতীয় দিবসে ৯ সদা প্রভুর গৃহে উঠিব, ইহার চিহ্ন কি ? যিশায়াহ কহিলেন, সদা ভু যে কথা বলিয়াছেন, তাহা যে সফল করবেন, তাহার এই চিহ্ন সদাপ্রভু হইতে আপনাকে দেওয়া যাইবে ; ছায়াটা কি দশ ধাপ অগ্রসর হইবে, না দশ ধাপ পিছে ফিরিয়৷ যাইবে ? ১• হিঞ্চিয় কহিলেন, ছায়াট। যে দশ ধাপ আগে সরিয়৷ যায়, এ ক্ষুদ্র বিষয় ; ছায়াট। বরং দশ ধাপ পিছাইয়৷ ১১ পড়ক । তখন যিশায়াহ ভাববাদী সদাপ্রভুকে ডাকিলেন, তাহাতে আiহসের সোপানে ছায়াট যত ধাপ নামিয়া গিয়াছিল, তিনি তাহার দশ ধাপ পিছে ফিরাহলেন । ঐ সময়ে বলদনের পুত্র বাবিল-রাজ বরোদকবলদন হিস্কিয়ের নিকটে পত্র ও উপঢৌকনদ্রব্য পাঠাইলেন, কারণ তিনি শুনিয়াছিলেন যে, হিস্কিয় ১৩ পীড়িত হইয়াছেন । তাহাতে হিঞ্চিয় দূতদের কথা শুনিলেন, এবং আপনার সমস্ত কোষ, রৌপ্য, স্বর্ণ, সুগন্ধি দ্রব্য ও বহুমূল্য তৈল এবং অস্ত্রাগার ও ধনাগার সমুহের সমস্ত বস্তু তাহাদিগকে দেগাইলেন ; হিন্ধিয় তাহাদিগকে না দেখাইলেন, এমন কোন সামগ্রী তাহার বাটীতে বা তাহার সমস্ত রাজ্যে ছিল না । পরে যিশায়াহ ভাববাদী হিঞ্চিয় রাজার নিকটে আসিয়া তাহীকে জিজ্ঞাসা করিলেন, ঐ লোকের কি কহিল ? আর উহার কোথা হইতে আপনকার নিকটে আসিল ? হিঞ্চিয় কহিলন, উহার দূরদেশ হইতে, বাবিল হইতে ১৫ আসিয়াছে । তিনি জিজ্ঞাস করিলেন, উহার। আপনকার বাটীতে কি কি দেখিয়াছে ? হি ক্ষয় কহিলেন, আমার বাটতে যাহ। যাহা আছে, সকলই দেখিয়াছে : তাহাদিগকে না দেখাইয়াছি, আমার ধনাগার সমূহের ১৬ মধ্যে এমন কোন দ্রব্য নাই। যিশায়াহ হিঞ্চিয়কে কহি১৭ লেন, সদাপ্রভুর বাক্য শুনুন। দেখ, এমন সময় আস > ミ > 8 ২ রাজাবলি । [ *、o ; 8ー* > ; b l তেছে, যখন তোমার বাটীতে যে কিছু আছে, এবং তোমার পিতৃপুরুষদের সঞ্চিত যাহা যাহ। অদ্য পৰ্য্যন্ত রহয়ছে, সকলই বাবিলে নীত হইবে ; কিছুই ১৮ অবশিষ্ট থাকিবে না, ইহ সদাপ্রভু কহেন। আর যাহার তোম৷ হইতে উৎপন্ন হইবে, তোমার সেই সন্তানগণের মধ্যে কয়েক জন নীত হইবে ; এবং তাহার। বাবিল-রাজের প্রাসাদে নপুংসক হইবে। ১৯ তখন হিন্ধিয় যিশায়াহকে কহিলেন, আপনি সদাপ্রভুর যে বাক্য কহিলেন, তাহা উত্তম । তিনি আরও কহিলেন, যদি আমার সময়ে শান্তি ও সত্য হয়, তবে তাহা কি { উত্তম ] নয় ? হিঞ্চিয়ের অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত ও সমস্ত বিক্রম, এবং কিরূপে পুষ্করিণী ও প্রণালী করিয়া তিনি নগরে জল আনিয়াছিলেন, এই সকল কি যিহ্রদ।-রাজগণের ২১ ইতিহাস পুস্তকে লিখিত নাই ? পরে হিঞ্চিয় আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, এবং তাহার পুত্র মনঃশি তাহার পদে রাজ৷ হইলেন। মনঃশি ও আমোন রাজদ্বয়ের বিবরণ। २ S মনঃশি বার বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং পঞ্চান্ন বৎসরকাল ট্যরূশালেমে ২ রাজত্ব করেন ; তাহার মাতার নাম হিফুসীবী । সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন ; সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের সম্মুখ হইতে যে জাতিদিগকে অধিকারচু্যত করিয়াছিলেন, তিনি তাহদের ৩ ঘুণিত ক্রিয়ানুসারেই করিতেন । ফলতঃ তাহার পিতা হিঞ্চিয় যে সকল উচ্চস্থলী বিনষ্ট করিয়াছিলেন, তিনি সেগুলি পুনর্কবার নিৰ্ম্মাণ করিলেন, এবং ইস্রায়েলরাজ আহাব যেমন করিয়াছিলেন, তেমনি তিনি বালের জন্ত যজ্ঞবেদি প্রস্তুত করিলেন, এবং আশেরামূৰ্ত্তি নিৰ্ম্মাণ করিলেন, আর আকাশের সমস্ত বাহিনীর ৪ কাছে প্ৰণিপাত ও তাহীদের সেবা করিতেন । আর সদাপ্রভু যে গৃহের উদ্দেশে বলিয়াছিলেন, আমি যিরূশালেমে আপন নাম স্থাপন করিব, সদাপ্রভুর সেই গৃহে তিনি কতকগুলি যজ্ঞবেদ নিৰ্ম্মাণ করিলেন। ও আর তিনি সদাপ্রভুর গৃহের দুই প্রাঙ্গণে আকাশের ৬ সমস্ত বাহিনীর জন্ত যজ্ঞবেদি নিৰ্ম্মাণ করিলেন। আর তিনি আপন পুত্রকে অগ্নির মধ্য দিয়া গমন করাইলেন, ও গণকতা ও মোহকের ব্যবহার করিতেন, এবং ভূতড়িয়াদিগকে ও গুণদিগকে রাগিতন। তিনি সদাপ্রভুর দৃষ্টিতে বহুল কদাচরণ করিয়া তাহাকে ৭ অসন্তুষ্ট করিলেন । আর তিনি আশেরার যে ক্ষোদিত প্রতিম। নিৰ্ম্মাণ করিয়াছিলেন, তাহ সেই গৃহে স্থাপন করিলেন, যাহার বিষয়ে সদাপ্রভু দারূদকে ও তাহার পুত্র শলেমনকে এই কথা বলিয়ছিলেন, আমি এই গৃহে এবং ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে আমার মনোনীত এই যেরূশালেমে আপন নাম চিরকালের ৮ নিমিত্তে স্থাপন করিব ; আর আমি তাহদের পিতৃ ૨ ૭ 340