পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A R R ১৪ কাছে ব্যক্ত হইল। পরে যোষেফ আপন পিতা যাকোবকে এবং আপনার সমস্ত জ্ঞাতিকে, পচাত্তর প্রাণীকে, আপনার নিকটে ডাকিয়া পাঠাইলেন । ১৫ তাহাতে যাকোব মিসরে গেলেন, পরে তাহার ও ১৬ আমাদের পিতৃপুরুষদের মৃত্যু হইল। আর তাহার শিখিমে নীত হইলেন, এবং যে কবর অব্রাহাম রৌপ্যমূল্য দিয়া শিখিমে হমোর-সন্তানদের নিকটে ক্রয় করিয়াছিলেন, তন্মধ্যে সমাহিত হইলেন। ১৭ পরে, ঈশ্বর অব্রাহীমের নিকটে যে প্রতিজ্ঞ করিয়াছিলেন, সেই প্রতিজ্ঞ ফলিবার সময় সন্নিকট হইলে, লোকেরা মিসরে বৃদ্ধি পাইয়া বহুসংখ্যক হইয়৷ ১৮ উঠিল। অবশেষে মিসরের উপরে এমন আর এক জন রাজা উৎপন্ন হইলেন, যিনি যোষেফকে জানিতেন না। ১৯ তিনি আমাদের জাতির সহিত চতুর্য্য ব্যবহার করিলেন, আমাদের পিতৃপুরুষদের প্রতি দৌরাত্মা করিলেন, উদ্দেশ্য এই যে, তাহদের শিশু সকলকে বাহিরে ফেলিয়া দেওয়া হয়, যেন তাহারা জীবিত না থাকে। ২. সেই সময়ে মোশির জন্ম হয়। তিনি ঈশ্বরের দৃষ্টিতে সুন্দর ছিলেন, এবং তিন মাস পর্যান্ত পিতার ২১ বাটীতে পালিত হইলেন । পরে তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া হইলে ফরেণের কন্যা তুলিয়৷ লন, ও আপনার পুত্র করিবার উদ্দেশ্যে প্রতিপালন ২২ করেন। আর মোশি মিশ্রীয়দের সমস্ত বিদায় শিক্ষিত হইলেন, এবং তিনি বাক্যে ও কার্য্যে ২৩ পরাক্রমী ছিলেন। পরে তাহার প্রায় সম্পূর্ণ চল্লিশ বৎসর বয়ঃক্রম হইলে নিজ ভ্রাতৃগণের, ইস্রায়েলসন্তানগণের, তত্ত্বাবধান করিবার ইচ্ছ। তাহার হৃদয়ে ১৪ উঠিল । তখন এক জনের প্রতি অন্যায় করা হইতেছে দেখিয়া তিনি তাহার পক্ষ হইলেন, সেই মিশ্রীয় ব্যক্তিকে আঘাত করিয়া উপক্রতের পক্ষে অন্যায়ের ২৫ প্রতিকার করিলেন । তিনি মনে করিতেছিলেন, তাহার ভ্রাতৃগণ বুঝিয়াছে যে, তাহার হস্ত দ্বারা ঈশ্বর তাহাদিগকে পরিত্রাণ দিতেছেন ; কিন্তু তাহারা বুঝিল ২৬ না । আর পর দিবস তাহারা যখন মারামারি করিতেছিল, তখন তিনি তাহদের কাছে দেখা দিয়া মিলন করাইয়া দিবার চেষ্টা করিলেন, কহিলেন, ওহে, তোমরা পরস্পর ভ্রাতা, এক জন অন্যের প্রতি অন্যায় করিতেছ ২৭ কেন ? কিন্তু প্রতিবাসীর প্রতি অন্যায় করিতেছিল যে ব্যক্তি, সে তাহাকে ঠেলিয়া ফেলিয়া দিয়া কহিল, তোমাকে অধ্যক্ষ ও বিচারকর্ড করিয়া আমাদের ১৮ উপরে কে নিযুক্ত করিয়াছে ? * কাল যেমন সেই মিশ্রীয়কে বধ করিলে, তেমনি কি আমাকেও বধ ২৯ করিতে চাহিতেছ ? এই কথায় মোশি পলায়ন করিলেন, আর মিদিয়ন দেশে প্রবাসী হইলেন ; সেখানে তাহার ৩• দুই পুত্রের জন্ম হয়। পরে চল্লিশ বৎসর পূর্ণ হইলে সীনয় পৰ্ব্বতের প্রান্তরে এক দূত একটা ঝোপে। ৩১ অগ্নিশিখায় উগহকে দর্শন দিলেন । মোশি দেথিয় প্রেরিত ।

  • যাত্রা ২ : ১১-১৪ । +م TrGT ه د - د ; دي |

| * ; > 8-8 ○ | সেই দৃশ্যে আশ্চর্য জ্ঞান করিলেন, আর ভাল করিয়া দেখিবার নিমিত্ত নিকটে যাইতেছেন, এমন সময়ে ৩২ প্রভুর এই বাণী হইল, “আমি তোমার পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের, ইস্হাকের ও যাকোবের ঈশ্বর।” তখন মোশি ত্ৰাসযুক্ত হওয়াতে ভাল করিয়া দেখিতে ৩৩ সাহস করিলেন না। পরে প্রভু তাহাকে কহিলেন, “তোমার পা হইতে জুতা খুলিয়া ফেল ; কেননা যে স্থানে তুমি দাড়াইয়া আছ, উহা পবিত্র ভূমি । ৩৪ আমি মিসরে স্থিত আমার প্রজাদের দুঃখ বিলক্ষণ দেখিয়াছি, তাহদের আর্তস্বর শুনিয়াছি, আর তাহাদিগকে উদ্ধার করিতে নামিয়া আসিয়াছি, এখন ৩৫ আইস, আমি তোমাকে মিসরে প্রেরণ করি।” এই যে মোশিকে তাহারা অস্বীকার করিয়াছিল, বলিয়াছিল, তোমাকে অধ্যক্ষ ও বিচারকর্তা করিয়া কে নিযুক্ত করিয়াছে ? তাহাকেই ঈশ্বর, যে দূত ঝোপে তাহাকে দর্শন দিয়াছিলেন, সেই দূতের হস্তসহ অধ্যক্ষ ও ৩৬ মুক্তিদাতা করিয়া প্রেরণ করিলেন। তিনিই মিসরে, লোহিত সমুদ্রে ও প্রান্তরে চল্লিশ বৎসর কাল নানাবিধ অদ্ভুত লক্ষণ ও চিহ্ন-কাৰ্য্য সাধন করিয়া ৩৭ তাহাদিগকে বাহির করিয়া আনিলেন । ইনি সেই মোশি, যিনি ইস্রায়েল-সন্তানগণকে এই কথা বলিয়াছিলেন, “ ঈশ্বর তোমাদের জন্য তোমাদের ভ্রাতৃগণের মধ্য হইতে আমার সদৃশ এক জন ভাববাদীকে উৎপন্ন ৩৮ করিবেন।” * তিনিই প্রান্তরে মণ্ডলীতে ছিলেন ; যে দূত সীনয় পৰ্ব্বতে তাহার কাছে কথা বলিয়াছিলেন, তাহার এবং আমাদের পিতৃপুরুষদের সহিত ছিলেন । তিনি আমাদিগকে দিবার নিমিত্ত জীবনময় ৩৯ বচন-কলাপ পাইয়াছিলেন। আমাদের পিতৃপুরুষের তাহার আজ্ঞাবহ হইতে চাহিলেন না, বরং তাহাকে ঠেলিয়া ফেলিলেন, আর মনে মনে পুনরায় মিসরের ৪ • দিকে ফিরিলেন, হারোণকে কম্বুিলেন, “আমাদের নিমিত্ত দেবতা নিৰ্ম্মাণ কর, তাহারাই আমাদের অগ্রে অগ্ৰে যাইবেন, কেননা এই যে মোশি মিসর দেশ হইতে আমাদিগকে বাহির করিয়া আনিলেন, ৪১ তাহার কি হইল, আমরা জানি না।” আর সেই সময়ে তাহারা একটা গোবৎস নিৰ্ম্মাণ করিলেন, এবং সেই মূৰ্ত্তির উদ্দেশে বলি উৎসর্গ করিলেন, ও আপনাদের হস্তকৃত বস্তুতে আমোদ করিতে লাগিলেন । ৪২ কিন্তু ঈশ্বর বিমুখ হইলেন, তাহাদিগকে আকাশের বাহিনী পূজা করিবার জন্য সমর্পণ করিলেন ; যেমন ভাববাদিগণের গ্রন্থে লেখা আছে, : “ হে ইস্রায়েল-কুল, প্রান্তরে চল্লিশ বৎসর কাল তোমরা কি আমার উদেশে পশুবলি ও উপহার উৎসর্গ করিয়াছিলে ? তোমরা বরং মোলকের তাম্বু ও রিফন দেবতার তারা তুলিয়া বহন করিয়াছিলে,

  • দ্বি বি ১৮ ; ১৫ । + যাত্রা ৩২ - ১-৩ ৷ # আর্ণমেণষ ৫ : ২৫-২৭ ৷

8 ○ 122