পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S ; >○ー? ; ミ・l ] ১৩ তখন নদী-পারস্থ দেশাধ্যক্ষ তত্তনয়, শথর-বেষিণয় ও তাহদের সঙ্গিগণ যত্বপূৰ্ব্বক দারিয়ারস রাজার ১৪ প্রেরিত আজ্ঞাহেতু তদনুযায়ী কৰ্ম্ম করিলেন। তার যিহুদীদের প্রাচীনবর্গ গাঁথনি করিয়া হগয় ভাববাদীর ও ইদোর পুত্ৰ সথরিয়ের ভাববাণী সহকারে কৃতকাৰ্য্য হইলেন, এবং তাহার। ইস্রায়েলের ঈশ্বরের আজ্ঞানুসারে ও পারস্য-রাজ কোরসের, দারিয়বসের ও অৰ্তক্ষস্তের আদেশানুসারে গাথনি করিয়৷ কাৰ্য্য ১৫ সমাপ্ত করিলেন । দরিয়বস রাজার রাজত্বের ষষ্ঠ বৎসরে অদর মাসের তৃতীয় দিনে গৃহ সমাপ্ত হইল। পরে ইস্রায়েল-সন্তানগণ, যাজকেরা, লেবীয়ের ও বন্দিদশা হইতে আগত লোকদের অবশিষ্ট লোকের ১৭ আনন্দে ঈশ্বরের সেই গৃহের প্রতিষ্ঠা করিল। আর ঈশ্বরের সেই গৃহের প্রতিষ্ঠার সময়ে এক শত বৃষ, দুই শত মেষ, চারি শত মেষশাবক, এবং সমস্ত ইস্রায়েলের জন্ত পাপনিমিত্তক বলিরূপে ইস্রায়েলের বংশ-সঙ্খ্যানুসারে ১৮ বারটী ছাগ উৎসর্গ করিল। আর যিরশালেমে ঈশ্বরের সেবাকৰ্ম্মের জন্য যাজক দিগকে তাহদের বিভাগানুসারে ও লেৰীয়দিগকে তাহীদের পালানুসারে নিযুক্ত করা হইল : যেমন মোশির পুস্তকে লিখিত আছে। ১৯ পরে প্রথম মাসের চতুর্দশ দিনে বন্দিদশা হইতে ২০ আগত লোকের নিস্তারপকব পালন করিল। কেননা যাজকের ও লেবায়েরা আপনাদিগকে একসঙ্গে শুচি করিয়াছিল : তাহার। সকলেই শুচি হইয়াছিল, এবং বন্দিদশা হইতে আগত সমস্ত লোকের নিমিত্তে,তাহীদের যাজক ভ্রাতাদের ও আপনাদের নিমিত্তে নিস্তারপকেবর ২১ বলি সকল হনন করিল। আর বন্দিদশা হইতে আগত ইস্রায়েল-সন্তানগণ, এবং যত লোক ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণার্থে তাহীদের পক্ষ হইয়া দেশ-নিবাসী জাতিগণের অশুচিত হইতে আপনাদিগকে পৃথকৃ ২২ করিয়াছিল, সেই সকলে তাহ ভোজন করিল, এবং সাত দিন পর্য্যন্ত আনন্দে তাড়ীশূন্ত কুটার উৎসব পালন করিল, যেহেতুক সদাপ্রভু তাহাদিগকে আনন্দিত করিয়াছিলেন, আর ঈশ্বরের, ইস্রায়েলের ঈশ্বরের গৃহের কাব্য তাহদের হস্ত দৃঢ় করিবার জন্ত অণুররাজের চিত্ত তাহদের পক্ষে ফিরাইয়াছিলেন। >W。 ধিরূশালেমে ইষার যাত্র । o সেই সকল ঘটনার পরে পারস্য-রাজ অতক্ষস্তের রাজত্বকালে সরায়ের পুত্র ইয়া বাবিল হইতে যাত্রা করিলেন। উক্ত সরায় অসরিয়ের সন্তান, ২ অসরিয় হিঙ্কিয়ের সন্তান, হিন্ধিয় শলুমের সন্তান, শলুম সাদকের সন্তান, সাদেক অহীদুল্লাবের সন্তান, ৩ অহাঁটুব অমরিয়ের সন্তান, তামরিয় অসরিয়ের সন্তান, ৪ অসরিয় মরায়োতের সন্তান, মরয়োৎ সরহিয়ের সন্তান, ও সরহিয় উঘির সন্তান, উষি বুকের সন্তান, বুক্ক অবৗ শুয়ের সন্তান, অধীশূয় পীনহদের সন্তান, পীনহস । ইস্ত্ৰা । 8 o a ইলিয়াসরের সন্তান, ইলিয়াসর প্রধান যাজক হারো৬ ণের সন্তান। ইষ। মোশির ব্যবস্থায়, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দত্ত ব্যবস্থায়, ব্যুৎপন্ন অধ্যাপক ছিলেন, এবং তাহার উপরে তাহার ঈশ্বর সদাপ্রভুর হস্ত থাকায় রাজ। তাহার সমস্ত বাঞ্ছিত বিষয় তাহাকে দিলেন । ৭ অতক্ষস্ত রাজার সপ্তম বৎসরে ইস্রায়েল-সন্তানদের, যাজকদের, ও লেবীয়দের, গায়কদের, দ্বারপালদের ও নর্থীনীয়দের কতকগুলি লোক যিরশালেমে যাত্রা ৮ করিল। আর রাজার ঐ সপ্তম বৎসরের পঞ্চম মাসে ৯ ইষ যিরশালেমে উপস্থিত হইলেন। প্রথম মাসের প্রথম দিনে তিনি বাবিল হইতে যাত্রা তারত্ত করিয়াছিলেন, এবং তাহার উপরে তাহার ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় তিনি পঞ্চম মাসের প্রথম দিনে ফিরা১• শালেমে উপস্থিত হইলেন। কেননা সদাপ্রভুর ব্যবস্থ৷ অনুশীলন ও পালন করিতে, এবং ইস্রায়েলে বিধি ও শাসন শিক্ষা দিতে ইষ আপন অন্তঃকরণ স্বস্থির করিয়ছিলেন । অৰ্তক্ষস্ত রাজা যে পত্ৰ ইষ যাজককে—সেই অধ্যাপককে, যিনি সদাপ্রভুর আদেশবাক্যের ও ইস্রায়েলের প্রতি তাহার বিধির অধ্যাপক ছিলেন – ১২ তাহাকে দিয়াছিলেন, তাহার অনুলিপি এই “ রাজাধিরাজ অতক্ষস্ত, ইষ যাজক সমীপে, যিনি স্বর্গের ১৩ ঈশ্বরের ব্যবস্থার অধ্যাপক সিদ্ধ ইত্যাদি। আমি এই আদেশ করিতেছি, আমার রাজ্যের মধ্যে ইস্রায়েল জাতির যত লোক, তাহদের যত যাজক ও লেবীয় যিরশালেমে যাইতে ইচ্ছা করে, তাহার তোমার ১৪ সহিত যাউক । কেননা তুমি রাজা ও তাহার সপ্ত মন্ত্রী কর্তৃক প্রেরিত হইলে, যেন তোমার ঈশ্বরের যে ব্যবস্থা তোমার হস্তে আছে, তদনুসারে ১৫ তুমি বিহুদার ও বিরূণালেমের তত্ত্বানুসন্ধান কর, এবং যিরূশলেমে যাহার অাবাস, ইস্রায়েলের সেই ঈশ্বরের উদ্দেশে রাজা ও তাহার মন্ত্রিগণ ইচ্ছাপূর্বক যে রৌপ্য ১৬ ও স্বর্ণ দিয়াছেন, আর তুমি বাবিলের সমস্ত প্রদেশে যত রৌপ্য *3 স্বর্ণ পাহতে পার, এবং লোকের ও যাজকেরা আপন ঈশ্বরের যিরশালেমস্থ গৃহের নিমিত্তে ইচ্ছাপূর্বক যাহা নিবেদন করে, সে সমস্ত যেন ১৭ সেই স্থানে লহয় যাও । অতএব সেই রৌপ্য দ্বারা তুমি বৃষ, মেষ, মেষশাবক ও তাহদের উপযুক্ত ভক্ষ্য ও পেয় নৈবেদ্য যত্বপূৰ্ব্বক ক্রয় করিয়৷ তোমাদের ঈশ্বরের যিরশালেমস্থ গৃহস্থিত যজ্ঞবেদির উপরে ১৮ উৎসর্গ করিবে । আর অবশিষ্ট রৌপ্যে ও স্বর্ণ তোমার ও তোমার ভ্রাতাদের মন যাই ভাল বোধ হয়, তাহা ১৯ আপনাদের ঈশ্বরের ইচ্ছানুসারে করবে। আর তোমার ঈশ্বরের গৃহের সেবার জন্ত যে সকল পাত্র তোমাকে দত্ত হইল, তাহ। যিরশালেমের ঈশ্বরের ২• সম্মুখে সমৰ্পণ করবে। আর তাহ ছাড়া তোমার ঈশ্বরের গৃহের নিমিত্ত কৰ্ত্তব্য ব্যয়ের জন্ত যাহা প্রয়োজনীয়, তাহ রাজভাণ্ডার হইতে [লইয়া] ব্যয় Y } 407