পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8o おさ・一8 > お 8) ] ২• হস্ত। পরে তিনি বহিঃপ্রাঙ্গণের উত্তরাভিমুখ দ্বারের ২১ দীর্ঘত ও প্রস্থ মাপিলেন। তাহার বাস৷ এক পার্শ্বে তিনটী ও অন্ত পার্শ্বে তিনটী, এবং তাহার উপস্তম্ভ ও মণ্ডপ সকলের পরিমাণ প্রথম দ্বারের পরিমাণের ২২ তুল্য ; দীৰ্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পচিশ হস্ত। আর তাহার বাতায়ন, মণ্ডপ ও খর্জুরাকৃতি সকল পূর্ববভিমুখ দ্বারের পরিমাণানুরূপ ছিল, লোকের সাতটা ধাপ দিয়া তাহাতে আরোহণ করিত : তৎসম্মুখে তাহার ২৩ মণ্ডপ ছিল। আর উত্তরদ্ধারের ও পূৰ্ব্বদ্বারের সম্মুখে অন্তঃপ্রাঙ্গণের দ্বার ছিল ; তিনি এক দ্বার হইতে অন্ত দ্বার পর্য্যন্ত এক শত হস্ত মাপিলেন । পরে তিনি আমাকে দক্ষিণদিকে লইয়া গেলেন, আর দেখ, দক্ষিণদিকে এক দ্বার ; আর তিনি তাহার উপস্তম্ভ ও মণ্ডপ সকল মাপিলেন, তাহার পরিমাণ ২° পূৰ্ব্বোক্ত পরিমাণের তুল্য। আর পূৰ্ব্বোক্ত বাতায়নের দ্যায় চারিদিকে তাহার ও তাহার মণ্ডপ সকলেরও বাতায়ন ছিল ; দীৰ্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পচিশ হস্ত । ২৬ আর তাহাতে আরোহণ করিবার সাতটা ধাপ ছিল, ও সেগুলির সম্মুখে তাহার মণ্ডপ ছিল ; এবং তাহার উপস্তম্ভে এক দিকে এক, ও অন্য দিকে এক, এইরূপ ২ধ দুই খর্জুরাকৃতি ছিল। আর দক্ষিণদিকে অন্তঃপ্রাঙ্গণের এক দ্বার ছিল ; পরে তিনি দক্ষিণাভিমুখ এক দ্বার হইতে তান্ত দ্বার পর্য্যন্ত এক শত হস্ত মাপলেন। পরে তিনি আমাকে দক্ষিণদ্বার দিয়৷ অন্তঃপ্রাঙ্গণের মধ্যে আনিলেন ; এবং পূর্বোক্ত পরিমাণ অনুসারে ২৯ দক্ষিণদ্বার মাপিলেন । আর তাহার বাসা, উপস্তম্ভ ও মণ্ডপ সকল ঐ পরিমাণের অনুরূপ ছিল ; এবং চারিদিকে তাহার ও তাহীর মণ্ডপের বাতায়ন ছিল : ৩• দ্বিার] দীৰ্ঘে পঞ্চাশ হস্ত, ও প্রন্থে পচিশ হস্ত। আর চারিদিকে মণ্ডপ ছিল, তাহ পচিশ হস্ত দীর্ঘ ও পাচ ৩১ হস্ত প্রস্থ। আর তাহার মণ্ডপগুলি বহিঃপ্রাঙ্গণের পার্থে, এবং তাহার উপস্তস্তে খর্জুরাকৃতি ছিল ; এবং তাহার ৩হ আরোহণীর আটটী ধাপ। পরে তিনি আমাকে পূৰ্ব্বদিকে অন্তঃপ্রাঙ্গণের মধ্যে আনিলেন : এবং ঐ পরি৩৩ মাণ অনুসারে দ্বার মাগিলেন। তাহার বাসা, উপস্তম্ভ ও মণ্ডপগুলি ঐ পরিমাণের অনুরূপ ছিল ; এবং চারিদিকে তাহার ও তাহার মণ্ডপের বাতায়ন ছিল ; দীর্যে ৩৪ পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত। আর তাহার মণ্ডপগুলি বহিঃপ্রাঙ্গণের পার্শ্বে ছিল, এবং এদিকে ওদিকে তাহার উপস্তম্ভে খর্জুরাকৃতি ছিল, এবং তাহার ৩৫ আরোহণীর আটটী ধাপ। পরে তিনি আমাকে উত্তরদ্বারে আনিলেন ; এবং ঐ পরিমাণ অনুসারে তাহ। ৩৬ নাপিলেন। তাহার বাসা, উপস্তস্ত ও মণ্ডপগুলি এবং চারিদিকে বাতায়ন ছিল ; দীঘে পঞ্চাশ হস্ত ও প্রন্থে ৩৭ পচিশ হস্ত। তাহার উপস্তস্তগুলি বহিঃপ্রাঙ্গণের পার্শ্বে, এবং এদিকে ওদিকে উপস্তস্তে খর্জুরাকৃতি ছিল ; এবং তাহার আরোহণীর আটটী ধাপ। 줄3 ミiア যিহিস্কেল । প্রস্থ মাপিলেন, পূর্বদিকে ও উত্তরদিকে তাহ এক শত | ৩৮ 哈●“沮 দ্বার সকলের উপস্তম্ভের নিকটে দ্বারযুক্ত এক এক কুঠরী ছিল ; তথার লোকেরা হোমবলি ধৌত করিত। ৩৯ আর দ্বারের বারাণ্ডায় এদিকে দুই মেজ, ওদিকে দুই মেজ ছিল, তাহার নিকটে হোমার্থক, পাপার্থক ও ৪• দোষার্থক বলি হনন করা হইত। আর [ দ্বারের } বগলে বাহিরে উত্তরদ্ধারের প্রবেশ-স্থানে আরোহণীর কাছে দুই মেজ ছিল, আবার দ্বারের বারাণ্ডার পার্শ্ব৪১ বৰ্ত্তী অন্ত বগলে দুই মেজ ছিল। দ্বারের বগলে এদিকে চারি মেজ, ওদিকে চারি মেজ ছিল ; সর্ববণ্ডদ্ধ ৪২ আট মেজ, তদুপরি [ বলি ] হনন করা হইত। আর হোমবলির জন্ত চারি মেজ ছিল, তাহা ভক্ষিত প্রস্তরে নিৰ্ম্মিত, এবং দেড় হস্ত দীর্ঘ, দেড় হস্ত প্রস্থ ও এক হস্ত উচ্চ ছিল : হোমবলির ও অন্ত বলির পশু যদ্বার। হনন করা হইত, সেই সকল অস্ত্র তথায় রাখা যাহত । ৪৩ আর চারি চারি অঙ্গুলি দীর্ঘ আঁকড়া চারিদিকে ভিত্তিতে মারা ছিল, এবং মেজ সকলের উপরে উপহারের মাংস রাখা যাইত । আর ভিতরের দ্বারের বাহিরে অন্তঃপ্রাঙ্গণে গায়কদের কুঠরী সকল ছিল, একটা ছিল উত্তরদ্ধারের বগলে, সেট দক্ষিণাভিমুখ ; আর একটা ছিল পূৰ্ব্বদ্বারের ৪৫ বগলে, সেটা উত্তরাভিমুখ। পরে তিনি আমাকে কহিলেন যে যাজকের গুহের রক্ষণীয় রক্ষা করে, এই ৪৬ দক্ষিণাভিমুখ কুঠরী তাহদের হইবে। আর যে যাজকেরা যজ্ঞবেদির রক্ষণীয় রক্ষা করে, এই উত্তরাভিমুখ কুঠরী তাহদের হুইবে । ইহার সাদোকের সন্তান, লেবির সন্তানদের মধ্যে ইহারাই সদাপ্রভুর ৪৭ পরিচর্য্যার্থে তাহার নিকটবৰ্ত্তী হয়। পরে তিনি সেই প্রাঙ্গণ মাগিলেন, তাহ এক শত হস্ত দীর্ঘ ও এক শত হস্ত প্রস্থ, চারিদিকে সমান ছিল যজ্ঞবেদি গুহের সম্মুখে ছিল। ৪৮ পরে তিনি আমাকে গৃহের বারাণ্ডায় লইয়া গিয়া সেই বারাণ্ডার উপস্তম্ভগুলি মাfপলেন : প্রত্যেকটা এদিকে পাচ হস্ত, ওদিকে পাচ হস্ত পরিমিত ; এবং দ্বারের প্রস্থ এদিকে তিন হস্ত, ওদিকে তিন হস্ত ৪৯ পরিমিত ছিল। বারাণ্ডার দীর্ঘতা বিংশতি হস্ত ও প্রন্থ একাদশ হস্ত ছিল ; এবং দশ ধাপ দিয়া লোকে তাহাতে উঠিত । আর উপস্তম্ভের নিকটে এদিকে এক গুস্ত, ওদিকে এক স্তস্ত ছিল। 8S পরে তিনি আমাকে মন্দিরের নিকটে আনিয়৷ উপস্তম্ভ সকল মাপিলেন ; সে গুলির বিস্তার এদিকে ছয় হস্ত, ওদিকে ছয় হস্ত ছিল, ইহাই তাম্বুর ২ বিস্তার। আর প্রবেশ-স্থানের বিস্তার দশ হস্ত, ও সেই প্রবেশ-স্থানের বগলে এদিকে পাচ হস্ত, ওদিকে পাচ হস্ত । পরে তিনি তাহার দীর্ঘত চল্লিশ হস্ত, ও বিস্তার ৩ বিংশতি হস্ত মাপিলেন । পরে তিনি ভিতরে প্রবেশ করিয়া প্রবেশ-স্থানের প্রত্যেক উপস্তম্ভ দুই হন্ত, প্রবেশ-স্থান ছয় হস্ত ও প্রবেশ-স্থানের বিস্তার সাত হস্ত ও মাপিলেন। পরে তিনি তাহার দীর্ঘত বিংশতি হস্ত ও 38 707