পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

G. :

○ケー

৩ ; ২৩ ৷ ] ৩৮ আপনার সঙ্গে যাইতে দিলেন না। পরে তাহার। সমাজের অধক্ষের বাটীতে আসিলেন আর তিনি দেখিলেন, কোলাহল হইতেছে, লোকের অতিশয় ৩৯ রোদ ন ও বিলাপ করিতেছে । তিনি ভিতরে গিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা কোলাহল ও রোদন করিতেছ কেন ? বালিকাটা মরে নাই ঘুমাইয় ৪০ রহিয়াছে । ইহাতে তাহারা তাহকে উপহাস করিল ; কিন্তু তিনি সকলকে বাহির করিয়া দিয়া বালিকার পিতামাতাকে এবং আপন সঙ্গীদিগকে লইয়া, যেখানে ৪১ বালিকাটা ছিল সেইখানে প্রবেশ করিলেন । পরে তিনি বালিকার হাত ধরিয়া তাহাকে কহিলেন, টালিপ কুমী ; অনুবাদ করিলে ইহার অর্থ এই ৪২ বালিকে তোমাকে বলিতেছি, উঠ । তাঁহাতে বালিকাটা তখাই উঠিয় বেড়াইতে লাগিল, কেননা তাহার বয়স বার বৎসর ছিল । ইহাতে তাহাব বড়ই বিস্ময়ে একে৪৩ বারে চমৎকুত হইল । পরে তিনি তাহাদিগকে এই দৃঢ় আজ্ঞা দিলেন যেন কেহ ইহ জানিতে না পায়, আর কম্ভাটাকে কিছু আহার দিতে আজ্ঞা করিলেন। যীশুর স্বদেশীয়েরা তাহাকে অগ্রাহ করে । Wり পরে ১ তিনি তথা হইতে প্রস্থান করিয়া আপন দেশে আসিলেন, এবং তাহার শিষ্যেরা তাহার ২ পশ্চাৎ গমন করিলেন। বিশ্রামবার উপস্থিত হইলে তিনি সমাজ-গৃহে উপদেশ দিতে লাগিলেন ; তাহাতে অনেক লোক তাহার কথা শুনিয়া চমৎকুত হইয়া কহিল, ইহার এ সকল কোথা হইতে হইয়াছে ? ইহাকে যে জ্ঞান দত্ত হইয়াছে, এবং ইহার হস্ত দ্বারা যে এরূপ পরাক্রম কাব্য সকল সম্পন্ন হয়, এই বা কি ? ৩ এ কি সেই স্থত্রধর মরিয়মের সেই পুত্র এবং বাকোব, যোমি, যিহুদী ও শিমোনের ভাই নয় ? এবং ইহার ভগিনীরা কি এখানে আমাদের মধ্যে নাই ? এইরূপে ৪ তাহারা তাহাতে বিঘ্ন পাইতে লাগিল। তখন যীশু তাহাদিগকে কহিলেন, আপনার দেশ ও আত্মীয় স্বজন এবং আপনার বাটী ভিন্ন আর কোথাও ভাববাদী ৫ অসম্মানিত হন না । তখন তিনি সে স্থানে আর কোন পরাক্রম-কায্য করিতে পারিলেন না, কেবল কয়েক জন রোগগ্ৰস্ত লোকের উপরে হস্তাপণ করিয়া তাহা৬ দিগকে সুস্থ করিলেন । আর তিনি তাহীদের অবিশ্বাস প্রযুক্ত আশ্চৰ্য্য জ্ঞান করিলেন। পরে তিনি চারিদিকে গ্রামে গ্রামে ভ্ৰমণ করিয়া উপদেশ দিলেন । শিষ্যদের প্রতি যীশুর উপদেশ । যোহন বাপ্তাইজকের হত্যা । ৭ আর ২ তিনি সেই দ্বাদশ জনকে ডাকিয়৷ দুই দুই জন করিয়া তাহাদিগকে প্রেরণ করিতে আরম্ভ করি ১ । মথি ১৩ ৫ ৪-৫০ ৷ | وحد ود ة هة جة قة 1 و د - هة , د ازه د ffية 1 ه মার্ক। JDS লেন ; এবং তাহ দিগকে অশুচি আত্মাদের উপরে ৮ ক্ষমতা দান করিলেন ; আর আজ্ঞা করিলেন, তোমরা যাত্রার জন্য এক এক যষ্টি বাতিরেকে আর কিছু লইও না, রুটাও না, ঝুলীও না, গেজিয়ায় পয়সাও না ; ৯ কিন্তু পায়ে পাণ্ডুক দেও, আর দুইটা আঙরাখা পরিও ১০ না । তিনি তাহাদিগকে আরও কহিলেন, তোমরা যে কোন স্থানে যে বাটীতে প্রবেশ করিবে. সেই স্থান হইতে ও স্থান করা পয্যন্ত সেই বাটীতেই থাকিও ৷ আর যে কোন স্থানের লোকে তোমাদিগকে গ্ৰহণ না করে, এবং তোমাদের কথাও না শুনে তপ হইতে প্রস্থান করিবার সময় তাহীদের উদেশে সক্ষ্যের জন্য আপন আপন পায়ের ধূলা ঝাড়িয়া ফেলিও । পরে তাহারা প্রস্থান করিয়া এই কথা প্রচার করিলেন যে, লোকেরা মন ফিরাউক । আর তাহারা অনেক ভুত ছাড়াইলেন, ও অনেক পীড়িত লোককে তৈল মাখাইয়া তাহাদিগকে মুস্থ করিলেন । আর ১ হেরোদ রাজা তাহার কথা শুনিতে পাইলেন, কেননা তাহার নাম ও সিদ্ধ হইয়াছিল। তথন তিনি বলিলেন, যোহন বাপ্তাইজক মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন, আর সেই জন্য পরাক্রম সকল তাহাতে কাব্য সাধন করিতেছে । কিন্তু কেহ কেহ বলিল, উনি এলিয় ; এবং কেহ কেহ বলিল, উনি এক জন ভাববাদী, ভাববাদীদের মধ্যে কোন এক ১৬ জনের সদৃশ । কিন্তু হেরোদ তাহার কথা শুনিয়া বলিলেন আমি যে যোহনের মস্তক ছেদন করিয়াছি, ১৭ তিনিই উঠিয়াছেন । কারণ হেরোদ আপন ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়ার নিমিত্ত আপনি লোক পাচ ইয়া যোহনকে ধরিয়া কারাগারে বদ্ধ করিয়াছিলেন কেননা তিনি তাহকে বিবাহ করিয়াছিলেন । ১৮ কারণ যোহন হেরোদকে বলিয়াছিলেন ভাইয়ের স্ত্রীকে ১৯ রাখা আপনকার বিধেয় নয় । আর হেরোদিয়া তাহার প্রতি কুপিত হইয় তাহাকে বধ করিতে চাহিতে২০ ছিল, কিন্তু পারিয়া উঠে নাই । কারণ হেরোদ যোহনকে ধাৰ্ম্মিক ও পবিত্র লোক জানিয়া ভয় করিতেন ও তাহণকে রক্ষা করিতেন । আর তাহার কথা শুনিয়া তিনি অতিশয় উদ্বিগ্ন হইতেন, এবং ২১ তাহার কথা শুনিতে ভাল বাসিতেন। পরে এক সুবিধার দিন উপস্থিত হইল, যখন হেরোদ আপনার জন্মদিনে আপন মহৎ লোকদের, সেনাপতিগণের এবং গালীলের প্রধান লোকদের নিমিত্ত এক রাত্রি ভোজ ২২ প্রস্তুত করিলেন ; আর হেরোদিয়ার কন্স। ভিতরে আসিয়া ও নাচিয়া হেরোদ এবং যাহার। তাহার সঙ্গে ভোজে বসিয়াছিলেন, তাহদের সন্তোষ জন্মাইল । তাহাতে রাজা সেই কন্যাকে কহিলেন, তামার যাহা ইচছা হয়, আমার কাছে চাও, আমি তোমাকে দিব । ২৩ আর তিনি শপথ কাররা তাহাকে কহিলেন অৰ্দ্ধেক রাজ্য পয্যন্ত হউক, আমার কাছে যাহ। চাহিবে, তাহাই ১ । মথি ১s ; ১-১২ । লুক ৯ ; ৭-৯ । Y > >ミ > ご S 8 > 0. 39