বিষয়বস্তুতে চলুন

পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● *、b* সহস্ৰ সহস্ৰ লোককে নিপাত করিযে, তথাপি প্রবল । ১৩ থাকিবে না। উত্তর দেশের রাজা ফিরিয়৷ আসিবে, এবং প্রথম সমারোহ অপেক্ষ বৃহৎ সমারোহ একত্র করিবে ; আর কাল পর্য্যায়ের শেষে, বৎসর নিচয়ের শেষে, মহাসৈন্ত ও প্রচুর সামগ্ৰী লইয়। আদিবে। তৎকালে দক্ষণ দেশের রাজার বিরুদ্ধে অনেক লোক উঠিবে ; এবং এই দশন যাহাতে সফল হয়, সেই জন্ত তোমার জাতির মধ্যে দুজ্জন-সন্তানেরা আপনাদিগকে উচ্চ করবে, কিন্তু তাহার। পতিত হইবে । এইরূপে উত্তর দেশের রাজা আসিবে, জাঙ্গল বধিবে, এবং স্বধৃঢ় নগর হস্তগত করিবে ; তাহতে দক্ষিণ দেশের সৈন্ত ও তাহার মনোনীত লোকের স্থির থাকিবে না, স্থির থাকিতে তাহাদের শক্তি হইবে না। কিন্তু যে তাহার বিরুদ্ধে আসিবে, সে স্বেচ্ছানুসারে কার্য্য করিবে, তাহার সাক্ষাতে কেহ দাড়াইতে পরিবে না : আর সে দেশরতুে দণ্ডায়মান হইবে, ও তাহার হস্তে বিনাশ থাকিবে । পরে সে অাপন সমস্ত রাজ্যের পরাক্রম সঙ্গে করিয়া আসিবার জন্য উন্মুখ হইবে, ও তাহার সহিত সাম্য-নিয়ম স্থাপন করিবে ; এবং বিনাশ করিবার নিমিত্ত উহাকে নারীগণের কম্ভ দিবে, কিন্তু এটা স্থির থাকিবে না, ও তাহার হইবে ন। পরে সে উপকুল-সমুহের বিরুদ্ধে গিয় অনেককে হস্তগত করবে ; কিন্তু এক সেনাপতি তাহার কুত টিটুকারি নিবৃত্ত করবে, এমন কি, সে তাহার টিটুকারি তাহারই উপরে ফিরাইয়। দিবে। তখন সে আপন দেশের দুর্গ সকলের প্রতি মুখ ফিরাইবে ; কিন্তু উuছাট খাইয়া পড়িবে, তাহার উদ্দেশ আর পাওয়া যাইবে না। পরে এমন এক জন তাহার পদ প্রাপ্ত হইবে, যে রাজ্যের শোভাস্থানে প্রজাপীড়ককে প্রেরণ করিবে, কিন্তু সে অল্প দিনের মধ্যে বিনষ্ট হইবে, ক্রোধেও নয়, যুদ্ধেও নয়। পরে এক জন তুচ্ছ ব্যক্তি তাহার পদ পাইবে। তাহাকে রাজ্যের প্রভা দত্ত হয় নাই, কিন্তু সে নিশ্চিন্ততার সময়ে আসিয়া চাটুবাদ দ্বারা রাজ্য লাভ করবে ; ২২ তাহার সন্মুখ হইতে আপ্লাবনকারী সৈন্ত সকল আপ্লাবিত হইয়া ভগ্ন হইবে, এবং নিয়মের নায়কও ২৩ ভগ্ন হইবে । তাহার সহিত মিত্রতার কথা স্থির করণবধি সে ছলনা করিবে, কারণ সে আসিয় অল্প লোক ২৪ দ্বারা পরাক্রমী হইবে । সে নিশ্চিন্ততার সময়ে প্রদেশের অতি উত্তম উত্তম স্থানে প্রবেশ করবে, এবং তাহার পিতৃপুরুষের এবং পিতৃপুরুষদের পিতৃপুরুষেরাও যাহ। করে নাই, তাহ করবে ; সে লোকদের মধ্যে লুটদ্রব্য, হৃতবস্তু এবং সম্পত্তি বিকীর্ণ করিবে, দৃঢ় দুর্গ সকলের বিরুদ্ধে কৌশল কল্পনা করিবে, কিছু কাল ২৫ কারবে । আর সে অনেক সৈন্ত সঙ্গে লইয়। দক্ষিণ দেশের রাজার বিরুদ্ধে তাপন বল ও চিত্ত উত্তেজিত করবে ; তাহাতে দক্ষিণ দেশর রাজ। অতি পরাক্রান্ত >8 3(t ళ So 3 సె - ο ミ> দানিয়েল । বিস্তর সৈন্ত সঙ্গে লহয়। যুদ্ধ করবে, কিন্তু স্থির [ డి డి ; లి- లిపి | থাকিবে না, কেননা তাহার। তাহার বিরুদ্ধে নানা ২৬ কৌশল কল্পনা করিবে । যাহার। তাহার তাহরীয় দ্রব্যের ভাগী, তাহারাই তাহাকে বিনষ্ট করবে, ও উহার সৈন্ত আপ্লাবন করিবে ; এবং অনেকে নিহত ২৭ হইয়। পড়িবে। আর এই দুই রাজার চিত্ত হিংসাৰ্থী হইবে, এবং তাহার এক মেজে বসিয়া মিথ্যাকধ৷ কহিবে, কিন্তু তাই সফল হইবে না, কেনন। তখনও ২৮ শেষ নিরূপিত কালের অপেক্ষা করিবে । আর সে অনেক সম্পত্তি লইয়। আপন দেশে ফিরিয়৷ যাইবে, ও তাহার অন্তঃকরণ পবিত্র নিয়মের বিপক্ষ হইবে, এবং সে কায্য করিয়। আপন দেশে ফিরিয়। যাইবে । ২৯ নিরূপিত কালে সে ফিরিয়া আসিবে, দক্ষিণ দেশে প্রবেশ করিবে, কিন্তু পূর্বকালে যেমন ছিল, উত্তর ৩০ কালে তেমন হইবে না। কারণ কিভীমের জাহাজ সকল তাহার বিরুদ্ধে আসিবে, এজন্ত সে বিষণ্ণ হুইয়। ফিরিয়া যাইবে, ও পবিত্র নিয়মের বিরুদ্ধে ক্রোধ করিয়৷ কাৰ্য্য করিবে ; সে ফিরিয়৷ আসিবে, যাহার। পবিত্র নিয়ম ত্যাগ করে, তাহদের প্রতি ৩১ মনোযোগ করিবে । আর তাহার নিকট হইতে সৈন্তগণ উঠিবে, ধৰ্ম্মধাম অর্থাৎ দুগ অশুচি করিবে, নিত্য নৈবেদ্য নিবৃত্ত করিবে, এবং ধ্বংসকারী ঘুণাৰ্ছ বস্তু ৩২ স্থাপন করিবে । বাহার। সেই নিয়ম সম্বন্ধে দুষ্কার্য্য করে, সে তাহাদিগকে চাটুবাদ দ্বারা ভ্ৰষ্ট করবে, কিন্তু যে প্রজার আপন ঈশ্বরকে জানে,তাহার বলবানু হইয়। ৩৩ কাৰ্য্য কfরবে। আর প্রজাদের মধ্যে যাহারা বুদ্ধিমান, তাহার। অনেককে উপদেশ দিবে ; তথাপি কিছু দিন পর্য্যস্ত তাহার খণ্ডুেগ ও অগ্নিশিখায়, বন্দিদশায় ও ৩৪ লুটে পতিত হইবে । যখন পড়িবে, তখন তাছার অল্প সাহায্য প্রাপ্ত হইবে, আর অনেকে চাটুবাদ দ্বারা ৩৫ তাহাদিগেতে আসক্ত হইবে। আর বুদ্ধিমানদের মধ্যে কেহ কেহ পতিত হইবে, যেন তাহার। পরীক্ষাসিদ্ধ, পরিষ্কৃত ও শুক্লীকৃত হয় ; শেষ পৰ্য্যস্ত ইহা হইবে: কেননা তখনও নিরূপিত কালের অপেক্ষ। করা যাইবে । ৩৬ আর সেই রাজ। স্বেচ্ছানুযায়ী কৰ্ম্ম করিবে, ও সমস্ত দেবত অপেক্ষ আপনাকে বড় করিয়া দেখাইবে, ও দৰ্প করিবে, এবং ঈশ্বরদের ঈশ্বরের বিপরীতে অদ্ভুত কথা কহিবে, আর ক্ৰোধ সম্পন্ন না হওয়া পৰ্যন্ত কুশল প্রাপ্ত থাকিবে ; কেনন। যাহ। নিরূপিত, তাহাই ৩৭ করা যাইবে । আর সে আপন পিতৃপুরুষদের দেবগণক মানিবে না, এবং স্ত্রীলোকদের কামনাকে কিম্ব কোন দেবতাকে মানিবে না ; কেনন। সে ৩৮ সৰ্ব্বাপেক্ষ। আপনাকেই বড় করিয়া দেখাইবে । কিন্তু সে স্বস্থানে দুর্গ-দেবের সম্মান করবে, এবং আপন পিতৃপুরুষদের অজ্ঞাত দেবকে স্বর্ণ, রৌপ্য, মণি ও ৩৯ মনোরম্য বস্তু দিয়া সম্মান করিবে। আর সে বিজাতীয় দেবের সাহায্যে অতি দৃঢ় দুর্গ সকলের বিরুদ্ধে ব্যাপৃত হইবে যত লোক তাহাকে স্বীকার কারবে, তাহাদিগকে সে অতি সন্মানিত করিবে - ভাস্থliদ্বগকে 728