পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অব্যয় শবদ । ১৭৫ BBBD S BBB BBD BBS BBB BD S BBBBS BBDD BBB DD S ভভম ভভম বাজয়ে শিঙ্গা। মৃদঙ্গ বাজে তাধিঙ্গা ধিঙ্গ ৷ দ্বিরুক্ত অমুকার (অন্তে) ইকার যুক্ত হইলে যাহার শব্দের অন্থকার তদ্বোধক শব্দের ষষ্ঠ্যন্ত রূপের পর ক্রিয়ণবাচক শব্দরূপে ব্যবহার করা যায়, যথা, • ঠক ঠকি হাড়ির কোড়ায় পট পটি। চৰ্ম্মউড়ে চৰ্ম্মপাদুকার চটচটি। হুড় হুড়ি দুড় দুড়ি মেঘের গড় গড়ি। ঝড় ঝড়ি ঝড়ের বজের কড় কড়ি। ঝর ঝরি জলের শিলার চড় বড়ি । চিকি মিকি বিদ্যুতের গাছের মড় মড়ি ॥ অনেক বিরুক্ত অমৃকার করণধাতু যোগে ক্রিয়াপদ নিষ্পন্ন হয়, যথা— এখানে বড় মাছি বন২ বা ভন২ করিতেছে । কণক গুলা কী কী করে কেন ? অধিকাংশ অহকারের অন্তে করিয়া যুক্ত হইয়। অনেক স্থলে অমুকারের অর্থপুৰ্ব্বক ক্রিয়ার বিশেষণ রূপে ব্যবহার করাযায়, যথা,—মড় মড় করিয়া ভাঙ্গিয় গেল। কট করিয়া কাটিয় ফেলিল। ফটুকরিয়া ফাটিয়া গেল। সমূহ করিয়া বাতাস বহিতেছে, সেই করিয়া বৃষ্টি আসিতেছে। করিয়াযুক্ত কতকগুলি উক্তরূপ শব্দ অমুকণরের অর্থ না বুঝাইয় কেবল ক্রিয়ার বিশেষণ হয়, যথ,—ধা করিয়া মারিয়া দিবে। চটু করিয়া চলিয়া গেল, পটু করিয়া বলিয়া ফেলিল, ইত্যাদি। পদ্যেতে কখনই অমুকারের শেষে ধাতু চিহ্ন যোগ করিয়া তাহ ধাতু রূপে রূপ করাযায়, যথা,—কোকিল কুহরে, ভ্রমর গুঞ্জরে। পায়স পয়োধি সপুসপিয়া। পিষ্টক পৰ্ব্বত কচুমচিয়া ৷ অনুৰূপ শবদ । সীমান্য কথোপকথনে এবং পদ্যেতে কখনই এক শব্দ ব্যবহার করিয়৷ তদনুরূপ এক শব্দ ব্যবহার করা যায় । অস্থরূপ শব্দ যে শব্দের অহরূপে ব্যবহৃত কখনই তদ্বোধ্য বস্তুর সদৃশ বা তৎপরিবর্তে ব্যবহার্য কোন বস্তু বুঝায়, যথা—এক খান ছুরি টুরি আন—অর্থাৎ একখান ছুরি আন অথবা এমত কোন বস্তু আনি যদ্বার: ছুরির কণয্য হয়। কখন বা স্বতন্ত্র একান অর্থ ন বুঝাইয়া আদি শব্দের বহুত্ব বোধক হয়, যথা,—আমার কণপড় চোপড় কাল । অনুরূপ শব্দের সাধন । হসাদি শব্দের আদ্যক্ষর ট-কারে পরিবর্ত করিয়া এবং স্বরাদি শসদর আদিতে ট-যোগ করিয়া ভড়ৎ শব্দের অনুরূপ সাধারণরূপে নিৰ্ম্মিত হয়, যথা—পুতি টুতি। উট টুট r