1〜レ; シーレ> 3 R91] তাহার তোমার হস্ত হইতে বিচ্ছিন্ন রহিয়াছে। ৬ তুমি আমাকে নীচতম গৰ্ত্তে রাখিয়াছ, অন্ধকারে ও গভীর স্থানে রাখিয়াছ । ৭ আমার উপরে তোমার ক্রোধ চাপিয়া আছে, তুমি আপনার সমস্ত তরঙ্গ দ্বারা আমাকে দুঃখীৰ্ত্ত করিয়াছ । সেল । ৮ তুমি আমার আত্মীয়দিগকে আম হইতে দূরে রাখি য়াছ, তাহীদের কাছে আমাকে নিতান্ত ঘৃণাৰ্ছ করিয়াছ ; আমি অবরুদ্ধ, বাহিরে অসিতে পারি না। ৯ আমার চক্ষু দুঃখে নিস্তেজ হইয়াছে, আমি প্রতিদিন তোমাকে ডাকিয়াছি, হে সদাপ্রভু, তোমার দিকে তাঞ্জলি প্রসারণ করিয়াছি । ১০ তুমি কি মৃতগণের পক্ষে আশ্চৰ্য্য ক্রিয়া করিবে ? প্রেতগণ কি উঠিয়া তোমার স্তবগান করিবে ? সেলা । ১১ কবরের মধ্যে কি তোমার দয়া, বিনাশস্থানে কি তোমার বিশ্বস্ততা প্রচারিত হইবে ? ১২ অন্ধকারে কি তোমার আশ্চৰ্য্য ক্রিয়া, বিস্মৃতির দেশে কি তোমার ধৰ্ম্মশীলতা জানা যাইবে ? ১৩ কিন্তু, হে সদাপ্রভু, আমি তোমার উদ্দেশে আৰ্ত্তনাদ করিয়া ছ, প্রাতে আমার প্রার্থন তোমার সম্মুখবর্তী হইবে। ১৪ হে সদাপ্রভু তুমি কেন আমার প্রাণকে পরিত্যাগ করতে ছ ? আমা হইতে কেন তোমার মুখ লুকাইতেছ ? ১৫ বাল্যকাল হইতে আমি দুঃখী ও মৃতকল্প : আ ম তোমার ত্রাসসমূহের ভারে সঙ্কুচিত । ১৬ তোমার কোপাগ্নি আমার উপর দিয়া গিয়াছে : তোমার ত্রাস সকল আমাকে উচ্ছেদ করিয়াছে । ১৭ সে সকল সমস্ত দিন জলের স্থায় আমাকে ঘেরিয়াছে ; সে সকল একসঙ্গে আমাকে বেষ্টন করিয়াছে । ১৮ তুমি প্রেমিক ও স্বহৃৎকে আম৷ হইতে দুর করিয়ছ ; অন্ধকারই আমার জ্ঞাতিকুটুম্ব । | Ե-> ইষণহীয় এখনের মস্কীল। ১ আমি চিরকাল সদাপ্রভুর বহুবিধ দয়া গাইব, আমি নিজ মুখে তোমার বিশ্বস্তুত পুরুষ-পরম্পরার কাছে ব্যক্ত করিব । ২ কারণ আমি বলিয়াছি, দয়া চিরতরে সংগ্রথিত হইবে, তুমি আপন বিশ্বস্ততাকে স্বর্গেই সংস্থাপন করিবে। ৩ ‘ আমি আপন মনোনীতের সহিত নিয়ম করিয়াছি, নিজ দাস দায়ুদের কাছে এই শপথ করিয়াছি ; ৪ আমি তোমার বংশকে চিরতরে সংস্থাপন করিব, পুরুষে পুরুষে তোমার সিংহাসন গাথিব।’ সেলা । ও হে সদাপ্রভু, স্বর্গ তোমার আশ্চৰ্য্য ক্রিয়ার, পবিত্ৰগণের সমাজে তোমার বিশ্বস্ততারও প্রশংস৷ করিবে । গীতসংহিতা । 8 సె ఎ ৬ কেননা আকাশে সদাপ্রভুর সহিত কে উপম ধরিতে পারে ? বীর-পুত্রদের* মধ্যেই বা কে সদাপ্রভুর তুল্য ? ৭ ঈশ্বর পবিত্ৰগণের সভাতে তাতি ভীমবিক্ৰমী, আপনার চতুৰ্দ্দিকৃস্থ সকলের উপরে ভয়াবহ । ৮ হে সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর। হে যাঃ, তোমার তুল্য বিক্রম কে ? তার তোমার বিশ্বস্তত। তোমার চারিদিকে বিদ্যমান । ৯ তুমিই সাগর-দপের উপরে কর্তৃত্ব করিতেছ, তাহার তরঙ্গমাল উঠিলে তুমি তাহ প্রশান্ত করিয়া থাক । ১• তুমিই রহবকে চূৰ্ণ করিয়া হত ব্যক্তির সমান করিয়াছ, তুমি নিজ বলবন্ত বাহু দ্বারা তোমার শত্রগণকে ছিন্ন ভিন্ন করিয়াছ । ১১ আকাশমণ্ডল তোমার, পৃথিবীও তোমার ; জগৎ ও তাহার সমস্ত বস্তু তোমারই সংস্থাপিত। ১২ তুমিই উত্তর ও দক্ষিণ দিকের স্বষ্টি করিয়াছ; তাবোর ও হৰ্ম্মোণ তোমার নামে আনন্দধবনি করে। ১৩ তোমার বাহু পরাক্রমবিশিষ্ট, তোমার হস্ত শক্তিমান, তোমার দক্ষিণ হস্ত উচ্চ। ১৪ ধৰ্ম্মশীলতা ও ন্যায়বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল, দয়া ও সত্য তোমার ভ্রমুখের অগ্রগামী । ১৫ ধন্ত সেই প্রজার, যাহার সেই আনন্দধ্বনি জানে, হে সদাপ্রভু, তাহার তোমার মুখের দীপ্তিতে গমনা গমন করে । ১৬ তাহারা সমস্ত দিন তোমার নামে উল্লাস করে, তাহার তোমার ধৰ্ম্মশীলতায় উন্নত হয় : ১৭ যেহেতুক তুমিই তাহদের বলের শোভা, তার তোমার অনুগ্রহে আমাদের শৃঙ্গ উন্নত হইবে। ১৮ কেনন। আমাদের ঢাল সদাপ্রভুর, আমাদের রাজা হস্রায়েলের পবিত্রতমের । ১৯ একদ। তুমি নিজ সাধুকে দর্শন দিয়া কথা কহিয়াছিলে, বলিয়াছিলে, আমি সাহায্য করিবার ভার এক জন বারকে সমর্পণ করিয়াছি, আমি প্রজাদের মধ্যে মনোনীত এক জনকে উন্নত করিয়াছি। ২• আমার দাস দায়ুদকেই পাইয়াছি, আমার পবিত্র তৈলে তাহাকে অভিষিক্ত করিয়াছি । ২১ আমার হস্ত তাহার দৃঢ় সহায় হইবে, আমার বাহু তাহাকে বলবান করবে। ২২ শত্রু তাহার প্রতি উপদ্রব করিতে পরিবে না, দুষ্টতার সন্তান তাহাকে দুঃখ দিতে পারবে না। ২৩ আমি তাহার বিপক্ষগণকে তাহার সম্মুখে চুর্ণ করিব, তাহার বিদ্বেষিগণকে আঘাত করিব।
- ( বা ) ঈশ্বরের পুত্রদের । + ( বা ) মিসৱ দেশকে ।
499