পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

=o ; २० -- > ० ; >२ । ] আনীত না হইয়া ক্ষেত্রে থাকিবে, তাহদের উপরে ২০ শিলাবৃষ্টি হইবে, আর তাহারা মরিবে। তথন ফরেীণের দাসগণের মধ্যে যে কেহ সদাপ্রভুর বাক্যে ভীত হইল, সে শীঘ্র আপন দাস ও পশুদিগকে গৃহমধ্যে ২১ আনিল ; আর যে কেহ সদাপ্রভুর বাক্যে মনোযোগ করিল না, সে আপন দাস ও পশুদিগকে ক্ষেত্রে থাকিতে দিল । পরে সদাপ্ৰভু মেশিকে কহিলেন, তুমি আকাশের দিকে আপন হস্ত বিস্তার কর, তাহাতে মিসর দেশের সৰ্ব্বত্র শিলাবৃষ্টি হইবে, মিসর দেশের মনুষ্য, পশু ও ২৩ ক্ষেত্রস্থ সমস্ত ওষধির উপরে তাহ হইবে। পরে মোশি আপন যষ্টি আকাশের দিকে বিস্তার করিলে সদাপ্রভু মেঘগর্জন করাইলেন, ও শিলাবৃষ্টি বর্ষাইলেন, এবং অগ্নি ভূমির উপরে বেগে আসিয়া পড়িল; এইরূপে ২৪ সদাপ্রভু মিসর দেশে শিলাবৃষ্টি বর্ষাইলেন। তাহাতে শিলা, এবং শিলার সহিত মিশ্রিত অগ্নিবৃষ্টিও হওয়াতে তাহ৷ অতি দুঃসহ হইল ; এরূপ শিলাবৃষ্টি মিসর দেশে ২৫ রাজ্য স্থাপনাবধি কখনও হয় নাই । তাহাতে সমস্ত মিসর দেশের ক্ষেত্রস্থ মনুষ্য ও পশু সকলই শিলা দ্বার আহত হইল, ও ক্ষেত্রের সমস্ত ওষধি শিলাবৃষ্টি দ্বারা আহত হইল, আর ক্ষেত্রের সমস্ত বৃক্ষ ভগ্ন হইল। ২৬ কেবল ইস্রায়েল-সন্তানদের বাসস্থান গোশন প্রদেশে শিলাবৃষ্টি হইল না। পরে ফরেীণ লোক পাঠাইয়া মোশি ও হারোণকে ডাকাইয়া কহিলেন, এই বার আমি পাপ করিয়াছি ; সদাপ্রভু ধৰ্ম্মময়, কিন্তু আমি ও আমার প্রজার ২৮ দোষী। তোমরা সদাপ্রভুর কাছে বিনতি কর ; দেবগজ্জন ও শিলাবৃষ্টি যথেষ্ট হইয়াছে ? আমি তোমাদিগকে ছাড়িয়া দিব, তোমাদের আর বিলম্ব ২৯ হইবে না। তখন মোশি তাহাকে কহিলেন, আমি নগর হইতে বাহিরে গিয়াই সদাপ্রভুর দিকে অঞ্জলি বিস্তার করিব, তাহাতে মেঘগজ্জন নিবৃত্ত হইবে ও শিলাবৃষ্টি আর হইবে না, যেন আপনি জানিতে ৩০ পারেন যে, পৃথিবী সদাপ্রভুরই। কিন্তু আমি জানি, আপনি ও আপনার দাসগণ, আপনার এখনও সদা৩১ প্রভু ঈশ্বর হইতে ভীত হইবেন না। তৎকালে মসিন ও যব সকলই আহত হইল, কেনন। যব শীঘযুক্ত ও ৩২ মসিন পুষ্পিত হইয়াছিল। কিন্তু গোম ও জনার বড় ৩৩ না হওয়াতে আহত হইল না। পরে মোশি ফরেীণের নিকট হইতে নগরের বাহিরে গিয়া সদাপ্রভুর দিকে অঞ্জলি বিস্তার করিলেন, তাহাতে মেঘগজ্জন ও শিল্যপতন নিবৃত্ত হইল, এবং ভূমিতে আর জলধার ৩৪ বর্ষিল না । তখন বৃষ্টি, শিলাপাত ও মেঘগজ্জন নিবৃত্ত দেখিয়া ফরেীণ আরও পাপ করিলেন, তিনি ও তাহার ৩৫ দাসগণ আপন আপন হৃদয় ভারী করিলেন । আর ফরেীণের হৃদয় কঠিন হওয়াতে তিনি ইস্রায়েল-সন্তানদিগকে যাইতে দিলেন না; যেমন সদাপ্রভু মোশি দ্বারা বলিয়াছিলেন । 3 R 글 যাত্রীপুস্তক । Go Go অষ্টম ও নবম আঘাত । S ο পরে সুদীপ্ৰভু মোশিকে কহিলেন, তুমি ফারণের নিকটে যাও ; কেননা আমি তাহার ও তাহার দাসগণের হৃদয় ভারী করিলাম, যেন আমি তাহাদের মধ্যে আমার এই সকল চিহ্ন প্রদর্শন করি, ২ এবং আমি মিস্ত্রীয়দের প্রতি যাহা যাহা করিয়াছি, ও তাহদের মধ্যে আমার যে যে চিহ্ন-কাৰ্য্য করিয়াছি, তাহার বৃত্তান্ত যেন তুমি আপন পুত্রের ও পৌত্রের কর্ণগোচরে বল, এবং আমি যে সদাপ্রভু, ইহা তোমর ৩ জ্ঞাত হও । তখন মোশি ও হারেীণ ফরোণের নিকটে গিয়া কহিলেন, সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর, এই কথা কহেন, তুমি আমার সম্মুখে নম্র হইতে কত কাল অসন্মত থাকিবে ? আমার সেবা করণার্থে আমার ৪ প্রজাদিগকে ছাড়িয়া দেও। কিন্তু যদি আমার প্রজাদিগকে ছাড়িয়া দিতে অসম্মত হও, তবে দেখ, আমি ৫ কল্য তোমার সীমাতে পঙ্গপাল আনিব। তাহারা ভূতল এমন আচ্ছন্ন করিবে যে, কেহ ভূমি দেখিতে পাইবে না; এবং শিলাবৃষ্টি হইতে রক্ষিত ও অবশিষ্ট তোমাদের যাহা কিছু আছে, তাহ তাহার। খাইয়া ফেলিবে, এবং ৬ ক্ষেত্রোৎপন্ন তোমাদের বৃক্ষ সকলও থাইবে । আর তোমার গৃহ ও তোমার সমস্ত দাসের গৃহ ও সমস্ত মিশ্ৰীয় লোকের গৃহ সকল পরিপূর্ণ হইবে ; পৃথিবীতে তোমার পিতৃপুরুষদের ও তাহদের পিতৃপুরুষদের জন্মাবধি অদ্য পৰ্য্যন্ত কখনও তদ্রুপ দেখা যায় নাই । তখন তিনি মুখ ফিরাইয় ফরেণের নিকট হইতে বাহির গেলেন । ৭ আর ফরেীণের দাসগণ র্তাহাকে কহিল, এ ব্যক্তি কত কাল আমাদের ফাদ হইয়া থাকিবে ? এই লোকদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করণার্থে ইহাদিগকে ছাড়িয়া বিউন ; আপনি কি এখনও বুঝিতেছেন না যে, ৮ মিসর দেশ ছারখার হইল ? তথন মোশি ও হারোণ ফরেীণের নিকটে পুনকবার আনীত হইলেন ; আর তিনি তাহাদিগকে কহিলন, যাও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা কর গিয়া ; কিন্তু কে কে যাইবে ? ৯ মোশি কহিলেন, আমরা আমাদের শিশু ও বৃদ্ধদিগকে, আমাদের পুত্রকন্যাগণকে এবং গো-মষাদি পালও সঙ্গে লইয়। যাইব, কেননা সদাপ্রভুর উদেশে আমাদের ১০ উৎসব করিতে হইবে । তখন ফরেীণ তাহাদিগকে কহিলেন, সদাপ্রভু তোমাদের সেইরূপ সহবৰ্ত্তী হউন, যেরূপ আমি তোমাদিগকে ও তোমাদের শিশুগণকে ১১ ছাড়িয়া দিব ; দেখ, অনিষ্ট তোমাদের সম্মুখে। তাহ। হইবে না ; তোমাদের পুরুষের গিয়া সদাপ্রভুর সেব করুক ; কারণ তোমরা ত ইহাই চাহিতেছ। পরে তাহারা ফরেণের সম্মুখ হইতে দূরীকৃত হইলেন। ১২ পরে সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি দেশের উপরে পঙ্গপলির জন্ত হস্ত বিস্তার কর, তাহাতে তাহার মিসর দেশে আসিয়া ভূমির সমস্ত 55