বিষয়বস্তুতে চলুন

পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ দুষ্টগণের কথাবাৰ্ত্ত রক্তপাত জন্ত লুকাইয়া থাকামাত্ৰ ; কিন্তু সরলদের মুখ তাহাদিগকে রক্ষা করে। ৭ দুষ্টগণ নিপাতিত হয়, তাহার। আর নাই ; কিন্তু ধাৰ্ম্মিকদের বাটী অটল থাকে। ৮ মনুষ্য আপন বিজ্ঞতানুরূপ প্রশংসা পায় : কিন্তু যে কুটিলচিত্ত, সে তুচ্ছাকৃত হয়। ৯ যে তুচ্ছাকৃত, তথাপি দাস রাখে, সে খাদ্যহীন আত্মশ্লাঘী হইতে উৎকৃষ্ট । ১ ও ধাৰ্ম্মিক আপন পশুর প্রাণের বিষয় চিন্তা করে : কিন্তু দুষ্টদের করুণা নিষ্ঠুর । ১১ যে আপন জমি চাস করে, সে যথেষ্ট আহীর পায় 3. কিন্তু যে অসারদের পিছনে পিছনে দৌড়ে, সে বুদ্ধি বিহীন । ১২ দুষ্ট লোক দুর্জনদের শিকার বাঞ্ছা করে ; কিন্তু ধাৰ্ম্মিকদের মূল ফলদায়ক । ১৩ ওষ্ঠের অধৰ্ম্মে দুর্জনের ফাঁদ থাকে, কিন্তু ধাৰ্ম্মিক সঙ্কট হইতে উত্তীর্ণ হয়। ১৪ মনুষ্য আপন মুখের ফল দ্বারা মঙ্গলে তৃপ্ত হয়, মনুষ্যের হস্তকৃত কৰ্ম্মের ফল তাঁহারই প্রতি বৰ্ত্তে । ১৫ অজ্ঞানের পথ তাহার নিজের দৃষ্টিতে সরল ; কিন্তু যে জ্ঞানবান, সে পরামর্শ শুনে । ১৬ অজ্ঞানের বিরক্তি একেবারে ব্যক্ত হয়, কিন্তু সতর্ক লোক অপমান ঢাকে । ১৭ যে সত্যবাদী, সে ধৰ্ম্মের কথা কহে : কিন্তু মিথ্য সাক্ষী ছলের কথা কহে । ১৮ কেহ কেহ অবিবেচনার কথা বলে, থভূগীঘাতের মত, কিন্তু জ্ঞানবানদের জিহবা স্বাস্থ্যস্বরূপ। ১৯ সত্যের ওষ্ঠ চিরকাল স্থায়ী ; কিন্তু মিথ্যাবাদী জিহবা নিমেষমাত্র স্থায়ী । ২০ কুকল্পনাকারীদের হৃদয়ে ছল থাকে ; কিন্তু যার শান্তির মন্ত্রণ দেয়, তাদের আনন্দ হয়। ২১ ধাৰ্ম্মিকের কোন বিড়ম্বন ঘটে না ; কিন্তু দুষ্টের অনিষ্টে পূর্ণ হয়। ২২ মিথ্যাবাদী ওঠ সদাপ্রভুর ঘৃণিত ; কিন্তু যারা বিশ্বস্ততায় চলে, তারা তার সন্তোষ-পাত্র। ২৩ সতর্ক লোক জ্ঞান আচ্ছাদন করে : কিন্তু ইনবুদ্ধিদের হৃদয় অজ্ঞানত প্রচার করে। ২৪ পরিশ্রমীদের হস্ত কর্তৃত্ব পায় ; কিন্তু অলস পরাধীন দাস হয় । ২৫ মনুষ্যের মনোব্যথা মনকে নত করে : কিন্তু উত্তম যাক্য তাহ হর্ষযুক্ত করে। ২৬ ধাৰ্ম্মিক নিজ প্রতিবাসীর পথ-প্রদর্শক হয় ; কিন্তু দুষ্টদের পথ তাহাদিগকে ভ্রান্ত করে । হিতোপদেশ । @ ©ዓ ২৭ অলস মৃগয়াতে ধৃত পশু পাক করে না ; কিন্তু মনুষ্যের বহুমূল্য রত্ন পরিশ্রমীর পক্ষে। ২৮ ধাৰ্ম্মিকতার পথে জীবন থাকে ; তাহার গমন-পথে মৃত্যু নাই । SO জ্ঞানবান পুত্র পিতার শাসন মানে, কিন্তু নিন্দক ভৎসনা শুনে না। ২ মনুষ্য নিজ মুখের ফল দ্বারা মঙ্গল ভোগ করে : কিন্তু বিশ্বাসঘাতকদের প্রাণ দৌরাত্ম্য ভোগ করে। ৩ যে মুখ সাবধানে রাখে, সে প্রাণ রক্ষা করে ; যে ওষ্ঠাধর খুলিয়া দেয়, তাহার সর্বনাশ হয়। ৪ অলসের প্রাণ লালসা করে, কিছুই পায় না : কিন্তু পরিশ্রমীদের প্রাণ পুষ্ট হয়। ৫ ধাৰ্ম্মিক মিথ্যা কথা ঘৃণা করে : কিন্তু দুষ্ট লোক দুর্গন্ধস্বরূপ, সে লজ্জ জন্মায়। ৬ ধাৰ্ম্মিকতা সিদ্ধাচারীকে রক্ষা করে : কিন্তু দুষ্টত পাপীকে পাড়িয়া ফেলে। ৭ কেহ আপনাকে ধনবান্‌ দেখায়*, কিন্তু তাহার কিছুই নাই ; কেহ বা আপনাকে দরিদ্র দেখায়*, কিন্তু তাহার মহাধন আছে। ৮ মানুষের ধন তাহার প্রাণের প্রায়শ্চিত্ত : কিন্তু দরিদ্র তর্জন শুনে না । ৯ ধাৰ্ম্মিকের দীপ্তি আনন্দ করে : কিন্তু দুষ্টদের প্রদীপ নিবিয়া যায়। ১০ অহঙ্কারে কেবল বিবাদ উৎপন্ন হয় : কিন্তু যাহার পরামর্শ মানে, প্রজ্ঞ। তাহীদের সহবত্তী। ১১ অলীকতায় অর্জিত ধন ক্ষয় পায় ; কিন্তু যে ব্যক্তি হস্ত দ্বারা সঞ্চয় করে, সে অধিক পায়। ১২ অশাসিদ্ধির বিলম্ব হৃদয়ের পীড়াজনক : কিন্তু বাঞ্ছার সিদ্ধি জীবনবৃক্ষ। ১৩ যে বাক্য তুচ্ছ করে, সে আপনার সর্বনাশ ঘটায় ; যে ভয়পূর্বক অজ্ঞ। মানে, সে পুরস্কার পর । ১৪ জ্ঞানবানের শিক্ষা জীবনের উৎস, তাহ। মৃত্যুর ফাদ হইতে দুরে যাইবার পথ। ১৫ সুবুদ্ধি অনুগ্ৰহজনক, কিন্তু বিশ্বাসঘাতকদের পথ অসমান । ১৬ যে কেহ সতর্ক, সে জ্ঞানপূর্বক কৰ্ম্ম করে ; কিন্তু হীনবুদ্ধি মুখত বিস্তার করে। ১৭ দুষ্ট দূত বিপদে পড়ে, কিন্তু বিশ্বস্ত দূত স্বাস্থ্যস্বরূপ।

  • ( বা ) ধনী করে...দরিদ্র করে ।

537