পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ; アー○; >ペl ] উঠিবে না ? যাহার তোমাকে সঞ্চালন করিবে, তাহার কি শীঘ্ৰ জাগিবে না ? তখন তুমি তাহদের লুটিত ৮ বস্তু হইবে । তুমি অনেক জাতির সম্পত্তি লুট করিয়াছ ; এই হেতু জাতিগণের সমস্ত শেষাংশ তোমার সম্পত্তি লুট করিবে ; ইহার কারণ মনুষ্যদের রক্তপাত, এবং দেশ, নগর ও তন্নিবাসীদের প্রতি কৃত দৌরাত্ম্য। ৯ ধিক্ তাহীকে যে আপন কুলের নিমিত্ত কুলাভ ংগ্রহ করে, যেন উচ্চে বাস করিতে পারে, যেন অমঙ্গলের হস্ত হইতে উদ্ধার পাইতে পারে । অনেক জাতিকে উচ্ছিন্ন করাতে তুমি আপন কুলের লজ্জাজনক মন্ত্রণা করিয়াছ, ও আপন প্রাণের ১১ বিরুদ্ধে পাপ করিয়াছ । কেননা ভিত্তির মধ্য হইতে প্রস্তর কাদিবে, ও কষ্ঠের মধ্য হইতে বরগ। তাহার উত্তর দিবে। ১২ ধিক তাহাকে, যে রক্তপাত দ্বারা পুরী গীথে, যে অস্থায় দ্বারা নগর সংস্থাপন করে । ১৩ দেখ, ইহা কি বাহিনীগণের সদাপ্রভু হইতে হয় ন যে, লোকবৃন্দ অগ্নির জন্ত পরিশ্রম করে, এবং ১৪ জাতিগণ অলীকতার জন্ত ক্লান্ত হয় ? কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভুর মহিমাবিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে। ধিক তাহাকে, যে আপন প্রতিবাসীকে পান করায় ; তুমি ভাণ্ডে তোমার বিষ মিশাইয় থাক, আবার তাহাকে মত্ত করিয়া থাক, যেন তুমি তাহদের উলঙ্গ তার প্রতি দৃষ্টিপাত করিতে পার । ১৬ তুমি সন্মানের স্থানে অপমানেই পরিপূর্ণ হুইয়াছ ; তুমিও পান করিয়া অচ্ছিন্নত্বকের স্থায় হও ; সদাপ্রভুর দক্ষিণ হস্তস্থিত পানপত্র তোমার দিকে ফিরান যাইবে, ও তোমার গৌরবের উপরে জঘন্ত লজ্জা ৭ উপস্থিত হইবে। কারণ লিবানেনের প্রতি কুত দৌরাত্ম্য তোমাকে আচ্ছন্ন করিবে ও পশুগণের সংহার তোমার ত্রাস জন্মাহবে ; ইহার কারণ মনুষ্যদের রক্তপাত, এবং দেশ, নগর ও তন্নিবাসীদের প্রতি কুত দেীরাত্ম্য। ক্ষোদিত প্রতিমায় উপকার কি যে, তাহার নিৰ্ম্মাত৷ তাহা ক্ষেীদন করে ? ছাচে ঢাল প্রতিমায় ও মিথ্যার শিক্ষকেই বা [উপকার কি ] যে, আপনার নিৰ্ম্মিত > → (t >br বস্তুর নিৰ্ম্মত তাহাতে বিশ্বাস করিয়া অবাক অবস্তু ! নিৰ্ম্মাণ করে ? ধিক তাহাকে, যে কাষ্ঠকে বলে, তুমি জাগ, অবাক প্রস্তরকে বলে, তুমি উঠ । সে কি শিক্ষা দিবে ? দেখ, সে সুবর্ণ ও রৌপ্যে মণ্ডিত, ২• তাহার অন্তরে স্বাসবায়ুর লেশও নাই। কিন্তু সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন ; সমস্ত পৃথিবি, তাহার সম্মুখে নীরব থাক । 3 సె হবকুকুক ।

  • @ G.

হবকুকুকের স্তোত্র। ৩ হবকুকুক ভাববাদীর প্রার্থনা। স্বর, শিগি য়োনোৎ ॥ ২ হে সদাপ্রভু, আমি তোমার বাৰ্ত্ত শুনিলাম, ভীত হইলাম ; হে সদাপ্রভু, বৎসর-সমূহের মধ্যে তোমার কৰ্ম্ম সজীব কর, বৎসর-সমূহের মধ্যে জ্ঞাত কর ; কোপের সময়ে করুণ। স্মরণ কর । ৩ ঈশ্বর তৈমন হইতে আসিতেছেন, পারণ পৰ্ব্বত হইতে পবিত্রতম অসিতেছেন। সেল । আকাশমণ্ডল তাহার প্রভায় সমাচ্ছন্ন, পৃথিবী তাহার প্রশংসায় পরিপূর্ণ। ৪ তাহার তেজ দীপ্তির তুল্য, তাহার হস্ত হইতে কিরণ নির্গত হয় : ঐ স্থান তাহার পরাক্রমের অন্তরাল । ৫ তাহার অগ্রে অগ্ৰে মহামারী চলে, তাহার পদচিহ্ন দিয়া জ্বলদঙ্গার গমন করে। ৬ তিনি দাড়াইয়৷ পৃথিবীকে পরিমাণ করিলেন, তিনি দৃকপাত করিয়া জাতিগণকে ত্রাস-তাড়িত করলেন ; সনাতন পৰ্ব্বত সকল খণ্ডবিখণ্ড হুইল, চিরন্তন গিরিমালা নত হইল : অনাদিকাল অবধি* তাহার গতি । ৭ তামি দেখিলাম, কুশনের তাম্বু সকল ক্লিষ্ট, মিদিয়ন দেশীয় যবনিক। সকল কম্পিত হইল। ৮ সুদাপ্রভু কি নদনদীগণের প্রতি বিরক্ত হইলেন, তোমার ক্ৰোধ কি নদনদীগণের উপরে বৰ্ত্তিল, সমুদ্রের প্রতি কি তোমার কোপ হইল যে, তুমি তোমার অস্বগণে আরোহণ করিলে ? পরিত্রাণসাধক তোমার রথ-সমুহে আরোহণ করিলে ? ৯ তোমার ধনুক একেবারে অনাবৃত, বাক্যমূলক দও সকল শপথ দ্বার স্থিরীকৃত। সেল। তুমি ভুতলকে বিদীর্ণ করিয়া নদনদীময় করিলে। ১০ পৰ্ব্বতগণ তোমাকে দেখিয়া কাপিয়া উঠিল, প্রচণ্ড জলরাশি বহিয়া গেল, বারিধি আপন রব উদারণ করিল, আপন হস্তদ্বয় উচেচ উঠাইল । ১১ সুঘ্য ও চন্দ্র স্ব স্ব বাসস্থানে দাড়াইয়া থাকিল,— তোমার দ্রুতগামী বাণ-সমূহের দীপ্তিতে, তোমার বজ্ররূপ বড়শার তেজে । ১২ তুমি ক্রোধে ভূতল দিয়া গমন করলে, কোপে জাতিগণকে শস্তবৎ] মৰ্দ্দন করিলে।

  • ( বা ) পূৰ্ব্বকালের মত ।

755