পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ ১ - ৩– ২২ : ১৭ ৷ ] বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা করিতেছে, বিনাশক । বিনাশ করিতেছে। হে এলম,উঠিয় যাও ; হে মাদির, অবরোধ কর : তামি উহার ঘটিত সমস্ত বিলাপ নিবৃত্ত ৩ করিয়াছি । ইহাতে আমার সমস্ত কটিদেশে অঙ্গগ্ৰহ হইল, প্রসবকারিণীর ব্যথার দ্যায় আমার ব্যথা ধরিল ; আমি এমন লুইয়। পড়িয়াছি যে, শুনতে পাই না, আমি এমন বিহ্বল হইয়াছি যে, দেখিতে পাই না । ৪ আমার হৃদয় দুপ দুপ করিতেছে, মহাত্রাস আমাক ভয়গ্ৰস্ত করিতেছে ; আমি যে সন্ধ্যাকাল ভাল বাসিয়াছিলাম, তাই তিনি আমার পক্ষে ভয়ানক করিলেন। ৫ মেজ প্রস্তুত,প্রহরিগণ নিযুক্ত, ভোজন পান চলিতেছে; হে সেনাপতিগণ, উঠ, আপন আপন ঢাল তৈলাক্ত ও কর । বস্তুতঃ প্রভু আমাকে এই কথা কহিলেন, যাও, এক জন প্রহরী নিযুক্ত কর ; সে যাহা যাহা দেখিবে, ৭ তাহার সংবাদ দিউক । যখন সে দল দেখে, দুই দুই জন করিয়া অশ্বারোহীদিগকে, গর্দভের দল, উঞ্জের দল দেখে, তখন সে যথাসাধ্য সাবধানে কর্ণপাত করবে। ৮ তার সে সিংহবৎ উচ্চ শব্দ করিয়া কহিল, হে প্ৰভু, তামি দিলমানে নিরন্তর প্রহরি-দুর্গে দাড়াইয়। থাকি, এবং রাত্রিতে রাত্রিতে আপন পাহার-স্থানে দণ্ডীয়৯ মান রহিয়াছি। আর দেখ, এক দল লোক আসিল ; অশ্বারোহীর দুই দুই জন করিয়৷ আসিল । আর সে প্রত্যুত্তর করিয়া কহিল, ‘ পড়িল, বাবিল পড়িল, এবং তাহার দেবগণের সমস্ত ক্ষোদিত প্রতিমা ভাঙ্গিয়৷ ১• ভূমিসাৎ হইল। হে আমার মর্দনীয় শস্ত, আমার খামারের সন্তান, আমি বাহিনীগণের সদাপ্রভুর, ইস্রায়েলের ঈশ্বরের কাছে যাহ। শুনিয়াছি, তাহ তোমাদিগকে জ্ঞাত করিলাম। ১১ দূম বিষয়ক ভারবাণী । কেহ সেয়ীর হইতে আমাকে ডাকিয়া কহিতেছে, ১২ প্রহরি, রাত্রি কত ? প্রহরি, রাত্রি কত ? প্রহরী বলিল, প্রাতঃকাল আদিতেছে এবং রাত্রিও আদিতেছে , যদি জিজ্ঞাসা করিবে, তবে জিজ্ঞাসা করিও; ফিরিয়া আসিও । S আরব বিষয়ক ভারবাণী । হে দদানীয় পথিকদল-সমুহ, তোমরা তারবে বনের ১৪ মধ্যে রাত্রি যাপন করবে। তোমরা তুষিতের কাছে জল আন ; হে টেম। দেশবাসীরা, তোমরা অন্ন লইয়। ১ : পলাতকদের সহিত সাক্ষাৎ কর। কেনন। তাহার খড়েগর সম্মুখ হইতে, নিস্কোষিত খড়েগর, আকষিত ধনুর ও ভারী যুদ্ধের সম্মুখ হইতে পলায়ন করিল। ১৬ বস্তুতঃ প্রভু আমাকে এই কথা কহিলেন, বেতনজীবীর বৎসরের দ্যায় অীর এক বৎসরকাল মধ্যে কেদরের ১৭ সমস্ত প্রতাপ লুপ্ত হইবে ; আর কেদরবংশীয় বীরগণের মধ্যে অল্প ধনুৰ্দ্ধর মাত্র অবশিষ্ট থাকিবে, কারণ যিশাইয় । সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলিয়াছেন। о. т. 37 ] ● रैR দর্শনোপত্যক। বিষয়ক ভারবাণী । এখন তোমার কি হইয়াছে যে, তোমার নিবাসি২ গণ সকলে গৃহের ছাদে উঠিয়াছে ? হে কলরবপূর্ণ, কোলাহলযুক্ত নগরি, উল্লাসপ্রিয় পুরি, তোমার নিহত৩ গণ খড়গহত নয়, তাহার। যুদ্ধে মৃত নয়। তোমার শাসনকৰ্ত্তার। সকলে একবারে পলায়ন করিল : ধন্থদ্ধরগণ কর্তৃক বদ্ধ হইল ; তোমার মধ্যে যে সকল লোক পাওয়া গেল, তাহার। একবারে বদ্ধ হইল, ৪ তাহার দূরে পলায়ন করিল। এই নিমিত্তে আমি বলিলাম, আমাকে ছাড়িয় অন্ত দিকে দৃষ্টিপাত কর, আমি তীব্র রোদন করিব ; আমার জাতিরূপ কষ্ঠীর সৰ্ব্বনাশ বিষয়ে আমাকে সান্তন করিতে চেষ্টা করিও ও না । কেননা প্রভু, বাহিনগণের সদাপ্রভু হইতে কোলাহলের, দলনের ও ব্যাকুলতার দিন দর্শনোপত্যকায় উপস্থিত ; ভিত্তি ভগ্ন হইতেছে ও তীৰ্ত্তনাদ ও পৰ্ব্বত পর্য্যন্ত যাইতেছে। তার এলম তুণ ধারণ করেন, তাহার সহিত পদাতিক ও অশ্বারোহিগণের দল ; ৭ এবং কীরের লোক ঢাল অনাবৃত করিল। তোমার উত্তম উত্তম তলভূমি রথে পরিপূর্ণ হইল, ও অশ্বারোহি৮ গণ পুরদ্বারের কাছে সসজ্জ হুহল । আর তিন যিছুদার আচ্ছাদন খুলিয়া ফেলিলেন ; আর সেই দিন তুমি ৯ বনগৃহে রণসজ্জার প্রতি দৃষ্টি করিলে। আর তোমর দায়ুদ-নগরের ভগ্নস্থানগুলি দেখিলে ; বাস্তবিক সে সকল অনেক ; ও নীচস্থ সরোবরের জল একত্র ১• করিলে; এবং যিরশালেমের গৃহ সকল গণনা করিলে, ও প্রাচীর দৃঢ় করণাথে গৃহ সকল ভাঙ্গিয় ফেলিলে। ১১ আর তোমরা পুরাতন পুষ্করিণীর জলের জন্ত দুই ভিত্তির মধ্যস্থানে সরোবর প্রস্তুত করিলে ; কিন্তু যিনি এই ঘটনা সম্পন্ন করিয়াছেন, তাহার প্রতি দৃষ্টি করিলে না ; যিনি দীর্ঘকালাবধি ইহার সংগঠন ১২ করিয়াছেন, তাহীকে দেখিলে না। আর সেই দিন প্রভু, বাহিনীগণের সদাপ্রভু রোদন, বিলাপ, মস্তক ১৩ মুণ্ডন ও কটিদেশে চট বন্ধন ঘোষণা করিলেন ; কিন্তু দেখ, আমোদ প্রমোদ, বলদ ঘাতন ও মেষ হনন, মাংস ভক্ষণ ও দ্রীক্ষারস পান । তাইস, তামরা ১৪ ভোজন পান করি, কেননা কল্য মরিব । তার আমার কর্ণগোচরে বাহিনীগণের সদাপ্রভু আপনাকে প্রকাশ করিলেন, সত্যই, মরণকাল পৰ্য্যন্ত তোমাদের এই অপরাধের প্রায়শ্চিত্ত করা যাইবে না, ইহা প্ৰভু, বাহিনীগণের সদাপ্রভু, কহেন। o ১৫ প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, এই কথা কহেন, তুমি ঐ কোষাধ্যক্ষের নিকটে, তথাৎ বাটীর অধ্যক্ষ শিবৃনের ১৬ নিকটে গিয়া তাহকে বল, এখানে তোমার কি ? এখানে তোমার কেই বা আছে যে, তুমি আপনার জন্য এখানে কবর খনন করিয়াছ ? এত উচ্চস্থানে আপনার কবর খনন করিয়াছে, আপনার নিমিত্তে ১৭ শৈলে আগার খনন করিয়াছে। দেখ, হে বীর, সদাপ্রভু 577