পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ; ७8-१२ । ] উপরে যুগে যুগে রাজত্ব করিবেন, ও তাহার রাজ্যের ৩৪ শেষ হইবে না। তখন মরিয়ম দূতকে কহিলেন, ইহ ৩৫ কিরূপে হইবে । আমি ত পুরুষকে জানি না। দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন, এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে ; এই কারণ যে পবিত্র সন্তান ৩৬ জন্মবেন, তাহাকে * ঈশ্ব রর পুত্র বলা যাইবে । আর দেখ, তোমার জ্ঞাতি যে ইলীশাবেৎ, তিনিও বৃদ্ধ বয়সে পুত্রসন্তান গৰ্ত্তে ধারণ করিয়াছেন ; লোকে যাহাকে বন্ধ্যা বলিত, এই তাহার ষষ্ঠ মাস। ৩৭ কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হইবে না । ৩৮ তখন মরিয়ম কহিলেন, দেখুন, আমি প্রভুর দাসী ; আপনকার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। পরে দূত র্তাহার নিকট হইতে প্রস্থান করিলেন । তৎকালে মরিয়ম উঠিয়া সত্বর পাহাড় অঞ্চলে ৪• যিহদার এক নগরে গেলেন, এবং সখরিয়ের গৃহে প্রবেশ করিয়া ইলীশাবেৎকে মঙ্গলবাদ করিলেন । ৪১ অার এইরূপ হইল, যখন ইলীশাবেৎ মরিয়মের মঙ্গলবাদ শুনিলেন, তখন র্তাহার জঠরে শিশুটী নাচিয়। উঠিল ; আর ইলীশাবেৎ পবিত্র আত্মীয় পূর্ণ হইলেন, ৪২ এবং উচ্চরবে মহাশব্দ করিয়া বলিলেন, নারীগণের মধ্যে তুমি ধষ্ঠ, এবং ধষ্ঠ তোমার জঠরের ফল। ৪৩ আর আমার প্রভুর মাতা আমার কাছে আসিবেন, ৪৪ আমার এমন সৌভাগ্য কোথা হইতে হইল । কেননা দেখ, তোমার মঙ্গলবাদের ধ্বনি আমার কর্ণে প্রবেশ করিবামাত্র শিশুটী আমার জঠরে উল্লাসে নাচিয়৷ ৪৫ উঠিল। আর ধষ্ঠ যিনি বিশ্বাস করিলেন, কারণ প্ৰভু হইতে যাহা যাই। তাহাকে বলা গিয়াছে, সে সমস্ত ৪৬ সিদ্ধ হইবে । তখন মরিয়ম কহিলেন, আমার প্রাণ প্রভুর মহিমা কীৰ্ত্তন করিতেছে, আমার আত্মা আমার ত্রাণকৰ্ত্ত ঈশ্বরে উল্লাসিত হইয়াছে । কারণ তিনি নিজ দাসৗর নীচ অবস্থার প্রতি দৃষ্টি পাত করিয়াছেন : কেননা দেখ, এই অবধি পুরুষপরম্পরা সকলে আমাকে ধষ্ঠ্য বলিবে । কারণ যিনি পরাক্রমী, তিনি আমার জষ্ঠ্য মহৎ মহৎ কার্য্য করিয়াছেন : এবং তাহার নাম পবিত্র । আর যাহারা তাহাকে ভয় করে, তাহার দয়া তাহাদের পুরুষপরম্পরায় বৰ্ত্তে । তিনি আপন বাহু দ্বারা বিক্রম-কার্য করিয়াছেন : যাহারা আপনাদের হৃদয়ের কল্পনায় অহঙ্কারী, তাহাদিগকে ছিন্নভিন্ন করিয়াছেন । ৫২ তিনি বিক্রমাদিগকে সি হাসন হইতে নামাইয়৷ দিয়াছেন, ও নীচদিগকে উন্নত করিয়াছেন ; * ( বা ) যে সম্ভান জন্মিবেন, তাছাকে পবিত্র ও । \లిఖి 8 * 8bア G. S. লুক । G (* তিনি ক্ষুধাৰ্ত্তদিগকে উত্তম উত্তম দ্রব্যে পূর্ণ করিয়াছেন, এবং ধনবানদিগকে রিক্তহস্তে বিদায় করিয়াছেন। তিনি আপন দাস ইস্রায়েলের উপকার করিয়াছেন, যেন, আমাদের পিতৃগণের প্রতি উক্ত আপন বাক্যানুসারে অব্রাহাম ও তাহার বংশের প্রতি চিরতরে করুণ। স্মরণ করেন । ৫৬ আর মরিয়ম মাস তিনেক ইলীশাবেতের নিকটে রহিলেন, পরে নিজ গৃহে ফিরিয়া গেলেন। যোহনের জন্ম । ৫৭ পরে ইলীশাবেতের প্রসবকাল সম্পূর্ণ হইলে তিনি ৫৮ পুত্র প্রসব করিলেন । তখন, তাহার প্রতিবাসী ও আত্মীয়গণ শুনিতে পাইল যে, প্ৰভু তাহার প্রতি মহা দয়া করিয়াছেন, আর তাহার। তাহার সহিত ৫৯ আনন্দ করল। পরে তাহার। অষ্টম দিনে বালকটর ত্বকৃছেদ করিতে আসিল, আর তাহার পিতার নামানুসারে তাহার নাম সখরিয় রাখিতে চাহিল। ৬০ কিন্তু তাহার মাত উত্তর করিয়া কহিলেন, তাহ ৬১ নয় ইহার নাম যোহন রাখা যাইবে । তাহারা তাহাকে কহিল, আপনার গোষ্ঠীর মধ্যে এ নামে ত কাহাকেও ৬২ ডাকা হয় না। পরে তাহারা তাহার পিতাকে সঙ্কেতে জিজ্ঞাসা করল, আপনার ইচ্ছা কি ? ইহার ৬৩ কি নাম রাখা যাইবে ? তিনি একগান লিপি ফলক চাহিয়া লইয়া লিখিলেন ইহার নাম যোহন । তাহাতে ৬৪ সকলে আশ্চৰ্য্য জ্ঞান করিল। আর তখনই তাহার মুখ ও তাহার জিহবা খুলিয়া গেল, আর তিনি কথা কহিলেন, ঈশ্বরের ধন্যবাদ করিতে লাগিলেন । ৬৫ ইহাতে চারিদিকের প্রতিবাসীরা সকলে ভয়গ্রস্ত হইল, আর যিহুদিয়ার পাহাড় অঞ্চলের সর্বত্র লোকে এই ৬৬ সমস্ত কথা বলাবলি করিতে লাগিল । আর যত লোক শুনিল, সকলে তাহ হৃদয়ে স্থান দিয়া বলিতে লাগিল, এ বালকট তবে কি হইবে ? কারণ প্রভুর হস্তও তাহার সহপত্তী ছিল। তখন তাহার পিতা সখরিয় পবিত্র আত্মীয় পরিপূর্ণ হইলেন, এবং ভাববাণী বলিলেন ; তিনি কহিলেন, ধষ্ঠ প্রভু, ইস্রায়েলের ঈশ্বর : কেননা তিনি তত্ত্বাবধান করিয়াছেন, আপন প্রজা দের জন্ত মুক্তি সাধন করিয়াছেন, আর আমাদের জন্য আপন দাস দায়ুদের কুলে পরিত্রাণের এক শৃঙ্গ উঠাইয়াছেন, —যেমন তিনি পুরাকাল অবধি র্তাহার সেই পবিত্র ভাববাদিগণের মুখ দ্বারা বলিয়া আসিয়াছেন— পরিত্রাণ—আমাদের শক্রগণ হইতে ও যাহারা আমাদিগকে দ্বেষ করে, তাহদের সকলের হস্ত হইতে ; আমাদের পিতৃপুরুষগণের প্রতি কৃপা করিবার জষ্ঠ, আপন পবিত্র নিয়ম স্মরণ করিবার জন্ত । (\9 & 8 ○○ ఆ a \bbr

  • o
  • >

৭২ 55