পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শু ৭ ৩ চারি পার্থে গমন করিত ; গমনকালে ফিরিত না ; যে স্থান মস্তকের সম্মুখ, সেই স্থানে তাহার। তাহার পশ্চাৎ ১২ গমন করিত, গমনকালে ফিরিত না । আর তাহীদের সববাঙ্গ, তাহদের পৃষ্ঠ, হস্ত ও পক্ষ এবং চক্র সকল চারিদিকে চক্ষুতে পরিপূর্ণ ছিল, চারিটার চক্রে চক্ষু ! ১৩ ছিল । আর আমি শুনিলাম, সেই চক্রগুলিকে কেহ ১৪ উচ্চৈঃস্বরে কহিল, ঘূর্ণায়মান [চক্র]। প্রত্যেক প্রাণীর চারি মুখ ; প্রথম মুখ করূবের মুখ, দ্বিতীয় মুখ মানুষের মুখ, তৃতীয় সিংহের মুখ ও চতুর্থ ঈগল পক্ষীর মুখ । ১৫ তখন করবের উদ্ধে উঠিল। আমি কবীর নদীর ১৬ তীরে সেই প্রাণীকে দেখিয়াছিলাম। করবদের গমনকালে চক্রগুলিও তাহদের পাশ্বে পার্থে যাহত : এবং করবের যখন ভূতল হইতে উদ্ধে গমনার্থে আপন আপন পক্ষ উঠাইত, চক্রগুলিও তখন তাহদের পাশ্ব ১৭ ছাড়িত না । উহার দাড়াইলে ইহারাও দাড়াইত, এবং উহার উঠিলে ইহারাও একসঙ্গে উঠিত, কেনন। ঐ চক্রগুলিতে সেই প্রাণীর আত্মা ছিল। পরে সদাপ্রভুর প্রতাপ গৃহের গোবরাটের উৰ্দ্ধ হইতে প্রস্থান করিয়া করবদের উপরে দাড়াইল । ১৯ তখন করবের আমার দৃষ্টিগোচরে প্রস্থানকালে পক্ষ উঠাইয়। ভূতল হইতে উদ্ধগমন করিল ; এবং তাঁহাদের পাশ্বে চক্রগুলিও গমন করিল, পরে করবেরা সদাপ্রভুর গৃহের পুর্বদ্বারের প্রবেশ-স্থানে দাড়াইল ; তখন ইস্রায়েলের ঈশ্বরের প্রতাপ উৰ্দ্ধে তাঁহাদের উপরে ছিল। আমি কবার নদীর নিকটে ইস্ত্ৰীয়েলের ঈশ্বরের বাহন সেই প্রাণীকে দেখিয়াছিলাম ; তার ইহার যে ২১ করব, তাহ জানিলাম। প্রত্যেক প্রাণীর চারি মুখ ও চারি পক্ষ, এবং তাহদের পক্ষের নীচে মনুষ্য২২ হস্তের মূৰ্ত্তি ছিল। আমি কবার নদীর নিকটে যে যে মুখ দেখিয়ছিলাম, সে সকল ইহাদেরই মুখের মূৰ্ত্তি ; ইহার তাহদেরই আকৃতিবিশিষ্ট; বাস্তবক ইহার সেই প্রাণী ; প্রত্যেক প্রাণী সম্মুখ দিকেই গমন করত । SS আবার আত্মা আমাকে উঠাইয়া সদাপ্রভুর গৃহের পুণভিমুখ পূৰ্ব্বদ্বারের নিকটে আনিলেন ; আর দেখ, সেই দ্বারের প্রবেশ-স্থানে পচিশ জন পুরুষ ; এবং তাহদের মধ্যস্থানে আমি অস্বরের পুত্র যাসনিয় ও বনায়ের পুত্র প্লটিয়, লোকদের অধ্যক্ষ এই দুই ২ জনকে দেখিলাম। তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, এই নগরের মধ্যে ইহার অধৰ্ম্মের ৩ সঙ্কল্পকারী ও কুমন্ত্রণাদায়ক ; ইহারাই বলে, গুহ সকল গাথি বার সময় সন্নিকট হয় নাই , ঔ এই [নগর] হাড়ী, ৪ ও আমরা মাংস ৷ অতএব ইহাদের বিরুদ্ধে ভাববাণী বল ; হে মনুখ্য-সন্তান, ভাববাণী বল । שב ই ও যিহিস্কেল । [ e o ; ৫ তখন সদাপ্রভুর আত্মা আমার উপরে নামিয়া আলিলেন, আর তিনি কহিলেন, তুমি বল, সদাপ্রভু এই কথা কহন ; হে ইস্রায়েল-কুল, তোমরা অমুক অমুক কথা বলিয়াছ ; তোমাদের মনে যাহ। যাহা উঠিয়াছে, ৬ সে সকল আমি জানি। তোমরা এই নগরে আপনাদের নিহতগণের সংখ্য বুদ্ধি করিয়াছ, তোমরা নিহত ৭ লোকে এখানকার চক সকল পরিপূর্ণ করিয়াছ। এই কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের যে নিহতদিগকে তোমরা নগরের মধ্যে রাখিয়াছ, তাহারাই মাংস, এবং এই [নগর] হাড়ী ; কিন্তু তোমাদিগকে ৮ ইহার মধ্য হইতে বাহির করা যাইবে । তোমরা খড়েগর ভয় করিয়াছ, আর আমি তোমাদের বিরুদ্ধে ৯ খড়গই আনিব, ইহা প্ৰভু সদাপ্রভু কহেন। আর আমি তোমাদিগকে ইহার মধ্য হইতে বাহির করিয়া বিদেশীদের হস্তে সমর্পণ করিব, এবং তোমাদিগের মধ্যে ১• বিচার সাধন করিব। তোমরা খড়েগ পতিত হইবে : আমি ইস্রায়েলের সীমাতে তোমাদের বিচার করিব : তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু । ১১ এই [নগর ] তোমাদের জন্ত হাড়ী হইবে না, এবং তোমরা ইহার মধ্যস্থিত মাংস হুইবে না ; আমি ১২ ইস্রায়েলের সীমাতে তোমাদের বিচার করিব : তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু ; কেননা তোমরা আমার বিধিপথে চল নাই, আমার শাসন পালন কর নাই, কিন্তু তোমাদের চারিদিকের ১৩ জাতিগণের শাসনানুরূপ কৰ্ম্ম করিয়াছ । আর আমি ভাববাণী বলতেছিলাম, এমন সময়ে বনায়ের পুত্র প্লাটয় মরিল। তখন আমি উবুড় হইয়। উচ্চৈঃস্বরে ক্ৰন্দন করিলাম, বলিলাম, হায়, প্রভু সদাপ্রভু ! তুমি কি ইস্রায়েলের অবশিষ্টাংশকে নিঃশেষে ংহার কারবে ? ১৪ পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত ১৫ হইল, হে মনুষ্য-সন্তান, তোমার ভ্রাতৃগণ, ই, তোমার ভ্রাতৃগণ, তোমার জ্ঞাতিগণ ও ইস্রায়েলের সমুদয় কুল, ইহাদের সকলকে যিরশালেম-নিবাসিগণ বলে, তোমর সদাপ্রভু হইতে দুরে যাও, এই দেশ অধিকারার্থে ১৬ আমাদিগকেই দত্ত হইয়াছে। অতএব তুমি বল, প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, আমি যদ্যপি তাহাদিগকে জাতিগণের কাছে দূর করিয়াছি, যদ্যপি দেশ-বিদেশে ছিন্নভিন্ন করিয়াছি, তথাপি তাহারা যে সকল দেশে গিয়াছে, সেই সকল দেশে আমি কিয়ৎকাল তাহদের ১৭ ধৰ্ম্মধাম হইয়াছি*। অতএব তুমি বল, প্ৰভু সদাপ্রভু এই কথা কহেন, আমি জাতিগণের মধ্য হইতে তোমাদিগকে সংগ্ৰহ করিব, ও তোমরা যে সকল দেশে ছিন্নভিন্ন হইয়াছ, সেই সকল দেশ হইতে একত্র করিব, এবং ইস্রায়েল-দেশ তোমাদিগকে দিব । ১৮ তাহার সে দেশে যাইবে, তথাকার সমস্ত জঘন্ত পদার্থ ১২ – ১ ৯ ; ১৮ }

  • (ব। ) কি সন্নিকট হয় নাই ?
  • ( रा" ) ददेश ।

676