পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 SS' ১ সমস্ত জাতি, সদাপ্রভুর প্রশংসা কর; সমস্ত লোকবৃন্দ, তাহার সঙ্কীৰ্ত্তন কর । ২ কেনন। আমাদের উপরে তাহার দয়া মহৎ, ও সদাপ্রভুর সত্য অনন্তকালস্থায়ী । তোমরা সদাপ্রভুর প্রশংসা কর । SSb' ১ সদাপ্রভুর স্তব কর, কেনন। তিনি মঙ্গলময়, তাহার দয়। অনন্তকালস্থায়ী । ২ ইস্রায়েল বলুক, তাহার দয়া অনন্তকালস্থায়ী। ৩ হারোণের কুল বলুক, তাহার দয়। অনন্তকালস্থায়ী । ৪ যাহারী সদাপ্রভুকে ভয় করে, তাহারা বলুক, তাহার দয়। অনন্তকালস্থায়ী। ৫ আমি সঙ্কটের মধ্য হইতে সদাপ্রভুকে ডাকিলাম ; সদাপ্রভু আমাকে উত্তর দিয়া প্রশস্ত স্থানে আনিলেন। ৬ সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না; মনুষ্য আমার কি করিতে পারে ? ৭ সদাপ্রভু আমার সপক্ষ, আমার সহায়দের মধ্যবৰ্ত্তী ; তাই আমি আপন বিদ্বেষীদের দশা দেখিব। ৮ মনুষ্যে নির্ভর করণীপেক্ষ। সদাপ্রভুর শরণ লওয়া উত্তম। ৯ প্রধানবর্গে নির্ভর করণীপেক্ষা সদাপ্রভুর শরণ লওয়া উত্তম । ১• সমুদয় জাতি আমাকে ঘেরিয়াছে : সদাপ্রভুর নামে আমি তাহাদিগকে উচ্ছেদ করিব। ১১ তাহার। আমাকে ঘেরিয়াছে, ই, আমাকে ঘেরিয়াছে, সদাপ্রভুর নামে আমি তাহাদিগকে উচ্ছেদ করিব। ১২ মধুমক্ষিকার স্তায় তাহারা আমাকে ঘেরিয়াছে, কাটার আগুনের মত তাহার নিবিয়া গেল : সদাপ্রভুর নামে আমি তাহাদিগকে উচ্ছেদ করিব। ১৩ তুমি আমাকে ফেলিয়া দিবার জন্য ধাক্কা মারিয়াছ, কিন্তু সদাপ্রভু আমার সাহায্য করলেন। ১৪ সদাপ্রভু আমার বল ও গান, আর তিনি আমার পরিত্রাণ হইয়াছেন । ১৫ ধাৰ্ম্মিকগণের তাম্বুতে আনন্দের ও পরিত্রাণের ধ্বনি ইহতেছে ; সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রমসাধক ৷ ১৬ সদাপ্রভুর দক্ষিণ হস্ত উন্নত, সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রমসাধক। ১৭ আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব, আর সদাপ্রভুর কৰ্ম্ম সকল বর্ণনা করিব। ১৮ সদাপ্রভু আমাকে ভারী শাস্তি দিয়াছেন, কিন্তু মৃত্যুর হস্তে সমর্পণ করেন নাই । ১৯ আমার জন্ত ধাৰ্ম্মিকতার দ্বার সকল খুলিয়া দেও ; গীতসংহিতা । [ s > * : * — ? - > * > * | আমি তাহ দিয়া প্রবেশ করিব, সদাপ্রভুর স্তব করিব। ২০ এই ত সদাপ্রভুর দ্বার, ইহ দিয়া ধাৰ্ম্মি কগণ প্রবেশ করে । ২১ আমি তোমার স্তব করিব, কেননা তুমি আমাকে উত্তর দিয়াছ, আর তুমি আমার পরিত্রাণ হইয়াছ। ২২ গiথকেরা যে প্রস্তর অগ্রাহ করিয়াছে, তাহা কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল । ২৩ ইহ সদাপ্রভু হইতেই হইয়াছে, ইহ আমাদের দৃষ্টিতে অদ্ভুত। ২৪ অদ্য সদাপ্রভুর কৃত দিন ; আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব ? ২৫ আহ ! সদাপ্রভু, বিনয় করি, পরিত্রাণ কর : আহ ! সদাপ্রভু, বিনয় করি, সৌভাগ্য দেও। ২৬ ধন্য তিনি, যিনি সদাপ্রভুর নামে আসিতেছেন ; আমরা সদাপ্রভুর গৃহ হইতে তোমাদিগকে ধন্যবাদ করে । ২৭ সঙ্গাপ্রভুই ঈশ্বর ; তিনি আমাদিগকে দীপ্তি দিয়াছেন ; তোমরা রজ্জ্ব দ্বারা উৎসবের বলি বেদির শৃঙ্গে বাধ । ২৮ তুমি আমার ঈশ্বর, আমি তোমার স্তব করিব : তুমি আমার ঈশ্বর, আমি তোমার প্রতিষ্ঠা করিব। ২৯ তোমরা সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময় ; তাহার দয়া অনন্তকালস্থায়ী । S Sδ ১ ধন্ত তাহারা, যাহার আচরণে সিদ্ধ, যাহার। সদাপ্রভুর ব্যবস্থ-পথে চলে। ২ ধন্ত তাহার, যাহার। তাহার সাক্ষ্যকলাপ পালন করে ; যাহার। সর্ববান্তঃকরণে র্তাহীর অন্বেষণ করে । ৩ আবার তাহারা অন্তায় করে না, তাহার। র্তাহার সকল পথে গমন করে । ৪ তুমি আপন নিদেশমালা আদেশ করিয়াছ, যেন আমরা যত্নপূর্বক তাহ পালন করি। e আহ । আমার পথ সকল স্বস্থির হউক, যেন আমি তোমার বিধিকলাপ পালন করি । ৬ তখন আমি লজ্জিত হইব না, যখন তোমার আজ্ঞ সকলের প্রতি দৃষ্টি রাখি । ৭ যখন তোমার ধৰ্ম্মময় শাসনকলাপ শিক্ষা করি, তথন আমি সরল চিত্তে তোমার স্তব করিব । ৮ আমি তোমার বিধিকলাপ পালন করিব : আমাকে একেবারে পরিত্যাগ করিও না। = বৈৎ । ৯ যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে ? তোমার বাক্যানুসারে সাবধান হইয়াই করবে। ১• আমি সৰ্ববান্তঃকরণে তোমার অন্বেষণ করিয়াছি, ৯২ আলেফ । 514