পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

めレ; 9ー89 | ] মম ঈশ্বর, মম দৃঢ় শৈল, আমি তাহার শরণাগত ; মম ঢাল, মম ত্রাণশৃঙ্গ, মম উচ্চভুর্গ। ও আমি কীৰ্ত্তনীয় সদাপ্রভুকে ডাকিব, এইরূপে আমার শক্রগণ হইতে ত্ৰাণ পাইব । ৪ আমি মৃত্যুর রজুতে পরিবেষ্টিত ছিলাম, পাষণ্ডতার বস্তাতে আশঙ্কিত ছিলাম । ও আমি পাতালের রজুতে বেষ্টিত ছিলাম, মৃত্যুর পাশে জড়িত ছিলাম। ও সঙ্কটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরের উদ্দেশে আর্তনাদ করিলাম ; তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন, তাহার সম্মুখে আমার আর্তনাদ তাহার কর্ণে পশিল । ৭ তখন পৃথিবী টলিল, কম্পিত হইল, পৰ্ব্বতরাজির মূল সকল বিচলিত হইল, ও টলিল, কারণ তিনি জ্বলিয়া উঠিলেন। ৮ তাহার নাসারন্ধ হইতে ধূম উদগত হইল, তাহার মুখনিৰ্গত অগ্নি গ্রাস করিল ; তদ্বারা অঙ্গার সকল প্রজ্বলিত হইল। ৯ তিনি গগনকে নোয়াইয়। নামিলেন, অন্ধকার তাহার পদতলে ছিল। ১• তিনি করব আরোহণে উড়ডীন হইলেন, বায়ু-পক্ষভরে উড়িয়া আসিলেন। ১১ তিনি অন্ধকারকে আপন অন্তরাল, জাপনার চতুর্দিকৃস্থ তাম্বু করিলেন ; জলের তিমির ও গগনের ঘন মেঘমালা । ১২ তাহার সম্মুখবত্তী তেজ হইতে তাহার মেঘমালা চলিয়া গেল ; শিলাবৃষ্টি ও প্রজ্বলিত অঙ্গার। ১৩ আর সদাপ্রভু আকাশে বজ্রনাদ করিলেন, পরাৎপর আপন রব শুনাইলেন ; শিলাবৃষ্টি ও প্রজ্বলিত অঙ্গার। ১৪ তিনি আপন বাণ ছাড়িলেন, তাহাদিগকে ছিন্নভিন্ন করিলেন ; বহু বজ্র ছাড়িয় তাহাদিগকে উদ্বিগ্ন করিলেন। ১৫ তখন জলরাশির প্রণালী সকল প্রকাশ পাইল, ভূমণ্ডলের মূল সকল অনাবৃত হইল, তোমার তর্জনে, হে সদাপ্রভু, তোমার নাসিকার প্রশ্বাসবায়ুতে। ১৬ তিনি উদ্ধ হইতে [হস্ত] বিস্তার করিলেন, আমাকে ধরিলেন, মহাজলরাশি হইতে আমাকে টানিয়া তুলিলেন ; ১৭ তিনি আমাকে উদ্ধার করিলেন আমার বলবান শক্ৰ হইতে, অামার বিদ্বেষিগণ হইতে, কেনন। তাহার। আমি৷ অপেক্ষ শক্তিমান ছিল। ১৮ আমার বিপদের দিনে তাহারা আমার কাছে আসিল, কিন্তু সদাপ্রভু আমার অবলম্বন হইলেন। ১৯ তিনি আমাকে বাহিরে প্রশস্ত স্থানে আনিলেন, গীতসংহিতা । 8 や○ আমাকে উদ্ধার করিলেন, কেননা তিনি অমাতে সন্তুষ্ট ছিলেন। ২• সদাপ্রভু আমার ধাৰ্ম্মিকতানুযায়ী পুরস্কার দিলেন, আমার হস্তের শুচিতানুযায়ী ফল দিলেন। ২১ কেননা আমি সদাপ্রভুর পথে চলিয়াছি, দুষ্টতাপূর্বক আমার ঈশ্বরকে ছাড়ি নাই । ২২ কারণ তাহার সমস্ত শাসন আমার সম্মুথে ছিল, আমি তাহার বিধি আম হইতে দূর করি নাই। ২৩ আর আমি তাহার উদ্দেশে সিদ্ধ ছিলাম, নিজ অপরাধ হইতে আপনাকে রক্ষা করিতাম । ২৪ তাই সদাপ্রভু আমার ধাৰ্ম্মিকত। অনুসারে ফল দিলেন, তাহার সাক্ষাতে আমার হস্তের শুfচতানুসারে দিলেন। ২৪ তুমি দয়াবানের সহিত সদয় ব্যবহার কারবে, সিদ্ধের সহিত সিদ্ধ ব্যবহার করিবে । ২৬ তুমি শুচির সহিত শুচি ব্যবহার করিবে, কুটিলের সহিত চতুরের ব্যবহার করিবে । ২৭ কেননা তুমি দুঃখী দিগকে নিস্তার করিৰে, কিন্তু গৰ্ব্বিত নয়ন অবনত করিবে । ২৮ তুমিই আমার প্রদীপ উজ্জ্বল করিয়া থাক ; সদাপ্রভু, আমার ঈশ্বর, আমার অন্ধকার অালোকময় করেন । ২৯ কেননা তোমার দ্বারা আমি সৈন্যদলের বিরুদ্ধে দৌড়ি: আমার ঈশ্বরের দ্বার প্রাচীর উল্লভবন করি । ৩• তিনিই ঈশ্বর, তাহার পথ সিদ্ধ ; সদাপ্রভুর বাক্য পরীক্ষসিদ্ধ ; তিনি নিজ শরণাগত সকলের ঢাল । ৩১ কারণ সদাপ্রভু ব্যতীত আর ঈশ্বর কে আছে ? আমাদের ঈশ্বর ব্যতীত আর শৈল কে আছে ? ৩২ ঈশ্বর বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছেন, তিনি আমার পথ সিদ্ধ করিয়াছেন । ৩৩ তিনি আমার চরণ হরিণীর চরণবৎ করেন, আমার উচ্চস্থলীতে আমাকে সংস্থাপন করেন। ৩৪ তিনি আমার হস্তকে যুদ্ধ করিতে শিক্ষা দেন, তাই আমার বাহু তাম্রময় ধনুকে চাড়া দেয়। ৩৫ তুমি আমাকে নিজ পরিত্রাণ-টাল দিয়াছ ; তোমার দক্ষিণ হস্ত আমাকে ধারণ করিয়াছে, তোমার কোমলত আমাকে মহান করিয়াছে। ৩৬ তুমি আমার নীচে গাদসঞ্চারের স্থান প্রশস্ত করিয়াছ, আর আমার গুলঙ্ক বিচলিত হয় নাই । ৩৭ অামি শক্রগণের পশ্চাৎ দোঁড়িব, তাহাদিগকে ধরিব, সংহার না করিয়৷ ফিরিয়া আসিব না। ৩৮ অামি তাহাদিগকে চূর্ণ করিব, তাহারা আর উঠতে পরিবে না, তাহার। আমার পদতলে গতিত হইবে। ৩৯ কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছ ; যাহার। আমার বিরুদ্ধে উঠিয়াছিল, তাহাদিগকে তুমি আমার অধীনে নত করিয়াছ । ৪• আমার শক্রগণকে আম৷ হইতে ফিরাইয়া দিয়াছ, 463