পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ 8 ; ৩৫–৭০ ৷ ] মরণ পর্যন্ত দুঃখীৰ্ত্ত হইয়াছে ; তোমরা এখানে থাক, ৩৫ আর জাগিয়া থাক । পরে তিনি কিঞ্চিৎ আগ্ৰে গিয়৷ ভূমিতে পড়িলেন, এবং এই প্রার্থনা করিলেন, যদি হইতে পারে, তবে যেন সেই সময় তাহার নিকট হইতে ৩৬ চলিয়া যায়। তিনি কহিলেন, আববা, পিতঃ, সকলই তোমার সাধ্য ; আমার নিকট হইতে এই পানপত্র দূর কর ; তথাপি আমার ইচ্ছামত না হউক, তোমার ৩৭ ইচ্ছামত হউক। পরে তিনি আসিয়া দেখিলেন, তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন, আর তিনি পিতরকে কহিলেন, শিমোন, তুমি কি ঘুমাইয়া পড়িয়াছ ? এক ঘণ্টাও কি জাগিয়া থাকিতে তোমার শক্তি হইল না ? ৩৮ তোমরা জাগিয়া থাক ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় ন। পড় ; আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুৰ্ব্বল । ৩৯ আর তিনি পুনরায় গিয়া সেই কথা বলিয়া প্রার্থনা ৪০ করিলেন। পরে তিনি আবার আসিয়া দেখিলেন, তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন ; কারণ র্তাহাদের চক্ষু বড়ই ভারী হইয়া পড়িয়াছিল, আর তাহাকে কি উত্তর ৪১ দিবেন, তাহা তাহারা বুঝিতে পারিলেন না। পরে তিনি তৃতীয় বার আসিয়া তাহাদিগকে কহিলেন, এখন তোমরা নিদ্রা যাও, বিশ্রাম কর যথেষ্ট হইয়াছে ; সময় উপস্থিত . দেখ মনুষ্যপুত্ৰ পাপীদের হস্তে সমপিত ৪২ হন । উঠ, আমরা যাই ; এই দেখ, যে ব্যক্তি আমাকে সমর্পণ করিতেছে, সে নিকটে আসিয়াছে। যীশু শত্রুদের হন্তে সমপিত হন । আর তখনই, তিনি যখন কথা কহিতেছেন, যিহুদা, সেই বার জনের এক জন, আসিল, এবং তাঙ্গর সঙ্গে অনেক লোক খড়গ ও যষ্টি লইয়া প্রধান যাজকদের, অধ্যাপকগণের ও প্রাচীনবর্গের নিকট হইতে ৪৪ অসিল । যে র্তাহাকে সমর্পণ করিতেছিল, সে পূৰ্ব্বে তাহাদিগকে এই সঙ্কেত বলিয়াছিল, আমি যাহাকে চুম্বন করিব, সেই ঐ ব্যক্তি, তোমরা তাহাকে ধরিয়া ৪৫ সাবধানে লইয়া যাইবে । সে আসিয়া আমনি তাহার নিকটে গিয়া বলিল, রকিব ; আর র্তাহাকে আগ্ৰহ৪৬ পূর্বক চুম্বন করিল। তখন তাহারা তাহার উপরে ৪৭ হস্তক্ষেপ করিয়া তাহাকে ধরিল। কিন্তু যাহারা পাশ্বে দাড়াইয়াছিল, তাহদের মধ্যে এক জন আপন খড়গ খুলিয়া মহাযাজকের দাসকে আঘাত করিলেন, তাহার ৪৮ একটী কাণ কাটিয়া ফেলিলেন । তখন যীশু তাহtদিগকে কহিলেন, যেমন দহা ধরিতে যায়, তেমনি কি তোমরা খড়গ ও যষ্টি লইয়া আমাকে ধরিতে ৪১ অসিলে ? আমি প্রতিদিন ধৰ্ম্মধামে তোমাদের নিকটে থাকিয়া উপদেশ দিয়াfছ, তখন ত আমাকে ধরিলে না ; ৫০ কিন্তু শাস্ত্রের বচনগুলি সফল হওয়া আবশ্যক। তখন শিষ্যেরা সকলে তাহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন। আর, এক জন যুবক উলঙ্গ শরীরে একখানি চাদর জড়াইয় তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল । ৫২ তাহার। তাহাকে ধরিল, কিন্তু সে সেই চাদরখানি ফেলিয়া উলঙ্গই পলায়ন করিল। 8 ○ Qo X মার্ক । Q Y মহাযাজকের সম্মুখে যীশুর বিচার । ৫৩ পরে তাহারী যীশুকে মহাযাজকের নিকটে লইয়। গেল ; তাহার সঙ্গে প্রধান যাজকগণ, প্রাচীনবর্গ ও ৫৪ অধ্যাপকের সকলে সমবেত হইল। আর পিতর দূরে থাকিয় তাহার পশ্চাৎ পশ্চাৎ ভিতরে, মহাযাজকের প্রাঙ্গণ পৰ্য্যন্ত গেলেন, এবং পদাতিকদের সহিত বসিয়া আগুন পোহাইতে লাগিলেন। তখন প্রধান যাজকগণ ও সমস্ত মহাসভা যীশুকে বধ করিবার জন্ত তাহার বিরুদ্ধে সাক্ষ্য অন্বেষণ ৫৬ করিল, কিন্তু পাইল না। কেননা অনেকে তাহার বিরুদ্ধে মিথ্যাসাক্ষ্য দিল বটে, কিন্তু তাহদের সাক্ষ্য ৫৭ মিলিল না। পরে কএক জন দাড়াইয় তাহার বিপক্ষে ৫৮ মিথ্যাসাক্ষ্য দিয়া কহিল, আমরা উহাকে এই কথা বলিতে শুনিয়াছি, আমি এই হস্তকৃত মন্দির ভাঙ্গিয়া ফেলিব, আর তিন দিনের মধ্যে আহস্তকৃত আর এক a৯ মন্দির নিৰ্ম্মাণ করিব। ইহাতেও তাঁহাদের সাক্ষ্য ৬০ মিলিল না। তখন মহাযাজক মধ্যস্থানে দাড়াইয়৷ যীশুকে জিজ্ঞাসিলেন, তুমি কি কিছুই উত্তর দিবে না ? তোমার বিরুদ্ধে ইহার কি সাক্ষ্য দিতেছে ? ৬১ কিন্তু তিনি নীরব রহিলেন, কোন উত্তর দিলেন না। আবার মহাযাজক তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি ৬২ কি সেই খ্ৰীষ্ট, পরমধন্তের পুত্র ? যীশু কহিলেন, আমি সেই ; আর তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের দক্ষিণ পাশ্বে বসিয় থাকিতে ও আকাশের মেঘসহ আসিতে ৬৩ দেখিবে। * তখন মহাযাজক আপন বস্তু ছিড়িয় কহিলেন, আর সাক্ষীতে আমাদের কি প্রয়োজন ? ৬৪ তোমরা ত ঈশ্বর-নিন্দ শুনিলে ; তোমাদের কি বিবেচনা হয় ? তাহার। সকলে তাহাকে দোষী করিয়া ৬৫ বলিল, এ মরিবার যোগ্য। তখন কেহ কেহ তাহার গায়ে খুখু দিতে লাগিল, এবং তাহার মুখ ঢাকিয়া তাহাকে ঘুষি মারিতে লাগিল, আর বলিতে লাগিল ভাববাণী বল না। পরে পদাতিকগণ প্রহার করিতে করিতে তাহাকে গ্রহণ করিল। পিতর যীশুকে তিন বণর অস্বীকার করেন । ৬৬ পিতর যখন নীচে প্রাঙ্গণে ছিলেন, তখন মহাযাজ৬৭ কের এক দাসী আসিল ; সে পিতরকে আগুন পোহাইতে দেখিয় তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিল, তুমিও ত সেই নাসরতীয়ের, সেই যীশুর, সঙ্গে ৬৮ ছিলে। কিন্তু তিনি অস্বীকার করিয়া কহিলেন, তুমি যাহা বলিতেছ, তাহ আমি জানিও না, বুঝিও না । পরে তিনি বাহির হইয়। ফটকের নিকটে গেলেন, ৬৯ আর কুকুড়া ডাকিয়া উঠিল। কিন্তু দাসী তাহাকে দেখিয়া, যাহার নিকটে দাড়াইয়াছিল, তাহাদিগকেও ৭০ বলিতে লাগিল, এ ব্যক্তি তাহীদের এক জন । তিনি আবার অস্বীকার করিলেন। কিঞ্চিৎ কাল পরে, যাহার নিকটে দাড়াইয়াছিল, আবার তাহার পিতরকে বলিল, সত্যই তুমি তাহদের এক জন, কেনন।

  • দানিয়েল ৭ ; ১৩ ।

Gł Gł 51