পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○" b〜 কিন্তু সৰ্ব্বদিকে ক্লিষ্ট হইতেছিলাম ; বাহিরে যুদ্ধ, ৬ অন্তরে ভয় ছিল। তথাপি ঈশ্বর, যিনি অবনতদিগকে সাস্তুনা করেন, তিনি তীতের আগমন দ্বারা আমা৭ দিগকে সাস্তুনা করিলেন ; আর কেবল তাহার আগমন দ্বারা নয়, কিন্তু তোমাদের মধ্যে তিনি যে সাস্তুনায় সান্তন প্রাপ্ত হইয়াছিলেন, তাহ দ্বারাও সান্থনা করিলেন, কারণ তিনি তোমাদের অনুরাগ, তোমাদের বিলাপ, আমার পক্ষে তোমাদের উদযোগ বিষয়ক সংবাদ দিলেন, তাহাতে আমি আরও আনন্দিত ৮ হইলাম। কেননা যদিও আমার পত্র দ্বারা তোমাদিগকে দুঃখিত করিয়াছিলাম, তবু অনুশোচনা করি না—যদিও অনুশোচনা করিয়াছিলাম—কেননা আমি দেখিতে পাইতেছি যে, সেই পত্র তোমাদের মনোদুঃখ ৯ জন্মাইয়াছে, তথাপি কেবল কিয়ৎকালের জন্ত ; এখন অামি আনন্দ করিতেছি ; তোমাদের মনোদুঃখ হইয়াছে, সে জষ্ঠ নয়, কিন্তু তোমাদের মনোদুঃখ যে মনঃপরিবর্তন-জনক হইয়াছে, সেই জম্বা ; কারণ ঈশ্বরের মতানুযায়ী মনোদুঃখ তোমাদের হইয়াছে, যেন আমাদের দ্বারা কোন বিষয়ে তোমাদের স্কৃতি ১০ না হয়। কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ, তাহা পরিত্রাণজনক এমন মনঃপরিবর্তন উৎপন্ন করে, যাহা অনুশোচনীয় নয় ; কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু ১১ সাধন করে। কারণ দেখ, এই বিষয়টী, অর্থাৎ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তোমাদের হইয়াছে, उोडी তোমাদের পক্ষে কত যত্ন সাধন করিয়াছে ! আর কেমন দোষপ্রক্ষালন, আর কেমন বিরক্তি, আর কেমন ভয়, আর কেমন অনুরাগ, আর কেমন উদূযোগ, আর কেমন । প্রতীকার । সর্বববিষয়ে তোমরা আপনাদিগকে ঐ ব্যাপারে | ১২ শুদ্ধ দেখাইয়াছ । অতএব আমি যদিও তোমাদের কাছে লিথিয়ছিলাম, তথাপি অপরাধীর জন্য কিম্ব যাহার বিরুদ্ধে অপরাধ করা হইয়াছে, তাহার জন্ত লিখিয়াছিলাম, এমন নয় ; কিন্তু আমাদের পক্ষে তোমাদের যে যত্ন আছে, তাহ যেন ঈশ্বরের সাক্ষাতে তোমাদের ১৩ প্রত্যক্ষ হয়, এই জন্ত । সেই কারণ আমরা সাম্বন৷ পাইলাম ; আর আমাদের সেই সান্তনীর উপরে তীতের আনন্দে আরও প্রচুর আনন্দ প্রাপ্ত হইলাম, কারণ তোমাদের সকলের দ্বারা তাহার আত্মা আপ্যায়িত ১৪ হইয়াছে। কেনন। তাহার কাছে আমি কোন বিষয়ে যদি তোমাদের জন্ত শ্লাঘা করিয়া থাকি, তাহাতে | লজ্জিত হই নাই ; কিন্তু আমরা যেমন তোমাদের কাছে সকলই সত্যভাবে বলিয়াছি, তেমনি তীতের ১৫ কাছে আমাদের কৃত সেই শ্লাঘাও সত্য হইল। আর তোমরা সকলে কেমন আজ্ঞাবহ ছিলে, কেমন সভয় ও সকম্প ভাবে তাহকে গ্রহণ করিয়াছিলে, তাহ স্বরণ করিতে করিতে তোমাদের প্রতি তাহার স্নেহ ১৬ অধিক প্রবল হইয়াছে। আমি আনন্দ করিতেছি যে, সর্বববিষয়ে তোমাদের সম্বন্ধে আমার আশ্বাস জন্সিয়াছে । ২ করিন্থীয় । [ ° ; eーレ; >e l দানশীলতার উৎকৃষ্টতা ও সুন্দর ফল। মাকিদনিয়া দেশস্থ মণ্ডলীগণের দানশীলতা। Ե- আর ভ্রাতৃগণ, মাকিদনিয়া দেশস্থ মণ্ডলীসমূহে ঈশ্বরের যে অনুগ্রহ দত্ত হইয়াছে, তাহ ২ আমরা তোমাদিগকে জ্ঞাত করিতেছি । ফলতঃ ক্লেশরাপ মহাপরীক্ষার মধ্যেও তাহীদের আনন্দের উপচয় এবং অগাধ দীনতা তাহদের দানশীলতারূপ ধনের উদ্দেশে ৩ উপচিয়া পড়িয়াছে। কেননা আমি সাক্ষ্য দিতেছি যে, তাহারা সাধ্য পর্য্যন্ত, বরং সাধ্যের অতিরিক্ত পরিমাণে ৪ স্ব-ইচ্ছায় দান করিয়াছিল, বিস্তর অনুনয় সহকারে সেই অনুগ্রহের সম্বন্ধে, এবং পবিত্ৰগণের পরিচর্য্যায় সহভাগিতার সম্বন্ধে, আমাদের কাছে অনুরোধ ৫ করিয়াছিল। ইহাতে তাহারা যে আমাদের আশামত কৰ্ম্ম করিল, কেবল তাহ নয়, বরং ঈশ্বরের ইচ্ছাক্রমে আপনাদিগকেই প্রথমে প্রভুর এবং আমাদের উদ্দেশে ৬ প্রদান করিল। সেই জন্ত আমরা তীতকে অনুরোধ করিলাম, যেন তিনি পূৰ্ব্বে যেমন আরম্ভ করিয়াছিলেন, তেমনি তোমাদের মধ্যে সেই অনুগ্রহ-কাৰ্য্য সমাপ্তও করেন । ভ্রাতৃগণের পরস্পর উপকার করা উচিত । প্রভূ যীশু দর্শনশীলতার আদর্শ। ৭ ভাল, তোমরা যেমন সর্বববিষয়ে উপচিয়া পড়িতেছ— বিশ্বাসে, বক্তৃতায়, জ্ঞানে, সৰ্ব্বপ্রকার যত্নে, এবং আমাদের প্রতি তোমাদের প্রেমে—তেমনি যেন এই অনুগ্রহ-কার্য্যেও উপচিয়া পড়। আমি আদেশ স্বরূপে বলিতেছি না, কিন্তু অন্ত লোকদের যত্ন দ্বারা তোমাদেরও প্রেমের যথার্থতা ৯ পরীক্ষা করিতেছি। কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রষ্টের অনুগ্রহ জ্ঞাত আছ ; তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, যেন b” ১০ তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও । আর এ বিষয়ে আমার মত জানাইতেছি ; কারণ তোমাদের পক্ষে ইহা মঙ্গলকর, যেহেতুক তোমরা গত বৎসর হইতে কেবল কায্য করিতে নয়, কিন্তু ইচ্ছা করিতেও ১১ প্রথমে আরম্ভ করিয়াছ । আর এখন সেই কাৰ্য্যও সমাপ্ত কর ; যেমন ইচ্ছা করায় আগ্রহ ছিল, তদ্রুপ যাহার যাহা আছে, তদনুসারে যেন সমাপ্তিও ১২ হয় । কেননা যদি আগ্রহ থাকে, তবে যাহার যাহ আছে, তদনুসারে তাহ গ্ৰাহ হয় ; যাহার যাহা ১৩ নাই, তদনুসারে নয়। কেননা এ কথা বলি না যে, অস্ত্য সকলের আরাম ও তোমাদের যেন ক্লেশ হয়, ১৪ বরং সামাভাবের নিয়মানুসারে হউক : এই বৰ্ত্তমান সময়ে তোমাদের উপচয়ে উহাদের অভাব পূর্ণ হউক, যেন আবার উহাদের উপচয়ে তোমাদের অভাব পূর্ণ হয়, ১৫ এইরূপে যেন সাম্যভাব হয় ; যেমন লেখা আছে, “যে অধিক সংগ্ৰহ করিল, তাহার অতিরিক্ত হইল 178