পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫ ; ৩৭–১৬ ; ২০ । ] সিরকা ভরিয়া তাহা নলে লাগাইয় তাহীকে পান করতে দিয়া কহিল, থাক, দেখি, এলিয় উহাকে নামাইতে আইসেন কি না । ৩৭ পরে যীশু উচ্চ রব ছাড়িয়া প্রাণত্যাগ করিলেন । ৩৮ তখন মন্দিরের তিরস্করিণী ঐ উপর হইতে নীচে পৰ্য্যন্ত ৩৯ চিরিয়া দুইখান হইল। আর যে শতপতি তাহার সম্মুখে দাড়াইয়াছিলেন, তিনি যখন দেখিলেন যে, যীশু এই প্রকারে প্রাণত্যাগ করিলেন, তখন কহিলেন, সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন । ৪০ কএকটী স্ত্রীলোকও দূরে থাকিয়া দেখিতেছিলেন ; তাহাদের মধ্যে মগদলীনী মরিয়ম, ছোট যাকোবের ও ৪১ যোশির মাতা মরিয়ম এবং শালোমী ছিলেন ; যখন তিনি গালীলে ছিলেন, তখন ইহঁর। তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিয়া তাহার পরিচর্য্যা করিতেন । আরও অনেক স্ত্রীলোক সেখানে ছিলেন, যাহারা তাহার সঙ্গে fযরশালেমে আসিয়াছিলেন । ৪২ পরে সন্ধ্য হইলে, সেই দিন আয়োজন দিন অর্থাৎ ৪৩ বিশ্রামবারের পূর্বদিন বলিয়া, আরিমাথিয়ার যোষেফ নামক এক জন সন্ত্রান্ত মন্ত্রী আসিলেন, তিনি নিজেও ঈশ্বর-রাজ্যের অপেক্ষা করিতেন ; তিনি সাহসপূর্ববক পীলাতের নিকটে গিয়া যীশুর দেহ যাঙ্কা করিলেন । ৪৪ কিন্তু যীশু যে এত শীঘ্র মরিয়া গিয়াছেন, ইহাতে পীলাত আশ্চর্য জ্ঞান করিলেন, এবং সেই শতপতিকে ডাকাইয়া, তিনি ইহার মধ্যেই মরিয়াছেন কি না, ৪৫ জিজ্ঞাসা করিলেন ; পরে শতপতির নিকট হইতে ৪৬ জানিয়া যোষেফকে দেহটা দান করিলেন। যোষেফ একখানি চাদর কিনিয়া তাঁহাকে নামাইয়া ঐ চাদরে জড়াইলেন, এবং শৈলে ক্ষোদিত এক কবরে রাখিলেন ; পরে কবরের দ্বারে একখান পাথর গড়াইয়৷ ৪৭ দিলেন । তাহাকে যে স্থানে রাখা হইল, তাহ। মগদলীনী মরিয়ম ও যোশির মাতা মরিয়ম দেখিতে পাইলেন । যীশুর পুনরুখীন ও স্বর্গারোহণ । ა\') বিশ্রামদিন ১ অতীত হইলে পর মগদলীন মরিয়ম, যাকোবের মাতা মরিয়ম এবং শালোমী সুগন্ধি দ্রব্য ক্রয় করিলেন, যেন গিয়া তাহাকে ২ মাখাইতে পারেন । পরে সপ্তাহের প্রথম দিন তাহারা অতি প্রত্যুষে, স্বৰ্য্য উদিত হইলে, কবরের নিকটে ৩ আসিলেন । তাহারা পরস্পর বলাবলি করিতেছিলেন, কবরের দ্বার হইতে কে আমাদের জন্য পাথরখান ৪ সরাইয়া দিবে ? এমন সময় তাহার দৃষ্টিপাত করিয়া দেখিলেন, পাথরখান সরান গিয়াছে ; কেনন তাহ ৫ অতি বৃহৎ ছিল। পরে তাহার কবরের ভিতরে গিয়৷ দেখিলেন, দক্ষিণ পার্শ্বে শুক্লবস্ত্র পরিহিত এক জন যুবক বসিয়া আছেন ; তাহাতে তাহারা অতিশয়

  • যাত্রা ২৬ ; ৩১-৩৫ । লেীয় ১৬ ; ২ । ইব্রীয় ৯ ; ২-১১ । ১ । মথি ২৮ অধ্য । লুক ২৪ অধ্য ৷ যোহন ২০ অধ্য ।

মাক। G. S.) ৬ বিস্ময়াপন্ন হইলেন। তিনি তাহাদিগকে কহিলেন, বিস্ময়াপন্ন হইও না, তোমরা নাসরতীয় যীশুর অন্বেষণ করিতেছ, যিনি ক্রুশে হত হইয়াছেন ; তিনি উঠিয়াছেন, এখানে নাই ; দেখ, এই স্থানে তাহাকে রাখা ৭ গিয়াছিল ; কিন্তু তোমরা যাও, তাহার শিষ্যগণকে আর পিতরকে বল, তিনি তোমাদের অগ্ৰে গালালে যাইতেছেন ; সেইখানে তোমরা তাহাকে দেখিতে পাইবে, যেমন তিনি তোমাদিগকে বলিয়াছিলেন। ৮ তখন তাহারা বাহির হইয়া কবর হইতে পলায়ন করিলেন, কারণ র্তাহার কম্পান্বিত ও বিস্ময়াপন্ন হইয়াছিলেন ; আর তাহারা কাহাকেও কিছু বলিলেন ১ সপ্তাহের প্রথম দিবসে যীশু প্রত্যুষে উঠিলে প্রথমে সেই মগদলীনী মরিয়মকে দর্শন দিলেন, র্যাহা হইতে ১• তিনি সাত ভুত ছাড়াইয়াছিলেন। তিনিই গিয়া, যাহার যীশুর সঙ্গে থাকিতেন, তাহাদিগকে সংবাদ দিলেন, তখন তাহার শোক ও রোদন করিতেছিলেন। ১১ যখন তাহারা শুনিলেন যে, তিনি জীবিত আছেন, ও তাহাকে দর্শন দিয়াছেন, তখন অবিশ্বাস করিলেন। ১২ তৎপরে তাহদের দুই জন যখন পল্লীগ্রামে যাইতেছিলেন, তখন তিনি আর এক আকারে তাহাদের ১৩ কাছে প্রকাশিত হইলেন । তাহার। গিয়া অন্ত সকলকে ইহা জানাইলেন, কিন্তু তাহদের কথাতেও তাহারা বিশ্বাস করিলেন না । ১৪ তৎপরে সেই এগার জন ভোজনে বসিলে তিনি তাহাঁদের কাছে প্রকাশিত হইলেন, এবং তাহাদের অবিশ্বাস ও মনের কাঠিষ্ঠ প্রযুক্ত তাহাদিগকে তিরস্কার করিলেন ; কেনন। তিনি উঠিলে পর র্যাহার তাহাকে দেখিয়াছিলেন, তাহীদের কথায় তাহার ১৫ বিশ্বাস করেন নাই। আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত স্বষ্টির ১৬ নিকটে সুসমাচার প্রচার কর । যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয়, সে পরিত্রাণ পাইবে ; কিন্তু যে ১৭ অবিশ্বাস করে, তাহার দণ্ডাজ্ঞ করা যাইবে । আর যাহারা বিশ্বাস করে, এই চিহ্নগুলি তাহাদের অনুবক্তা হইবে ; তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহার ১৮ নূতন নুতন ভাষায় কথা কহিবে, তাহারা সর্প তুলিবে, এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাঁহাতে কোন মতে তাহদের হানি হইবে না ; তাহারা পীড়িতদের উপরে হস্তীৰ্পণ করিবে, আর তাহারা সুস্থ হইবে । ১৯ তাহদের সহিত কথা কহিবার পর প্রভু যীশু উদ্ধে, স্বর্গে গৃহীত হইলেন, এবং ঈশ্বরের দক্ষিণে ২০ বসিলেন । আর তাহারা প্রস্থান করিয়া সৰ্ব্বত্র প্রচার করিতে লাগিলেন ; এবং প্রভু সঙ্গে সঙ্গে কাৰ্য্য করিয়া অনুবৰ্ত্তী চিহ্নসমুহ দ্বারা সেই বাক্য সপ্রমাণ করিলেন। আমেন। 53