পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& S 3 নিৰ্ম্মাণ করিয়াছেন, ও তোমার সাহায্য কfরবেন, সেই সদাপ্রভু এই কথা কহেন, হে আমার দাস যাকোব, হে ৩ আমার মনোনীত যিশুরাণ, ভয় করিও না । কেননা আমি ভূষিত ভূমির উপরে জল, এবং শুষ্ক স্থানের উপরে জলপ্রবাহ ঢালিয়া দিব ; আমি তোমার বংশের উপরে আপন আত্মা, তোমার সন্তানদের উপরে আপন ৪ আশীৰ্ব্ববাদ, ঢালিব । জলস্রোতের ধীরে যেমন বাইশী বৃক্ষ, তেমনি তৃণের মধ্যে তাহার অঙ্কুরিত হইবে । ৫ এক জন বলিবে, আমি সদাপ্রভুর ; আর এক জন যাকোবের নামে অভিহিত হইবে ; এবং আর এক জন আপন হস্তে লিখিবে ’সদাপ্রভুর উদেশে, ও ইস্রায়েল নামে উপাধি গ্রহণ করিবে । সদাপ্রভুর ঈশ্বরত্ব। প্রতিমাপূজার অসঙ্গতত । ৬ সদাপ্রভু, ইস্রায়েলের রাজা, তাহীর মুক্তিদাতা, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমিই আদি, আমিই অন্ত, আমি ভিন্ন আর কোন ঈশ্বর নাই । ৭ আমার স্থায় কে ডাকিবে, ও তাহা জ্ঞাত কারবে, এবং আমার জন্ত তাহ বিদ্যাস করিবে—যে অবধি তামি পুরাকালীন প্রজাবৃন্দকে স্থাপন করিয়াছিলাম ? আর যাহা যাহ। আসিতেছে, এবং যাহা যাহা ঘটিবে, ৮ উহারা তাহ জ্ঞাত করুক। তোমরা কম্পান্বিত হইও না, ভয় করিও না ; আমি কি পূর্ববাবধি তোমাদিগকে শুনাই নাই ও জানাই নাই ? আর তোমরাই আমার সাক্ষী । আমি ভিন্ন আর কোন ঈশ্বর কি আছে ? অদ্য ৯ শৈল নাই, আমি কাহাকেও জানি না। ক্ষোদিত প্রতিমার নিৰ্ম্মাতারা সকলে অবস্তু, তাহদের পুত্তলিরতু সকল উপকারী নয় ; এবং তাহীদের নিজের সাক্ষিগণ দেখে না, জানে না, যেন তাহার লজ্জাপ্রাপ্ত হয় । ১০ কে দেবতা নিৰ্ম্মাণ করিয়াছে, বা যাহা উপকারী নয়, ১১ এমন প্রতিম। ঢালিয়াছে ? দেখ, তাহার সমস্ত সহায় লজ্জিত হইবে ; সেই শিল্পকরেয়া মৰ্ত্ত্যমাত্র, তাহার সকলে একত্র হউক, উঠিয় দাড়াউক ; তাহার একে১২ বারে কম্পান্বিত ও লজ্জিত হইবে । কৰ্ম্মকার অস্ত্র [নিৰ্ম্মাণ করে), তপ্ত অঙ্গারে পরিশ্রম করে, হাতুড়ি দ্বারা তাহ গড়ে, নিজ বলবান বাহু দ্বার। তাহ প্রস্তুত করে ; আবার সে ক্ষুধিত হইয়। দুর্বল হয়, জল পান ন৷ ১৩ করিয়। ক্লান্ত হয়। স্বত্রধর সূত্রপাত করে, সে সিন্দুর দ্বার। তাহার আকৃতি লেখে, তাহীতে রেদ বুলায়, কম্পাস দিয়া তাহার আকার নিরূপণ করে, এবং পুরুষের আকৃতি ও মনুষ্যের সৌন্দৰ্য্য অনুসারে তাহ নিৰ্ম্মাণ করে, যেন তাহ বাটীতে বাস করিতে পারে। ১৪ কেহ আপনার নিমিত্তে এরস বৃক্ষ ছেদন করে, তর্স ও অলেীন বৃক্ষ গ্রহণ করে, বনতরগণের মধ্যে কোন দৃঢ় বৃক্ষ মনোনীত করে ; সে শরল বৃক্ষ রোপণ করে, আর ১৪ বৃষ্টি তাহ পালন করে। পরে তাহা জ্বালানি কাষ্ঠ হইয়। মসুয্যের ব্যবহারে আইসে ; সে তাহার কিছু যিশাইয়। ペ> [ 8 8 ; ० - २¢ । লইয়৷ আগুন পোহয়; আবার তুন্দুর তপ্ত করিয়া রুটী পাক করে ; আবার এক দেবতা নিৰ্ম্মাণ করিয়া তাহার কাছে প্ৰণিপাত করে, এক প্রতিমা নিৰ্ম্মাণ করিয়া তাহার কাছে দণ্ডবৎ হয় । সে তাহার এক অংশ আগুনে পোড়ায়, অন্ত অংশ দ্বারা মাংস [পাক করিয়া] ভোজন করে, শুল্য মাংস প্রস্তুত করিয়া তৃপ্ত হয়, আবার আগুন পোহাইয়া বলে, আহ, আমি আগুন পোহাইলাম, আগুনের তাপ লইলাম । আর সে তাহার অবশিষ্ট অংশ দ্বারা এক দেবতা, আপনার জন্ত এক প্রতিম, নিৰ্ম্মাণ করে, সে তাহার কাছে দণ্ডবৎ হয় ও প্ৰণিপাত করে এবং তাহার কাছে প্রার্থন করিয়া বলে, আমাকে উদ্ধার কর, কেননা তুমি আমার দেবতা । তাহারা জানে না ও বিবেচনা করে না : কেনন। তিনি তাহীদের চক্ষু বদ্ধ করিয়াছেন, তাই তাহারা দেখিতে পায় না : তাহাদের চিত্ত বদ্ধ করিয়াছেন, তাই তাহারা বুঝিতে পারে না। কেইই মনে করে না, কাহারও এমন জ্ঞান কি বুদ্ধি নাই যে বলিবে, আমি ইহার এক অংশ আগুনে পোড়াইয়াছি, আবার ইহার তপ্ত অঙ্গারে রুট পাক করিয়াছি, আমি শুল্য মাংস প্রস্তুত করিয়া ভোজন করিয়াছি, তবে ইহার অবশিষ্ট অংশ দ্বারা কি ঘূণার্হ বস্তু নিৰ্ম্মাণ করিব ? কাষ্ঠখণ্ডের কাছে কি দণ্ডবৎ হইব ? সে ভস্মভোজী, মুগ্ধ চিত্ত তাতাকে ভ্রান্ত করিয়াছে ; সে আপন প্রাণ উদ্ধার করিতে পারে না, এবং ইহাও বলে না যে, আমার দক্ষিণ হস্তে কি মিথ্যা কথা নাই ? হে যাকোব, হে ইস্রায়েল, তুমি এই সকল স্মরণ কর, কেননা তুমি আমার দাস, আমি তোমাকে গঠন করিয়াছি ; তুমি আমার দাস . হে ইস্রায়েল, তুমি ২২ আমার স্মরণ হইতে ভ্ৰষ্ট হইবে না। আমি তোমার অধৰ্ম্ম সকল কুজঝটিকার স্থায়, তোমার পাপ সকল মেঘের স্তায় যুঢ়াইয়। ফেলিয়াছি ; তুমি আমার প্রতি ফির, কেনন। আমি তোমাকে মুক্ত করিয়াছি । হে স্বৰ্গ সকল, তোমরা আনন্দ-রব কর, কেননা সদাপ্রভু কাৰ্য্য সাধন করিয়াছেন : হে পৃথিবীর অধঃস্থান সকল, জয় জয় ধ্বনি কর : হে পৰ্ব্বতগণ, উচ্চৈঃস্বরে আনন্দগান কর, হে কানন ও তন্মধ্যস্থ সমস্ত বৃক্ষ, [তোমরাও কর]; কেননা সদাপ্রভু যাকোবকে মুক্ত করিয়াছেন, এবং ইস্রায়েলের মধ্যে আপনাকে শোভান্বিত করিবেন। ঈশ্বর-নিরূপিত নিস্তারকর্তার কথা । তোমার মুক্তিদাতা এবং গৰ্ত্তাবধি তোমার গঠনকারী সদাপ্রভু এই কথা কহেন, আমি সদাপ্রভু সৰ্ব্ব-নিৰ্ম্মাতা, আমি একাকী আকাশমণ্ডল বিস্তার করিয়াছি, আমি ২৫ ভুতল বিছাইয়াছি ; আমার সঙ্গী কে ? [সদাপ্ৰভু ] বাচলিদিগের চিহ্ন সকল ব্যৰ্থ করেন, ও মস্তজ্ঞদেগকে উন্মত্ত করেন, তিনি জ্ঞানবনূদিগকে হট হয়৷ দেন, >W。 S q ՖԵ 3 సె ২০ చిలి 8 594