পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@之文 ১৪ এই আমার চিরকালের বিশ্রামস্থান, আমি এই স্থানে বাস করিব, যেহেতুক তাঁহাই বাসন করিয়াfছ । ১৫ অামি তাহার ভক্ষ্যে বিপুল আশীৰ্ব্বাদ করিষ, তাহার দরিদ্রগণকে অন্নদানে তৃপ্ত করিব। ১৬ আমি তাহার যাজকগণকেও ত্রাণবস্ত্র পরিধান করাইব: তাহার সাধুগণ উচ্চৈঃস্বরে আনন্দগান করবে। ১৭ আমি সেখানে দায়দের জন্ত এক শৃঙ্গ অঙ্কুরিত করিল ; আমি আপন অভিষিক্তের জন্ত এক প্রদীপ সাজাই য়াছি । ২৮ তামি তাহার শক্রগণকে লজ্জা-পরিহিত করিব : কিন্তু তাহার মস্তকে তাহার মুকুট শোভা পাইবে । SOరి আরোহণ-গীত। দায়ুদেৱ । ১ দেখ, ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে, ভ্রাতার একসঙ্গে ঐক্যে বাস করে। ২ তাহ মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল-সদৃশ, যাহা দাড়িতে, হারোণের দাড়িতে ক্ষরিয়৷ পড়িল, তাহার বস্ত্রের গলায় ক্ষরিয়া পড়িল । ৩ তাহ হৰ্ম্মোণের শিশিরের সদৃশ, যাহা সিয়োন পৰ্ব্বতে ক্ষরিয়া পড়ে : কারণ তথায় সদাপ্রভু আশীৰ্ব্বাদ আজ্ঞা করিলেন, অনন্তকালের জন্ত জীবন আজ্ঞা করিলেন। SS).3 ১ দেখ, হে সদাপ্রভুর দাস সকল, তোমরা সদাপ্রভুর ধন্তবাদ কর, তোমরা, যাহার। রাত্রিকালে সদাপ্রভুর গৃহে দাড়াইয়৷ থাক । ২ তোমরা পবিত্র স্থানের দিকে স্ব স্ব হস্ত উত্তোলন কর, ও সদাপ্রভুর ধন্যবাদ কর । ৩ সদাপ্রভু সিয়োন হইতে তোমাকে আশীৰ্ব্বাদ করুন, তিনি আকাশ ও পৃথিবীর নিৰ্ম্মাণকৰ্ত্ত । SS(。 ১ তোমরা সদাপ্রভুর প্রশংসা কর ; সদাপ্রভুর নামের প্রশংসা কর, হে সদাপ্রভুর দাসগণ, তোমর প্রশংসা কর : ২ তোমরা, যাহার। সদাপ্রভুর গৃহে দাড়াইয়া থাক, আমাদের ঈশ্বরের গৃহ-প্রাঙ্গণে দাড়াইয়া থাক । ও সদাপ্রভুর প্রশংসা কর, কেননা সদাপ্রভু মঙ্গলময় ; তাহার নামের উদেশে সঙ্গীত কর, কেননা তাহ। মনোহর । ৪ কারণ সদাপ্রভু আপনার নিমিত্তে যাকোবকে, নিজস্ব অধিকার বলিয়া হস্রায়েলকে মনোনীত করিয়াছেন। ও আমি ত জানি, সদাপ্রভু মহান, আরোহণ-গীত । গীতসংহিতা । ( ) రిట ; ) 8 – రిట ; రి আমাদের প্রভু সমস্ত দেবতা অপেক্ষ মহানৃ। ৬ সদাপ্রভু যাহা ইচ্ছা করিয়াছেন, তাহাই করিয়াছেন, আকাশে, পৃথিবীতে, সমুদ্র-সমুহে ও সমস্ত জলধি মধ্যে করিয়াছেন । ৭ তিনি পুথিবীর প্রাস্ত হইতে বাষ্প উত্থাপন করেন, তিনি বৃষ্টির নিমিত্তে বিদ্যুৎ গঠন করেন, আপন ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনেন। ৮ তিনি মিসরের প্রথমজাতদিগকে আঘাত করিয়া ছিলেন, মনুষ্য ও পশু উভয়ের মধ্যে। ৯ হে মিসর । তিনি তোমার মধ্যে চিহ্ন ও লক্ষণমালা পাঠাই য়াছিলেন, ফরেীণের ও তাহার সমস্ত দাসের বিরুদ্ধে। ১• তিনি আঘাত করিয়tfছলেন বড় বড় জাতিকে, বধ করিয়াছিলেন বিক্রমী রাজগণকে : ১১ ইমেরীয়দের রাজা সাঁহোনকে, বtশনের রাজ ওগকে, ও কনানের সমস্ত রাজ্যকে । ১২ তিনি তাহদের দেশ অধিকার জন্ত দিলেন, নিজ প্রজ ইস্রায়েলকে অধিকার জন্ত দিলেন । ১৩ হে সদাপ্রভু, তোমার নাম অনন্তকালস্থায়ী, হে সদাপ্রভু, তোমার স্মরণ পুরুষানুক্রমে স্থায়ী । ১৪ কারণ সদাপ্রভু আপন প্রজাদের বিচার করবেন, আপন দাসগণের উপরে সদয় হইবেন। ১৫ জাতিগণের প্রতিমা সকল রৌপ্য ও সুবর্ণ, সে গুলি মনুষ্যের হস্তের কার্য্য। ১৬ মুখ থাকিতেও তাহার কথা কহে না ; চক্ষু থাকিতেও দেখিতে পায় না ; ১৭ কর্ণ থাকিতেও শুনিতে পায় না : তাহাদের মুখে শ্বাসমাত্রও নাই । ১৮ যেমন তাহারা, তেমনি হইবে তাহীদের নিৰ্ম্মাতারা, অীর যে কেহ সে গুলিতে নির্ভর করে । ১৯ হে ইস্রায়েলের কুল, সদাপ্রভুর ধষ্ঠবাদ কর ; হে হারোণের কুল, সদাপ্রভুর ধন্তবাদ কর ; ২• হে লেবির কুল, সদাপ্রভুর ধন্যবাদ কর : হে সদাপ্রভুর ভয়কারিগণ, সদাপ্রভুর ধন্যবাদ কর। ২১ ধষ্ঠ ইউন সদাপ্রভু সিয়োন হইতে, তিনি যিরশালেমে বাস করেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর । S○○ ১ তোমরা সদাপ্রভুর স্তব কর ; কেননা তিনি মঙ্গলময় ; —তাহার দয়। অনন্তকালস্থায়ী— ২ ঈশ্বরগণের ঈশ্বরের স্তব কর : —র্তাহার দয়। অনন্তকালস্থায়ী ৩ প্রভুদিগের প্রভুর স্তব কর : —তাহার দয়। অনন্তকালস্থায়ী— 522