পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ২ ; ৩৪—১৩ ; ১২ । ] ওs নির্দেশ করিলেন। তখন লোকসমূহ তাহাকে উত্তর করিল, আমরা ব্যবস্থা হইতে শুনিয়াছি যে, খ্ৰীষ্ট চিরকাল থাকেন ; তবে আপনি কি প্রকারে বলিতেছেন যে, মনুষ্যপুত্রকে উচ্চীকৃত হইতে হইবে ? সেই ৩৫ মনুষ্যপুত্র কে ? তখন যীশু তাহাদিগকে কহিলেন, আর অল্প কালমাত্র জ্যোতি তোমাদের মধ্যে আছে । যাবৎ তোমাদের কাছে জ্যোতি আছে, যাতায়াত কর, যেন অন্ধকার তোমাদের উপরে আসিয়া না পড়ে ; আর যে ব্যক্তি অন্ধকারে যাতায়াত করে, সে কোথায় ৩৬ যায়, তাহ জানে না । যাবৎ তোমাদের কাছে জ্যোতি আছে, সেই জোতিতে বিশ্বাস কর, যেন তোমরা জ্যোতির সন্তান হইতে পার। ধীশুতে বিশ্বাস ও অবিশ্বাসের বিষয় । যীশু এই সকল কথা বলিলেন, আর প্রস্থান করিয়া ৩৭ তাঙ্গদের হইতে লুকাইলেন। কিন্তু যদিও তিনি তাহাদের সাক্ষাতে এত চিহ্ন-কাৰ্য্য করিয়াছিলেন, ৩৯ তথাপি তাহারা তাহাতে বিশ্বাস করিল না ; যেন যিশাইয় ভাববাদীর বাক্য পূর্ণ হয়, তিনি বলিয়াছিলেন, “হে প্রভু, আমরা যাহা শুনিয়াছি, তাহ কে বিশ্বাস করিয়াছে ? আর প্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে ?” ৩৯ এই জম্ভ তাহার। বিশ্বাস করিতে পারে নাই, কারণ ফিশাইয় আবার বলিয়াছেন, ৪• “ তিনি তাহদের চক্ষু অন্ধ করিয়াছেন, তাহাদের হৃদয় কঠিন করিয়াছেন, পাছে তাহারা চক্ষে দেখে, হৃদয়ে বুঝে, এবং ফিরিয়া আইসে, আর আমি তাহাদিগকে স্বস্থ করি।” * ৪১ বিশাইয় এই সমস্ত বলিয়াছিলেন, কেনন। তিনি তাহার মহিমা দেখিয়াছিলেন, আর র্তাহারই বিষয় ৪২ বলিয়াছিলেন । তথাপি অধ্যক্ষদের মধ্যেও অনেকে তাহাতে বিশ্বাস করিল ; কিন্তু ফরাশীদের ভয়ে স্বীকার ৪৩ করিল না, পাছে সমাজচ্যুত হয় ; কেননা ঈশ্বরের কাছে গৌরব অপেক্ষ তাহার। বরং মনুষ্যদের কাছে গৌরব অধিক ভাল বাসিত । ৪৪ যীশু উচ্চৈঃস্বরে বলিলেন, যে আমাতে বিশ্বাস করে, সে আমাতে নয়, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন, ৪৫ তাহাতেই বিশ্বাস করে ; এবং যে আমাকে দর্শন করে, সে তাহাকেই দর্শন করে, যিনি আমাকে ৪ণ্ড পাঠাইয়াছেন। আমি জ্যোতিঃস্বরূপ হইয়৷ এই জগতে আসিয়াছি, যেন, যে কেহ আমাতে বিশ্বাস করে, সে ৪৭ অন্ধকারে না থাকে। আর যদি কেহ আমার কথা শুনিয়া পালন না করে, আমি তাহার বিচার করি না, কারণ আমি জগতের বিচার করিতে নয়, কিন্তু ৪৮ জগতের পরিত্রাণ করিতে আসিয়াছি। যে আমাকে ه د ,ج ; ن I د ; د fT-t e * যোহন ।

  • о G:

অগ্রাহ করে, এবং আমার কথা গ্ৰহণ না করে, তাহার বিচারকর্তা আছে ; আমি যে বাক্য বলিয়াছি, তাহাই ৪৯ শেষ দিনে তাহার বিচার করিবে। কারণ আমি আপন হইতে বলি নাই ; কিন্তু কি কহিব ও কি বলিব, তাহ আমার পিতা, যিনি আমাকে পাঠাইয়া৫• ছেন, তিনিই আমাকে আজ্ঞা করিয়াছেন। আর আমি জানি যে, তাহার আজ্ঞা অনন্ত জীবন । অতএব অামি যাহা যাহ। বলি, তাহ পিতা আমাকে যেমন কহিয়াছেন, তেমনি বলি। যীশুর মৃত্যুর পূৰ্ব্বে শিষ্যদের প্রতি র্তাহার প্রবোধ-বাক্য । যীশু শিষ্যদের পদ ধোয়ান । SS) নিস্তারপর্বের পূৰ্ব্বে যীশু, এই জগৎ হইতে পিতার কাছে আপনার প্রস্থান করিবার সময় উপস্থিত জানিয়া, জগতে অবস্থিত আপনার নিজস্ব ষে লোকদিগকে প্রেম করিতেন, তাহাদিগকে শেষ ২ পর্যাস্তু প্রেম করিলেন । আর রাত্রিভোজের সময়— দিয়াবল র্তাহাকে সমর্পণ করিবার সঙ্কল্প শিমোনের পুত্র ঈষ্করিয়োতীয় যিহুদার হৃদয়ে স্থাপন করিলে পর— ৩ তিনি জানিলেন যে, পিতা সমস্তই তাহার হস্তে প্রদান করিয়াছেন ও তিনি ঈশ্বরের নিকট হইতে আসিয়াছেন, ৪ আর ঈশ্বরের নিকটে যাইতেছেন ; জানিয়া তিনি ভোজ হইতে উঠিলেন, এবং উপরের বস্ত্র খুলিয়। রাখিলেন, আর একখানি গামছা লইয়া কটিবন্ধন করিলেন । ৫ পরে তিনি পাত্রে জল ঢালিলেন ও শিষ্যদের প। ধুইয় দিতে লাগিলেন, এবং যে গামছা দ্বারা কটিবন্ধন করিয়াছিলেন, তাহ দিয়া মুছাইয়া দিতে লাগিলেন। ৬ এইরূপে তিনি শিমোন পিতরের নিকটে আসিলেন । পিতর তাহাকে বলিলেন, প্রভু, আপনি কি আমার ৭ পা ধুইয়া দিবেন ? যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, আমি যাহা করিতেছি, তাহা তুমি এক্ষণে ৮ জান না, কিন্তু ইহার পরে বুঝিবে । পিতর উাহাকে বলিলেন, আপনি কখনও আমার পা ধুইয়া দিবেন না। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যদি তোমাকে ধৌত না করি, তবে আমার সহিত তোমার ৯ কোন অংশ নাই। শিমোন পিতর বলিলেন, প্ৰভু, কেবল পা নয়, আমার হাত ও মাথাও ধুইয়া দিউন। ১• যীশু তাহাকে বলিলেন, যে স্নান করিয়াছে, পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই, সে ত সৰ্ব্বাঙ্গে শুচি ; আর তোমরা শুচি, কিন্তু সকলে নহ। ১১ কেননা যে ব্যক্তি র্তাহাকে সমর্পণ করিবে, তাঁহাকে তিনি জানিতেন ; এই জন্য বলিলেন, তোমরা সকলে শুচি নহ । যখন তিনি তাহদের পা ধুইয়া দিলেন,আর আপনার উপরের বস্ত্র পরিয়া পুনৰ্ব্বার বসিলেন, তখন ঠাহাদিগকে কহিলেন, জামি তোমাদের প্রতি কি করিলাম, >ー。 105