৩৭ ৪ কিন্তু কেহ বুদ্ধে গমন করে না, কেননা আমার ক্রোধ ১৫ তথাকার সমস্ত লোকারণ্যের প্রতি উপস্থিত। বাহিরে খড়গ এবং ভিতরে মহামারী ও দুভিক্ষ । যে ৰাক্তি ক্ষেত্রে থাকিবে, সে খড়েগ মরিবে ; যে নগরে থাকিবে, ১৬ দুভিক্ষ ও মহামারী তাহাকে গ্রাস করবে। কিন্তু তাহদের মধ্যে যাহার। উত্তীর্ণ হয়, তাহার রক্ষা পাইবে, তাহার পববতগণের উপরে থাকিয়া উপত্যকাস্থ যুযুর স্তায় হইবে, সকলে আপন আপন অপরাধের ১৭ নিমিত্তে বিলাপ করিবে। সকলের হস্ত দুৰ্ব্বল হইবে, ১৮ সকলের হাটু জলবৎ দ্রব হইবে। তাহার কটিদেশে চট বাধিবে, মহাত্রাসে আচ্ছন্ন হইবে, সকলের মুখে কালি পড়িবে, তাহদের সকলের মস্তকে টাক পড়িবে। ১১ তাহার। আপন আপন রৌপ্য চকে ফেলিয়৷দিবে, তাহাদের সুবর্ণ অশুচি বস্তু হইবে ; সদাপ্রভুর ক্রোধের দিনে তাহাদের স্বর্ণ কি রৌপ্য তাহাদিগকে রক্ষা করিতে পরিবে না, তাহা তাহদের প্রাণ তৃপ্ত, কিম্বা তাহাদের উদর পুর্ণ করিবে না, কেননা তাহাই তাহদের অপরাধ২• জনক বিঘ্ন হইয়াছে । তাহার। আপনাদের মনোহর আভরণের শ্লাঘা করিত, এবং তাহ দিয়া আপন আপন ঘূর্ণিত বস্তু সকলের প্রতিমা ও জঘন্ত বস্তু গড়িত, এ কারণ আমি তাহ তাহদের অশুচি বস্তু করিলাম। ২১ আর আমি তাহ মৃগয়ার বস্তুরূপে বিদেশীয়দের হস্তে, ও লুটদ্রব্যরূপে পৃথিবীর দুষ্ট লোকদের হস্তে সমর্পণ ২২ করিব, তাহার। তাহ অপবিত্র করিবে । আর আম তাহাদের হইতে আমার মুখ ফিরাইব, তাহাতে আমার গুপ্ত কোষ অপবিত্রীকৃত হইবে, দহ্যগণ তাহার মধ্যে প্রবেশ করিয়। তাহ অপবিত্র করিবে । তুমি শৃঙ্খল প্রস্তুত কর,কেননা দেশ রক্তপাতঙ্কগ অপরাধে পরিপূর্ণ, এবং মগর দৌরাত্ম্যে পরিপূর্ণ। ২৪ তজ্জন্ত আমি জাতিগণের মধ্যে দুষ্টাদগকে আনিব, তাহারা উহাদের গৃহ সকল অধিকার করিবে; আমি বলবানদিগের শ্লাঘা চুৰ্ণ করিব ; আর তাহাদের ২৫ পবিত্র স্থান সকল অপবিত্র হইবে। সংহার আসিতেছে, তাহার। শান্তির অন্বেষণ করিবে, কিন্তু তাহ ২৬ মিলিবে না। বিপদের উপরে বিপদ ঘটিবে, জনরবের উপরে জনরব হইবে ; আর তাহারা ভাববাদীর নিকটে দর্শনের চেষ্টা করবে, কিন্তু যাজকের ব্যবস্থ-জ্ঞান ২৭ ও প্রাচীন লোকদের মন্ত্রণ লোপ পাইবে । রাজ৷ শোকাকুল ও অমাত্য উৎসন্নতারূপ পরিচ্ছদে পরিচ্ছন্ন হইবে, ও দেশের প্রজাগণের হস্ত কঁাপিবে ; আমি তাহীদের প্রতি তাহদের আচারানুরূপ ব্যবহার করিব, ও তাহদের বিচারানুসারে তাহদের বিচার করিব : তাহাতে তাহার। জানিবে যে, আমিই সদাপ্ৰভু । যিহুদীদের পাপ ও শাস্তি বিষয়ক দশন । br ষষ্ঠ বৎসরের ষষ্ঠ মাসে, মাসের পঞ্চম দিনে আমি আপন গৃহে উপবিষ্ট ছিলাম, এবং যিহুদার প্রাচীনবর্গ আমার সম্মুখে উপবিষ্ট ছিল, এমন সময়ে చిలి ফিহিঙ্কেল । [ ● 5 >cーレs >s প্রভু সদাপ্রভু সেই স্থানে আমার উপরে হস্তীর্পণ ২ করিলেন। তাহাতে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, অগ্নির আকারের স্থায় এক মূৰ্ত্তি : তাহার কটির আকৃতি অবধি নীচের দিকে অগ্নিময়, এবং কটি অবাধ উপরের দিকে যেন জ্যোতির আকুতি ও প্রতপ্ত ও ধাতুর প্রভ । তিনি এক হস্তমূৰ্ত্তি বিস্তার করিয়া আমার মস্তকের কেশগুচ্ছ ধরিলেন, তাহাতে আত্মা আমাকে তুলিয়। পৃথিবী ও আকাশের মধ্যপথে লইয়। গেলেন, এবং ঈশ্বরীয় দর্শনক্রমে যিরশালেমে উত্তরাভিমুখ ভিতর-দ্বারের প্রবেশ স্থানে বসাইলেন ; সেই স্থানে অন্তর্জাল-জনক অন্ত জ্বালার প্রতিমা স্থাপিত ছিল। ৪ আর দেখ, সমস্থলীতে যে দৃষ্ঠ আমি দেখিয়াছিলাম সে স্থানে ইস্রায়েলের ঈশ্বরের সেইরূপ প্রতাপ রহিও য়াছে । তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, তুমি চক্ষু তুলিয়৷ উত্তরদিকে দৃষ্টি কর । তাহাতে আমি উত্তরদিকে চক্ষু তুলিলাম, আর দেখ, যজ্ঞবেদির দ্বারের উত্তরে, প্রবেশ-স্থানে ঐ অন্তজালার প্রতিম! ৬ রহিয়াছে । আর তিনি আমাকে কহিলেন, হে মনুষ্যসন্তান, ইহার কি করে, কি দেখিতেছ ? ইস্রায়েল-কুল আমার ধৰ্ম্মধাম হইতে আমাকে দুর করণাথে এখানে মহা মহী ঘুণাই কাৰ্য্য করতেছে । কিন্তু ইহার পরেও তুমি আবার কত মহ। ঘূণই কাৰ্য্য দেখিবে । ৭ তখন তিনি আমাকে প্রাঙ্গণের দ্বারে আনিলেন, এবং আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, ৮ ভিত্তির মধ্যে এক ছদ্র । তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, এই ভিত্তি খুদ ; যখন আমি ৯ সেই ভিত্তি খুদিলাম, দেখ, একটা দ্বার। তিনি আমাকে কহিলেন, তুমি ভিতরে গিয়া দেখ, তাহার ১০ এখানে কি কি দুষ্ট ঘূণাৰ্ছ কাৰ্য্য করিতেছে । তাহাতে আমি ভিতরে গিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখ, সৰ্ব্বপ্রকার সরীস্বপের ও ঘৃণ্য পশুর আকৃতি, এবং ইস্রায়েল-কুলের সমস্ত পুত্তলি চারিদিকে ভিত্তির গাত্রে ১১ চিত্রিত রহিয়াছে ; আর তাহীদের সম্মুখে ইস্রায়েলকুলের প্রাচীনবর্গের সত্তর জন পুরুষ দণ্ডায়মান, এবং তাহাদের মধ্যস্থানে শাফনের পুত্ৰ যাসনিয় দণ্ডায়মান, আর প্রত্যেকের হস্তে এক এক ধুনাচি ; আর ধূপ১২ মেঘের সৌরভ উদ্ধে উঠিতেছে। তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, ইস্রায়েল-কুলের প্রাচীনবর্গ অন্ধকারে, প্রত্যেকে আপন আপন ঠাকুর-ঘরে, কি কি কায্য করে, তাহা কি তুমি দেখিলে । কারণ তাহারা বলে, সদাপ্রভু আমাদিগকে দেখিতে পান না, ১৩ সদাপ্রভু দেশ ত্যাগ করিয়াছেন। তিনি আমাকে আরও কহিলেন, ইহার পরেও তুমি আবার তাহদের কুত কত মহী ঘুণহি কাৰ্য্য দেখিবে । পরে তিনি সদাপ্রভুর গৃহের উত্তরদিকের দ্বারের প্রবেশ-স্থানে আমাকে আনিলেন ; আর দেখ, সেখানে স্ত্রীলোকের বসিয়৷ তন্মুষ দেবের ] জন্ত রোদন কার 38 674
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৮৪
অবয়ব