পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ッパや গিয়া সদাপ্রভুর উদেশে সঙ্গীত ও পবিত্র শোভায় প্রশংসা করে, এবং এই কথা বলে,—“সদাপ্রভুর স্তবগান কর, কেননা উহার দয়া অনন্তকালস্থায়ী” । যখন তাহার আনন্দগান ও প্রশংসা করিতে আরম্ভ করিল, তখন সদাপ্রভু যিহুদার বিরুদ্ধে আগত অন্মোনের ও মোয়াবের সন্তানগণের ও সেয়ীর পববতীয় লোকদের বিরুদ্ধে লুক্কায়িত সৈন্তদিগকে নিযুক্ত ২৩ করিলেন ; তাহাতে তাহারা পরাহত হইল। আর অন্মোনের ও মোয়াবের সন্তানগণ নিঃশেষে বধ ও বিনাশ করবার জন্ত সেয়ীর পববত-নিবাসীদের বিরুদ্ধ উঠিল ; আর সেয়ীর নিবাসী দিগকে সংহার করিবার পর পরস্পর এক জন অন্তের বিনাশ সাধনে সাহায্য ২৪ করিল। তখন যিহুদার লোকের প্রান্তরের প্রহরদুর্গে উপস্থিত হইয় লোকসমারোহের প্রতি দৃষ্টিপাত করিল, আর দেখ, ভূমিতে কেবলমাত্র শব পতিত ২৫ আছে, কেহই পলাইয়। বাচে নাই। তখন যিহোশফট ও তাহার লোকের তাহদের লুট গ্রহণ করিতে গিয়া তাহদের মধ্যে শবের সহিত প্রচুর সম্পত্তি ও বহুমূল্য রত্ন দেখিতে পাইলেন : তাহারা তাiপনাদের জন্ত এত ধন সংগ্ৰহ করিলেন যে, সমস্ত লইয়। যাইতে পারিলেন না ; সেই লুটিত বস্তুর বাহুল্য প্রযুক্ত তাহ লইয়া যাইতে তাহদের তিন দিন লাগিল । আর চতুৰ্থ দিবস তাহারা বরাখ-তলভূমিতে সমাগত হইলেন ; কেনন। সেই স্থানে তাহার। সদাপ্রভুর ধন্যবাদ করিল, এই কারণ অদ্য পর্য্যন্ত সেই স্থান ২৭ বরাখা ধন্যবাদ ] তলভূমি নামে খ্যাত আছে। পরে যিহুদার ও যিরশালেমের সমস্ত লোক, এবং তাহীদের অগ্রে অগ্ৰে গমনকারী যিহেশাফট আনন্দপূৰ্ব্বক যিরশালেমে যাইবার জন্ত ফিরিয়া গেলেন, কেনন। সদাপ্রভু তাহদের শক্রদের উপরে তাহাদিগকে আন২৮ নিদত করিয়tiছলেন। আর তাহার নেবল, বীণা ও তুরী বাজাইতে বাজাইতে যিরশালেমে আসিয়া ২৯ সদাপ্রভুর গৃহে গেলেন। আর সদাপ্রভু ইস্রায়েলের শক্র দর বিরুদ্ধে যুদ্ধ করিয়াছেন, এই জনরব অন্ত দেশীয় সকল রাজ্যের লোকে শুনিলে ঈশ্বর হইতে ভয় ৩০ তাহদের উপরে আসিল । এইরূপে যিহেশাফটের রাজ্য সুস্থির হইল, তাহার ঈশ্বর চারিদিকে তাহাকে বিশ্রাম দিলেন । যিহেশফট যিহদার উপরে রাজত্ব করিলেন ; তিনি পয়ত্রিশ বৎসর বয়সে রাজত্ব করিতে তারিস্ত করেন, এবং পচিশ বৎসর যিরশালেমে রাজত্ব করেন । তাহার ৩২ মাতার নাম অস্তুবা, তিনি শিলহির কন্ত । যিহোশফট আপন পিতা আসার পথে চলিতেন, সেই পথ হইতে ফিরিতেন না, সদাপ্রভুর দৃষ্টিতে যাহা স্থায্য ৩৩ তাহাই করিতেন। তথাপি উচ্চস্থলী সকল দূরীকৃত হইল না, এবং লোকের তখনও আপিন পিতৃপুরুষদের ঈশ্বরের প্রতি আপন আপন অন্তঃকরণ সুস্থির করিল ৩৪ না। যিহেশাফটের অবশিষ্ট কৰ্ম্মের বৃত্তান্ত তাদ্যেt २९ ২৬ ○> ২ বংশাবলি । [ ९० ; २२ - ९ ॐ : २० ॥ পান্ত, দেখ, ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকান্তর্গত হন।নির পুত্র যেস্থর পুস্তকে লিখিত আছে। ৩৫ পরে যিহুদা-রাজ যিহেশফট ইস্রায়েল-রাজ অহ৩৬ সিয়ের সহিত যোগ দিলেন, সে ব্যক্তি দুরাচার; তিনি তশীশে যাইবার জাহাজ নিৰ্ম্মণার্থ তাহার সহিত যোগ দিলেন, আর তাহার। ইৎসিয়োন গেবরে সেই ৩৭ জাহাজগুলি নিৰ্ম্মাণ করিলেন। তখন মারেশা-নিবাসী দোদবহ্লর পুত্র ইলীয়েষর যিহোশাফটের বিরুদ্ধে এই ভাবে৷ক্তি প্রচার করিলেন, আপনি অহসিয়ের সহিত যোগ দিয়াছেন, এই জন্য সদাপ্রভু আপনকার কৰ্ম্ম সকল ভাঙ্গিয়া ফেলিলেন । আর ঐ সকল জাহাজ ভগ্ন হইল, তশীশে যাইতে পরিল না। যিহোরাম রাজার বিবরণ। ミる পরে যিহোশফট আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, এবং দায়ুদ নগরে আপন পিতৃলোকদের সহিত কবরপ্রাপ্ত হইলেন। আর তাহার পুত্ৰ যিহোরাম তাহার পদে রাজী হইলেন। ২ যিহেশাফটের ঔরসজাত যিহোরামের কয়েকটা ভ্ৰাত৷ ছিল, অসরিয়, যিহীয়েল, সখরিয়, অসরিয়, মাখায়েল, ও শফটয়, ইহার| সকলে ইস্রায়েল-রাজ যিহেশাফটের ৩ পুত্র । আর তাহীদের পিতা তাহাদিগকে মহাসম্পত্তি অর্থাৎ রোপা, স্বর্ণ ও বহুমূল্য দ্রব্য এবং বিহুদা দেশস্থ প্রাচীরবেষ্টিত নগরগুলি দান করিয়াছিলেন, কিন্তু যিহোরাম জ্যেষ্ঠ বলিয় তাহীকে রাজ্য দিয়াছিলেন। ৪ যিহোরাম আপন পিতার রাজ্যে অধিষ্ঠিত হইলে আপনাকে বলবান করিলেন ; আর আপনার সমস্ত ভ্রাতাকে এবং ইস্রায়েলের কতকগুলি অধ্যক্ষকেও খড়গ দ্বারা বধ করিলেন। ৫ যিহেরাম বত্রিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিয়া বিরূশালেমে আট বৎসর কল রাজত্ব ৬ করেন । আহাবের কুল যেমন করিত, তিনিও তেমনি ইস্রায়েলের রাজাদের পথে চলিতেন ; কারণ তিনি অহাবের কস্তাকে বিবাহ করিয়াছিলেন, ফলে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন। ৭ তথাপি সদা প্ৰভু দায়ুদের সহিত আপনার কৃত নিয়ম প্রযুক্ত এবং তাহাক ও তাঁহীর সন্তানগণকে নিয়ত এক প্রদীপ দিবীর যে প্রতিজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে তিনি দ্বায়ুদের কুল বিনষ্ট করিতে চাহিলেন না । ৮ তাহার সময়ে ইদোম যিহুদার অধীনতা অস্বীকার করিয়া আপনাদের উপরে এক জনকে রাজা করিল। ৯ অতএব যিহেীরাম আপন সেনাপতিগণকে ও সমস্ত রথ সঙ্গে লইয়া যাত্রা করিলেন ; আর রীত্রিকালে তিনি উঠিয়, যাহার। তাহীকে বেষ্টন করিয়াছিল, সেই ইদোমীয়দিগকে ও তাহদের রথের অধ্যক্ষদিগকে ১০ আঘাত করিলেন । এইরূপে ইদোম অদ্য পৰ্য্যন্ত 386