পাতা:বাঙ্গলার পরিচিত পাখী.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩৮
বাঙ্গলার পরিচিত পাখী

নহে। পরিচিত পাখীদের মধ্যে কাণাকূয়া সেইরূপ। ইহারা নিজ নীড় রচনা করিয়া নিজেরাই শাবক লালন পালন করে।

“বউ-কথা-কও”

 “কাণাকূয়া”—আমাদের দেশে যেমন কোনও পাখীর মাথায় ঝুঁটি থাকিলেই চলতি ভাষায় আমরা তাকে “বুলবুল” আখ্যা দিয়া থাকি, ইংরেজরাও তেমনি কোনও পাখীর সুদীর্ঘ প্রলম্বিত পুচ্ছ থাকিলে তাহাকে ফেজ্যাণ্ট আখ্যা দেয়। সেইজন্য কাকের মত দেখিতে এই পাখীটিকে ইংরেজেরা “ক্রো-ফেজ্যাণ্ট” নামে অভিহিত