বিষয়বস্তুতে চলুন

পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

も88 করিয়াছ ; যাহাদিগকে মুক্ত করিয়া তাহীদের বাঞ্ছামতে বিদায় দিয়াছিলে, তাহাদিগকে প্রত্যেক জন আপন আপন দাস দাসী করিয়াছ, তোমরা তাহtদিগকে আপনাদের দাস দাসী করিবার জন্ত বশীভুত ১৭ করিয়াছ। এই জন্ত সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন ভ্রাতার ও প্রতিবাসীর মুক্তি ঘোষণা করিতে আমার বাক্যে অবধান কর নাই ; অতএব সদাপ্রভু কহেন, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে খড়গ, মহামারী ও দুর্ভিক্ষের মুক্তি ঘোষণা করিতেছি, আমি তোমাদিগকে পৃথিবীস্থ সমস্ত রাজ্যে ভাসিয় বেড়াই১৮ বার জন্ত সমপণ করিব । যে লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করিয়াছে, যাহার। আমার সাক্ষাতে নিয়ম করিয়। তাহার কথা পালন করে নাই, গোবৎসকে দুই খণ্ড করিয়া তন্মধ্য দিয়া গমন করিয়াছে, আমি ১৯ তাহাদিগকে সমপণ করিব ; যিহুদার অধ্যক্ষগণ, যিক্সশালেমের অধ্যক্ষগণ, নপুংসকগণ, যাজকগণ ও দেশের সমস্ত প্রজ, যাহারা গোবৎসটার দুই খণ্ডের মধ্য দিয়া ২• গমন করিয়াছে, তাহtiদগকে আমি তাহদের শক্রগণের হস্তে ও প্রাণনাশে সচেষ্ট লোকদের হস্তে সমর্পণ করিব ; তাহাতে তাহদের শব আকাশের পক্ষিগণের ২১ ও ভূমির পশুদের খাদ্য হইবে। আর যিহ্ৰদ। রাজ সিদিকিয়কে ও তাঁহার অধ্যক্ষগণকে আমি তাহাদের শক্রগণের ও প্রাণনাশে সচেষ্ট লোকদের হস্তে, হী, বাবিল-রাজের যে সৈন্তগণ তোমাদের নিকট হইতে ২২ উঠির গিয়াছে, তাহদের হস্তে সমর্পণ করিব। সদাপ্রভু কহেন, দেখ, আমি আজ্ঞা দ্বারা তাহাদিগকে এই নগরে ফিরা হয়। আনিব ; আর তাহার এই নগরের বিরুদ্ধে যুদ্ধ কfরয়। ইহা হস্তগত করবে, ও আগুনে পোড়াহয় দিবে ; আর আমি যিহূদর সকল নগরকে নিবাসি-বিহীন ধবংসস্থান করব। রেখবীয়দের বাধ্যতা ও ইস্রায়েলের অবাধ্যত । Վ)(Ծ যোশিয়ের পুত্ৰ যিহূদী রাজ যিহোয়াকমের সময়ে সদা প্রভু হইতে এই বাক্য ষিরমিয়ের ২ নিকটে উপস্থিত হইল। তুমি রেগবয় কুলজাত লোকদের নিকটে গিয় তাহদের সহিত আলাপ কর, এবং সদাপ্রভুর গৃহের এক কুঠরীতে তানিয়। তাহা৩ দিগকে পানার্থে দ্র। ক্ষীরস দেও। তখন আমি হবৎসিনিয়ের পোভ্ৰ যিরiময়ের পুত্র যাসিনিয়.ক, তাহার ভ্রাতৃগণকে ও সকল পুত্রকে এবং রেথবীয়দের সমস্ত ৪ কুলকে সঙ্গে লইলাম ; আমি তাহাদিগকে সদাপ্রভুর গৃহে ঈশ্বরের লোক যিগলিয়ের পুত্ৰ হাননের সন্তানদের কুঠরীতে লইয়। গেলাম ; শল্লমের পুত্র মাসেয় নামক দ্বারপালের কুঠরীর উপরে অধ্যক্ষগণের যে * কুঠরী, [উক্ত কুঠরী ] তাহার পার্শ্বে স্থিত । পরে অী ম ত্ৰাক্ষরসে পুর্ণ কতিপয় ভাণ্ড ও কতকগুলি বাটি যিরমিয় . [ ৩৪ ; ১৭ – ৩৫ ; ১৬ । রেথীয় কুলজীত লোকদের সম্মুখে রাখিয় তাহাও দিগকে কহিলাম, তোমরা দ্রীক্ষারস পান কর । কিন্তু তাহার। কহিল, তামরা দ্রাক্ষারস পান করিব না, কেননা আমাদের পিতৃপুরুষ রেখবের পুত্ৰ যিহোনাদব আমাদিগকে এই আজ্ঞ দিয়াছেন, তোমরা ও তোমাদের সন্তানগণ কেহ কথনও দ্র। ক্ষারস পান করিবে ৭ না ; আর গৃহ নিৰ্ম্মাণ, বীজ বপন ও দ্রাক্ষাক্ষেত্রের চাস করিবে না, এবং এই সকলের অধিকারী হইবে না, কিন্তু যাবজ্জীবন তাম্বুতে বাস করবে ; যেন, তোমরা যে স্থানে প্রবাস করিতেছ, সেই দেশে দীর্ঘ৮ জীবী হও । অতএব আমাদের পিতৃপুরুষ রেগবের পুত্ৰ যি হানাদব আমাদিগকে যে সকল আজ্ঞ। দিয়াছেন, তদনুসারে আমরা তাহার বাক্য পালন করিয়া আসিতেছি । ফলতঃ দ্রাক্ষারস পান কর। যাবজ্জীবন আমাদের ও আমাদের স্ত্রী পুত্ৰ কস্তাদের ৯ অকৰ্ত্তব্য, এবং আমাদের বাসের জন্ত গৃহ নিৰ্ম্মাণ করাও অকৰ্ত্তব্য ; আর দ্রাক্ষাক্ষেত্র, শস্তক্ষেত্র ব৷ ১• বীজ আমাদের নাই ; কিন্তু আমরা তাম্বুবাদী, এবং আমাদের পিতৃপুরুষ যিহোনাদব আমাদিগকে যে সমস্ত অজ্ঞা দিয়াছেন, সেই সকল মানিয়। তদনুসারে ১১ কৰ্ম্ম করিয়া আসিতেছি। কিন্তু বাবিল-রাজ নবুখদু: রিৎসর যখন এই দেশের মধ্যে আসিলেন, তখন আমরা কহিলাম, আইস, আমরা কলদীয় সৈম্ভের সন্মুখ হইতে ও আরামীয় সৈন্তের সম্মুখ হইতে fযরশালেমে চলিয়৷ যাই ; এই জন্ত আমরা যিরশালেমে বাস করিতেছি। ১২ পরে যিরমিয়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপ১৩ স্থিত হইল, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়লের ঈশ্বর, এই কথা কহেন, তুম গিয়া যিgদর লোকদিগকে ও ষিরশালেম নিবাসাদগকে বল, সদাপ্রভু কহেন, তোমরা আমার বাক্য পালন করিবার জন্ত কি উপ১৪ দেশ গ্রহণ করিবে না ? রেখবের পুত্ৰ যিহোনাদব আপন সন্তানদিগকে দ্রাক্ষারস পান করি-ত বারণ করিলে তাহার সেই বাক্য অটল হইয়াছে ; অদ্যাবধি তাহারা দ্রাক্ষারস পান করে না, কারণ তাহার। আপনাদের পিতৃপুরুষের আজ্ঞা মনে ; কিন্তু আমি তোমাদের কাছে কথা বলিয়াছি, প্রত্যুষে উঠিয়া বলিয়াছি, তথাপি তোমরা আমার কথায় অবধান কর ১৫ নাই । আমি আপনার সমস্ত দাস ভাববাদিগণকে তোমাদের কাছে প্রেরণ করিয়াছি, প্রত্যুষে উঠিয়৷ প্রেরণ করিয়া তোমাদিগকে বলিয়।iছ, তোমরা আপন আiপন কুপথ হইতে ফির, তোমাদের আচার ব্যবহার শুদ্ধ কর, এবং অন্ত দেবগণের সেব করণার্থে তাইদের পশ্চাদগামী হইও না ; তাহাতে আtiম তোমাদিগকে ও তোমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, তাহার মধ্যে তোমরা বাস করিবে ; কিন্তু তোমর কৰ্ণপাত কর নাই, এবং আমার কথায় অবধান কর ১৬ নই। রেখবের পুত্ৰ যিহেনদিব যাহ আজ্ঞা করিয়াছিল, তাহার সন্তানের তাহাই অটল রূপে পালন 644