পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

' Ꮔ Ꭽ করাইব, ও তোমার সম্মুখে সদাপ্রভুর নাম ঘোষণা করিব ; আর আমি যাহাকে দয়া করি, তাহাকে দয়। করিব ; ও যাহার প্রতি করুণা করি, তাহার প্রতি ২০ করুণা করিব। আরও কহিলেন, তুমি আমার মুখ দেখিতে পাইবে না, কেননা মনুষ্য আমাকে দেখিলে ২১ বাচিতে পারে না। সদাপ্রভু কহিলেন, দেখ, আমার নিকটে এক স্থান আছে; তুমি ঐ শৈলের উপরে ২২ দাড়াইবে। তাহাতে তোমার নিকট দিয়া আমার প্রতাপের গমন সময়ে আমি তোমাকে শৈলের এক ফাটালে রাখিব, ও আমার গমনের শেষ পর্য্যন্ত করতল দিয়া ২৩ তোমাকে আচ্ছন্ন করিব ; পরে আমি করতল উঠাইলে তুমি আমার পশ্চাদ্ভাগ দেখিতে পাইবে, কিন্তু আমার মুখের দর্শন পাওয়া যাইবে না। ঈশ্বরীয় নিয়মের পুনঃস্থাপন।

  • 38 পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি পূর্বের স্থায় দুই প্রস্তরফলক খুদ ; প্রথম যে দুই ফলক তুমি ভাঙ্গিয়া ফেলিয়াছ, তাহতে যাহা যাহা লিখিত ছিল, সেই সকল কথা আমি এই দুই ফলকে লিখিব । ২ আর তুমি প্রাতঃকালে প্রস্তুত হইও, প্রাতঃকালে সৗনয় পৰ্ব্বতে উঠিয়া আসিও, ও তথায় পৰ্ব্বতশৃঙ্গে আমার ৩ নিকটে উপস্থিত হইও । কিন্তু তোমার সহিত কোন মনুষ্য উপরে ন৷ আইমুক, এবং এই পৰ্ব্বতে কোথাও কোন মনুষ্য দৃষ্ট না হউক, আর গোমেষাদি পালও এই পৰ্ব্বতের সম্মুখে না চক্লক । ৪ পরে মোশি প্রথম প্রস্তরের স্থায় দুই প্রস্তরফলক খুদিলেন, এবং সদাপ্রভুর আজ্ঞানুসারে প্রাতঃকালে উঠিয়া সীনয় পৰ্ব্বতের উপরে গেলেন, ও সেই দুই প্রস্তর৫ ফলক হস্তে করিয়া লইলেন। তখন সদাপ্রভু মেঘে নামিয়া সে স্থানে তাহার সহিত দণ্ডায়মান হইয়৷ ৬ সদাপ্রভুর নাম ঘোষণা করিলেন। ফলতঃ সদাপ্রভু তাহার সম্মুখ দিয়া গমন করতঃ এই ঘোষণা করিলেন,

“সদাপ্রভু, সদাপ্রভু, স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্ৰোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান ; ৭ সহস্ৰ সহস্ৰ [পুরুষ] পৰ্য্যন্ত দয়ারক্ষক, অপরাধের, অধৰ্ম্মের ও পাপের ক্ষমাকারী ; তথাপি তিনি অবস্থা পাপের] দণ্ড দেন ; পুত্র পৌত্রদের উপরে, তৃতীয় ও চতুর্থ পুরুষ পৰ্য্যন্ত, তিনি পিতৃগণের অপরাধের প্রতিফল বৰ্ত্তান।” ৮ তখন মোশি ত্বর করিলেন, ভূমিতে নতমস্তক হইয়৷ ৯ প্ৰণিপাত করিলেন, আর কহিলেন, হে প্রভু, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে বিনয় করি, প্রভু, আমাদের মধ্যবৰ্ত্তী হইয়া গমন করুন, কারণ ইহার শক্তগ্রীব জাতি ; আপনি আমাদের অপরাধ ও পাপ মোচন করিয়৷ আমাদিগকে আপন অধিকারার্থে গ্রহণ করুন। যাত্রাপুস্তক । [ ७७ ; २० - © 8 ; २8 । ১০ তখন তিনি কহিলেন, দেখ, আমি এক নিয়ম করি : সমস্ত পৃথিবীতে ও যাবতীয় জাতির মধ্যে যাদৃশ কখনও করা হয় নাই, এমন আশ্চৰ্য্য আশ্চৰ্য্য কাৰ্য্য আমি তোমার সমস্ত লোকের সাক্ষাতে করিব : তাহাতে যে সকল লোকের মধ্যে তুমি আছ, তাহার সদাপ্রভুর কার্য্য দেখিবে, কেননা তোমার নিকটে যাহা ১১ করিব, তাহা ভয়ঙ্কর । অদ্য আমি তোমাকে যাহা আজ্ঞা করি, তাহাতে মনোযোগ কর ; দেখ, আমি ইমোরীয়, কনানীয়, হিৰ্ত্তীয়, পরিষীয়, হিববীয় ও যিবুধীয়কে তোমার সম্মুখ হইতে খেদাইয়া দিব। ১২ সাবধান, যে দেশে তুমি যাইতেছ, সেই দেশনিবাসীদের সহিত নিয়ম স্থির করিও না, পাছে তাহ তোমার ১৩ মধ্যবৰ্ত্তী ফাদস্বরূপ হয়। কিন্তু তোমরা তাহদের বেদি সকল ভাঙ্গিয়া ফেলিবে, তাহদের স্তম্ভ সকল খণ্ড খণ্ড করিবে, ও তথাকার আশের-মূৰ্ত্তি সকল কাটিয়া ১৪ ফেলিবে। তুমি অন্ত দেবতার কাছে প্ৰণিপাত করিও না, কেননা সদাপ্রভু স্বগৌরব রক্ষণে উদযোগী নাম ধারণ করেন ; তিনি স্বগৌরব রক্ষণে উদযোগ ঈশ্বর। ১৫ কি জানি, তুমি তদেশনিবাসী লোকদের সহিত নিয়ম করিবে ; করিলে যে সময়ে তাহার। নিজ দেবগণের অনুগমনে ব্যভিচার করে, ও নিজ দেবগণের কাছে বলিদান করে, সে সময়ে কেহ তোমাকে ডাকিলে ১৬ তুমি তাহার বলিদ্রব্য খাইবে কিম্ব তুমি আপন পুত্রদের জন্ত তাহদের কন্যাগণকে গ্রহণ করিলে তাহাদের কন্যার নিজ দেবতাদের অনুগমনে ব্যভিচার করিয়া তোমার পুত্রদিগকে আপনাদের দেবগণের ১৭ অনুগামী করিয়া ব্যভিচার করাইবে । তুমি আপনার নিমিত্তে ছাচে ঢালা কোন দেবতা নিৰ্ম্মাণ করিও না । তুমি তাড়াশূন্ত রটার উৎসব পালন করবে। আবীব মাসের যে নিরূপিত সময়ে যেরূপ করিতে তোমাকে আজ্ঞা করিয়াছি, সেইরূপে তুমি সেই সাত দিন তাড়াশুন্ত রুট খাইবে, কেননা সেই আবীব মাসে তুমি মিসর দেশ হইতে বাহির হইয়া আসিয়াছিলে । ১৯ গৰ্ত্ত উন্মাচক সকলে এবং গোমেষাদি পালের মধ্যে ২০ প্রথমজাত পুংপশু সকল আমার। প্রথমজাত গর্দভের পরিবর্তে তুমি মেষের বৎস দিয়া তাহাকে মুক্ত কারবে ; যদি মুক্ত না কর, তবে তাহার গলা ভাঙ্গিবে। তোমার প্রথমজাত পুত্র সকলকে তুমি মুক্ত করিবে। আর কেহ রিক্তহস্তে আমার সম্মুখে উপস্থিত হইবে না। ২১ তুমি ছয় দিন পরিশ্রম করবে, কিন্তু সপ্তম দিনে বিশ্রাম করিবে ; চাসের ও ফসল কাটিবার সময়েও বিশ্রাম করিবে । ২২ তুমি সাত সপ্তাহের উৎসব, অর্থাৎ কাটা গোমের আশুপক্ক ফলের উৎসব, এবং বৎসরের শেষভাগে ফলসংগ্রহের উৎসব পালন করিবে । বৎসরের মধ্যে তিন বার তোমাদের সমস্ত পুরুষলোক ইস্রায়েলের ঈশ্বর প্রভু সদাপ্রভুর সাক্ষাতে উপস্থিত ২৪ হইবে। কেননা আমি তোমার সম্মুখ হইতে জাতি >bア ミ○ 78