পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 やゲ কেননা মিথ্যা সাক্ষিগণ আমার বিরুদ্ধে উঠিয়ছে, তাহারা নিষ্ঠুরতা ফুৎকার করে। ১৩ আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গলভাব দেখিব, এমন বিশ্বাস যদি না করিতাম, তবে আমার কি হইত] ? ১৪ সদাপ্রভুর অপেক্ষায় থাক ; সাহস কর, তোমার অন্তঃকরণ সবল হউক ; ই, সদাপ্রভুরই অপেক্ষায় থাক । ९b~ দ্বায়ুদের। ১ সদাপ্রভু, আমি তোমাকে ডাকিতেছি : আমার শৈল, আমার প্রতি বধির হইও না ; পাছে, যদি তুমি আমার প্রতি নীরব হও, আমি গৰ্ত্তগামীদের তুল্য হইয়া পড়ি। ২ যখন আমি তোমার নিকটে আৰ্ত্তনাদ করি, যখন তোমার পবিত্র অন্তর্ভূহের দিকে অঞ্জলি উঠাই, তখন তুমি আমার বিনতির রব শ্রবণ করিও । ৩ দুর্জনদের ও অধৰ্ম্মাচারীদের সহিত আমাকে টানিয়া লইও না ; তাহার স্ব স্ব প্রতিবাসীদের সহিত শান্তির কথা কহে, কিন্তু তাহীদের অন্তঃকরণে হিংসাভাব আছে । ৪ তাহদের কার্য্য ও আচরণের দুষ্টতানুসারে তাহাদিগকে ফল দেও : তাহীদের হস্তের কৰ্ম্মানুরূপ ফল তাহাদিগকে দেও; তাহাদের অপকার তাহাদেরই প্রতি বৰ্ত্তাও । ৫ কেননা তাহার। সদাপ্রভুর কার্য্য ও তাহার হস্তের কৰ্ম্ম বিবেচনা করে না : তিনি তাহাদিগকে ভাঙ্গিয়া ফেলিবেন, গাথিয়৷ তুলি বেন না । ৬ ধন্ত সদাপ্রভু, তিনি আমার বিনতির রব শুনিয়াছেন। ৭ সদাপ্রভু আমার বল ও আমার ঢাল ; আমার অন্তঃকরণ তাহার উপরে নির্ভর করিয়াছে, তাই আমি সাহায্য পাইয়াছি ; এজন্ত আমার অন্তঃকরণ উল্লাসিত হইয়াছে, আমি নিজ গীত দ্বারা তাহার প্রশংসা করিব। ৮ সদাপ্রভু আপন লোকদের বল ; তিনিই আপন অভিষেক্তের ত্রাণ-দুৰ্গ । ৯ তোমার প্রজাদিগকে ত্রাণ কর, নিজ অধিকারকে আশীৰ্ব্ববাদ কর : তাহাদিগকে পালন কর, চিরকাল বহন কর। さ> দাযুদের সঙ্গীত। ১ হে ঈশ্বরের - সন্তানগণ, সদাপ্রভুর কীৰ্ত্তন কর; সদাপ্রভুরই গৌরব ও পরাক্রম কীৰ্ত্তন কর।

  • (বা ) বলবানদের ।

গীতসংহিতা । [ 艾宁 3 ১৩– ৩০ ; 9 | ২ সদাপ্রভুর উদ্দেশে তাহার নামের গৌরব কীৰ্ত্তন কর : পবিত্র শোভায় সদাপ্রভুর কাছে প্ৰণিপাত কর। ৩ জলের উপরে সদাপ্রভুর রব : গৌরবান্বিত ঈশ্বর বজ্রনাদ করিতেছেন, সদাপ্রভু জলরাশির উপরে বিদ্যমান। ৪ সদাপ্রভুর রব শক্তিবিশিষ্ট ; সদাপ্রভুর রব প্রতাপান্বিত । ও সদাপ্রভুর রব এরস বৃক্ষ ভাঙ্গিয়া ফেলিতেছে ; সদাপ্রভুই লিবানোনের এরস বৃক্ষ খণ্ড বিখণ্ড করিতেছেন । ৬ তিনি নাচাইতেছেন তাহাদিগকে গোবৎসের স্থায়, লিবানোন ও শিরিয়োণকে গবয়শাবকের ন্যায়। ৭ সদাপ্রভুর রব অগ্নিশিখা বিকিরণ করিতেছে। ৮ সদাপ্রভুর রব প্রান্তরকে কম্পমান করিতেছে ; সদাপ্রভু কাদেশের প্রান্তরকে কম্পমান করিতেছেন। ৯ সদাপ্রভূর রব হরিণী:দিগকে প্রসব করাইতেছে, বনরাজিকে পত্রহীন করিতেছে ; আর তাহার মন্দিরে সকলই বলিতেছে, গৌরব। ১• সদাপ্রভু জলপ্লাবনে সমাসীন ছিলেন : সদাপ্রভু চিরকালতরে সমাসীন রাজা। ১১ সদাপ্রভু আপন প্রজাদিগকে বল দিবেন ; সদাপ্রভু আপন প্রজাদিগকে শান্তি দিয়া আশীৰ্ব্বাদ করিবেন। ৩০ সঙ্গীত। গৃহপ্রতিষ্ঠার গীত। দ্বায়ুদেৱ । ১ সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করিব, কেননা তুমি আমাকে উঠাইয়াছ, আমার শক্রগণকে আমার বিষয়ে আনন্দ করিতে দেও নাই । ২ হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমার কাছে আৰ্ত্তনাদ করিলাম, আর ভুমি আমাকে সুস্থ কারলে । ৩ সদাপ্রভু, তুমি পাতাল হইতে আমার প্রাণ উত্তোলন কারয়ছি, তুমি আমাকে বাচাইয়া রাখিয়াছ, যেন গৰ্ত্তে নামিয়৷ ন। যাই । ৪ হে সদাপ্রভুর সাধুগণ, তাহার উদ্দেশে সঙ্গীত কর, তাহার পবিত্র নামের ধন্যবাদ কর । ৫ কেনন। তাহার ক্রোধ নিমেষমাত্র থাকে, তাহার অনুগ্ৰহেতেই জীবন : * সন্ধ্যাকালে রোদন অতিথিরূপে আইসে, কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত। ৬ আমার মুখাবস্থায় আমি বলিয়াছিলাম, আমি কখনও বিচলিত হইব না।

  • ( বা ) ভাষার অনুগ্রহ তীবনব্যাপী ।

468