পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৰ্ব্বনামের কপি । Σύλύ বহু বচন। কৰ্ত্ত কারক এ-সকল, ও-গুল,* সে-গুলি কৰ্ম্ম এ-সকল, এ-সকলকে। ও-সকল, ও-গুলকে সে-গুলি, সে-গুলিকে করণ এ-সকল দ্বারা ইত্যাদি, ও-গুল দ্বারা, সে-গুলি দ্বারা ইত্যাদি। সম্প্রদান এ-সকলকে, ও-গুলকে, সে-গুলিকে অপাদান এ-সকল হইতে, ও-গুল হইতে, সে-গুলি হইতে, sসম্বন্ধ এ-সকলের, ও-গুলর, সে-গুলির অধিকরণ এ-সকলে,এ-সকলেতে,ও-গুলতে, সে-গুলিতে গোলাম, দাস হুজুর, জনাব, ইত্যাদি শব্দের রূপ তত্তং শব্দের শেষ'ক্ষরানুসারে বিভক্তি যোগদ্বারা হয়। o অপ্রণণি বাচক বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত ইহা, উছা, ও তাহ স্থলে কখন২ আবার এ, ও,সে টা-আদি প্রত্যয় যুক্ত হইয়া ব্যবহৃত হয়, যথা, এ-ট,ও-ট, সে-খান,ইত্যাদি –এবং ঐ সকলের রূপ ঐ টী-আদির শেষাক্ষরান্তসারে বিভক্তি যোগে হয়, যথা, এ-টার, ও-টতে, সে-খানদিয়া, ইত্যাদি। সাধুভাষায় অনেক সংস্কৃত সৰ্ব্বনাম ব্যবহার করা গিয়া থাকে। —তন্মধ্যে অস্মদ (আমি) এবং যুম্মদ (তুমি) শবদ নিম্ন লিখিত ৰূপে ব্যবহৃত হয়, যথা,— অম্মদ যুষ্মদের সম্বন্ধ কারকীয় ৰূপ মম, তব, পদ্যেতেই প্রায়প্রচলিত। * পরবৰ্ত্তি সংস্কৃত শব্দসংযোগে অম্মদ ও যুন্মদ বহুবচনে ব্যবহৃত হয়, এবং এক বচনে তত্তৎস্থানে মৎ ও ত্বৎ হয়, যথা,— অম্মদ-গৃহ (অর্থাৎ আমাদের গৃহ), মংপুত্র (অর্থাৎ আমার পুত্র, অম্মৎ কর্তৃক এই ৰূপ যুক্ষদ-গৃহ ত্বৎপুত্র, যুশ্বদ দ্বারা। তদ্ভিন্ন আদি শব্দ যোগদ্বারা, অম্মদ যুষ্মদ বহুবচন হইয়। ইকারান্ত (বা তৃতীয় শ্রেণিস্থ) শব্দে প্রযুজ্য বিভক্তি যোগ দ্বারা (কর্তৃভিন্ন) সকল কারকীয় ৰূপ প্রাপ্ত হয়, যথা, অম্মদাদির, অম্মদাদি-তে, অন্মদাদি-কর্তৃক ইত্যাদি। কখনই সংস্কৃত 'বাক্য বা বাক্যাংশ বাঙ্গলায় ব্যবহার করাগিয়াখাকে, তাহাতে অম্মদ শব্দের কর্তৃ পদ অহম্ বা অহং, কৰ্ম্ম পদ মাম, এবং সম্প্রদুন ও কৰ্ম্ম পদ মে ব্যবহার করাগিয়াথাকে, যথা—দুর্গে মাম রক্ষ, ত্রাহি মে !