পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

С о 3 ৮ কিন্তু, সদাপ্রভু, তুমি অনন্তকাল উৰ্দ্ধবাসী। ৯ কেননা, দেখ, তোমার শক্রগণ, হে সদাপ্রভু, দেখ, তোমার শক্রগণ বিনষ্ট হইবে ; অধৰ্ম্মচারীরা সকলে ছিন্নভিন্ন হইবে । ১• কিন্তু তুমি আমার শৃঙ্গ গবয়ের শৃঙ্গবৎ উন্নত করিয়াছ; আমি নব তৈলে অভিষিক্ত হইয়াছি। ১১ আর আমার চক্ষু আমার শত্রুদের দশ নিরীক্ষণ করিয়াছে ; আমার কর্ণ আমার বিরোধী দুরাচীরগণের দশ শুনিতে পাইয়াছে । ১২ ধাৰ্ম্মিক লোক তালতরুর ন্যায় উৎফুল্ল হইবে, সে লিবানেনের এরস বৃক্ষের ন্যায় বাড়িবে। ১৩ যাহারা সদাপ্রভুর বাটত রোপিত, তাহার। আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে উৎফুল্ল হইবে। ১৪ তাহারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করবে, তাহার। সরস ও তেজস্বী হুইবে : ১৫ তদ্বারা প্রচারিত হুইবে যে, সদাপ্রভু সরল ; তিনি আমার শৈল, এবং তাহাতে অস্থায় নাই। SO ১ সদাপ্রভু রাজত্ব করেন ; তিনি মহিমাতে সজ্জিত ; সদাপ্রভু সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকটি ; আর জগৎও অটল, তাই বিচলিত হইবে না । ২ তোমার সিংহাসন পূৰ্ব্বাবধি অটল ; অনাদিকাল হইতে তুমি বিদ্যমান । ৩ নদী সকল উঠাইয়াছে, হে সদা প্ৰভু, নদী সকল আপন আপন ধ্বনি উঠাইয়াছে, নদী সকল আপন আপন তরঙ্গ উঠাইতেছে। ৪ জলসমূহের কল্লোলধ্বনি অপেক্ষ, সমুদ্রের প্রবল তরঙ্গমালা অপেক্ষ, উদ্ধস্থ সদাপ্রভু বলবান। ৫ তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বসনীয় পবিত্রত। তোমার যুহের শোভ, হে সদাপ্রভু, চিরদিনের জন্ত ।

్స8

১ হে প্রতিফলদাতা ঈশ্বর সদাপ্রভু, হে প্রতিফলদাতা ঈশ্বর, দেদীপ্যমান হও । ২ উঠ, হে পৃথিবীর বিচারকত্ত্ব, অহঙ্কার দিগকে অপকারের প্রতিফল দেও। ৩ দুষ্টগণ কত কাল, হে সদাপ্রভু, দুষ্টগণ কত কাল উল্লাস করিবে ? ৪ তাহরী বক বক করিতেছে, সগৰ্ব্বে কথা কহিতেছে, অধৰ্ম্মীচীর সকলে আত্মশ্লাঘ। করিতেছে । ৫ হে সদাপ্রভু, তোমার প্রজাদিগকেই তাহার চুর্ণ করতেছে, তোমার অধিকারকে দুঃখ দিতেছে । ৬ তাহার। বিধব ও প্রবাসীকে বধ করিতেছে ; গীতসংহিতা । [ ఎ* ; 5 - ఫెG ; 8 পিতৃহীনদিগকে মারিয়া ফেলিতেছে। ৭ তাহারা বলিতেছে, সদাপ্রভু দেখিবেন না, যাকে বের ঈশ্বর বিবেচনা করিবেন না । ৮ হে লোকদের মধ্যবৰ্ত্তী নরপশুগণ, বিবেচনা কর : হে নিৰ্ব্বোধের, কবে তোমরা স্ববুদ্ধি হুইবে ? ৯ খিনি কর্ণ রোপণ করিয়াছেন, তিন কি শুনিবেন না ? যিনি চক্ষু গঠন করিয়াছেন, তিনি কি দেখিবেন না ? ১• যিনি জাতিগণের শিক্ষাদাতা, তিনি কি ভৰ্ত্ত নন। করিবেন না ? তিনিই ত মনুষ্যকে জ্ঞান শিক্ষা দেন । ১১ সদাপ্রভু মনুষ্যের কল্পনা সকল জানেন, সে সকল ত শ্বাস মাত্র । ১২ ধন্ত সেই ব্যক্তি, যাহাকে তুমি শাসন কর, হে সদাপ্রভু যাহাকে তুমি আপন ব্যবস্থা হইতে শিক্ষা দেও, ১৩ যেন তুমি তাহাকে বিপৎকাল হইতে বিশ্রাম দেও, দুষ্টের নিমিত্ত যাবৎ কূপ খনিত না হয়। ১৪ কারণ সদাপ্রভু আপন প্রজাদিগকে দূর করবেন না, আপন অধিকার পরিত্যাগ করিবেন না । ১৫ রাজশাসন ফিরিয়া ধাৰ্ম্মিকতার কাছে আসিবে : সরলচিত্ত সকলে তাহার অনুগামী হুইবে । ১৬ কে আমার পক্ষে হইয়া দুরাচারগণের বিরুদ্ধে উঠবে ? কে আমার পক্ষে অধৰ্ম্মাচারিগণের বিরুদ্ধে দাড়াইবে ? ১৭ সদাপ্রভু যদি আমার সাহায্য না করতেন, তামার প্রাণ শীঘ্র নিঃশব্দ স্থানে বসতি করিত । ১৮ যখন আমি বলি তাম, আমার চরণ বিচলিত হইল, তখন, হে সদাপ্রভু, তোমার দয়। আমাকে স্বস্থির রাখিত । ১৯ আমার তান্তরিক ভাবনার বাহুল্যকালে তোমার দত্ত সন্তন আমার প্রাণকে আহলাদত করে। ২০ দুষ্টতার সিংহাসন কি তোমার সখ হইতে পারে, যাহা বিধান দ্বারা উপদ্রব রচনা করে ? ২১ তাহার। ধাৰ্ম্মিকের প্রাণের বিরুদ্ধে দল বাধে, নিদোষের রক্তকে দোষী করে। ২২ কিন্তু সদাপ্রভু আমার উচ্চ দুর্গ হইয়াছেন, তামার ঈশ্বর আমার আশ্রয়-শৈল হইয়াছেন । ২৩ তিনি তাহদের অধৰ্ম্ম তাহীদেরই উপরে বর্ভাইয়াছেন, তাহাদের দুষ্টতায় তাহাদিগকে উচ্ছিন্ন করবেন : সদাপ্রভু, আমাদের ঈশ্বর,তাহাদিগকে উচ্ছন্ন করবেন। ఏ(E ১ আইস, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি, আমাদের ত্রাণ-শৈলের উদেশে জয়ধ্বনি করি। ২ আমরা স্তব সহ তাহার সম্মুখে গমন করি, সঙ্গীত দ্বারা তাহার উদেশে জয়ধ্বনি করি। ৩ কেননা সদাপ্রভু মহান ঈশ্বর, তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা । ৪ পৃথিবীর গভীর স্থান সকল উপহার হস্তগত, পর্বতগণের চুড়। সকলও উহারই। 502