পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টা আদি প্রত্যয় । పగిన গুল বা গুলা, গুলি বা গুলিন ক্রিয়াবাচক শব্দ বজিয়া প্রণয় তাবৎ শব্দে যুক্ত ও তদ্বহুত্ব বোধক হয়, যথা, ও বালক গুল বা গুলা অতি মন্দ। এই বালিকা গুলি বা গুলিন বড় শিষ্ট। এ গুল ফেলিয় দেও, কিন্তু ঐ গুলি যত্ন করিয়া রাখ। o এক ইতি অর্থ বোধক হয়, যথা, টাক-টাইক, মন-টশইক, কলসিটাইক—অর্থাৎ প্রায় এক টাকা, প্রায় এক মন, প্রণয় এক কলসি। “ খানেক, বা খানিক পরিমাণ বোধক শব্দে এবং পরিমাপক বা অন্য পাত্র বোধক শব্দে যুক্ত হইয়। টাইক বৎ অর্থ বোধক হয়, যথা, শেরখানেক তৈল, বিশ খানেক ধান, কাটা খানেক চাউল,ঘটি খানিক জল । গোট বা গুটি, সংখ্যাবাচক শব্দের পূৰ্ব্বে যুক্ত হইয়া ঐ শব্দ দ্বারা তৎ সংখ্যা অথবা তন্নিকট ৰুেণন সংখ্যা বুঝায়, যথা, আমাকে গোটা পঞ্চাশ টাকা দিতে পার,-অর্থাৎ পঞ্চাশৎ বা ভন্নিকটবৰ্ত্তি কোন সংখ্যক মুদ্র দিতে পার । ৭৯ পৃষ্ঠা দেখ। e o গণ, প্রাণিবাচক সাধারণ সংজ্ঞাতেই প্রায় যুক্ত হয়, যথা, পশুগণ, জীবগণ, মহুষ্যগণ, নারীগণ, ব্রাহ্মণগণ । - . বর্গ এক জাতীয় প্রাণিবাচক সংজ্ঞাতেই প্রায় যুক্ত হয়, যথা, প্রজাবগ, ব্রাহ্মণবর্গ। সৰ্ব্বনামে, ও বিশেষণে টা আণদি প্রত্যয় প্রয়োগ করিতে হইলে, যে সংজ্ঞার পরিবর্তে ঐ সৰ্ব্বনাম ব্যহহৃত, এবং ঐ বিশেষণের যে বিশেষ্য উহ, তাহাতে (উপরের নিয়ম সমুহান্থসারে) যে প্রত্যয় প্রযুজ্য তাহাই প্রয়োগ করিতে হইবে। - তো, অন্তঃকরণের ভাব প্রকাশক অৱ্যয়ে যুক্ত হয় না,এবং সমুচ্চয়ার্থক অব্যয়েও প্রণয় যুক্ত হয় না, কিন্তু আর তাবৎ প্রকার পদেই প্রায় প্রয়োগ করাযাইতে পারে, যথা, রাম-তো যায় নাই শ্যাম গিয়াছিল। তুমিতে বললে কিন্তু করে কে ? বাড়ির সকল ভাল-তো ? এক বার বলেতো দেখ । অণগেতো এখানে অণইস পরে বিবেচনা করাযাইবে । আর-তে এমত হইবে না । , - তো কোন২ স্থলে নিশ্চয়ার্থ বোধক হয়, যথা, ধৰ্ম্মে এখন দুঃখ হইল *তো কি হইল পরে তো সুখ হইবে। তো অণর২ স্থলে ভাষার রীতি"ক্রমে ব্যবহৃত হইয়। যদিও কোন ভাবের অণভাস প্রকাশ করে না, কিন্তু তথাপি তত্তদ্বাক্য হইতে তো তুলিয়া নিলে ভাইনর সে সুশ্রাব্যতা ও সে স্বাভাবিক সৌন্দর্য্য থাকে না, যথা, এখন তো চলুক পরে পরমেশ্বর আছেন বলিলে যেমন লাগে, এখন চলুক পরে পরমেশ্বর অাছেন বলিলে তেমনট'লাগেনা। *